× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৫ ১০:৪১ এএম

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে এ বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি এবং ভার্চ্যুয়ালি অংশ নেন।

সেনাপ্রধান বলেন, “নির্বাচন বিষয়ে আমার অবস্থান আগের মতোই রয়েছে। দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই থাকা উচিত।”

অনুষ্ঠানে সমসাময়িক নানা প্রসঙ্গের পাশাপাশি নির্বাচন, মানবিক করিডর, বন্দর পরিচালনা ও রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো উঠে আসে।

রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, “এই ধরনের সিদ্ধান্ত অবশ্যই একটি বৈধ, নির্বাচিত সরকারের মাধ্যমেই আসতে হবে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া জরুরি।”

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোনো প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিষয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “এখানে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাদের মতামত গ্রহণ করা জরুরি। রাজনৈতিক সরকারের মাধ্যমেই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত।”

‘মব ভায়োলেন্স’ বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ সহিংসতার বিষয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থান নিচ্ছে। সহিংসতা বা বিশৃঙ্খলা আর সহ্য করা হবে না।”

রাষ্ট্র সংস্কার বিষয়েও সেনাপ্রধান বলেন, “এ নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ হয়নি। কী কী সংস্কার হচ্ছে, তাও আমি জানি না।”

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সবাইকে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে সহযোগিতার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সব পর্যায়ের সেনাসদস্যদের নিরপেক্ষ থেকে ভবিষ্যতের যেকোনো নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না, যা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।”

তিনি আরও জানান, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 চিতলমারীতে সমবায় অধিদপ্তরের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

চিতলমারীতে সমবায় অধিদপ্তরের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

 সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ

 জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

 দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বাংলাদেশের সংস্কৃতিতে বাস্তবসম্মত নয় : সিপিডি

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বাংলাদেশের সংস্কৃতিতে বাস্তবসম্মত নয় : সিপিডি

সংশ্লিষ্ট

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বাংলাদেশের সংস্কৃতিতে বাস্তবসম্মত নয় : সিপিডি

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বাংলাদেশের সংস্কৃতিতে বাস্তবসম্মত নয় : সিপিডি

মতামত সমন্বয় করে সরকারকে জানাবে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

মতামত সমন্বয় করে সরকারকে জানাবে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা