সিরিয়ার দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও সম্প্রদায়টির সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।চলতি বছরের এপ্রিল ও মে মাসে দ্রুজ সম্প্রদায়ের সদস্য ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর রোববারই প্রথম অঞ্চলটিতে মারাত্মক সহিংসতার ঘটনা ঘটল।স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সামরিক বাহিনী এবং উপজাতিদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে প্রাথমিক গণনায় কমপক্ষে ৩০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে।মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের বাহিনী সংঘাত নিরসন ও সংঘর্ষ বন্ধে সরাসরি হস্তক্ষেপ করবে।চিকিৎসা সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সুইদা জানিয়েছে, সহিংসতার কারণে দামেস্ক-সুইদা মহাসড়ক বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে।এ পরিস্থিতিতে সুইদার গভর্নর মুস্তাফা আল-বাকুর জনগণকে ‘আত্মসংযম অনুশীলন করার এবং সংস্কারের জাতীয় আহ্বানে সাড়া দেওয়ার’ আহ্বান জানিয়েছেন।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুলাই ২০২৫ ১০:৪৮ এএম
দামেস্কের গির্জায় আইএসের আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০
সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন। রোববার (২২ জুন) দামেস্কের দুওয়েইলা অঞ্চলের মার এলিয়াস অঞ্চলে এই হামলা হয়।সরকারি সূত্র জানায়, আইএস দমনে নতুন সরকার কর্তৃক দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে। এক সময় বিদ্রোহী এইচটিএস নিজেও আইএসের বিরুদ্ধে লড়েছে। তারা আইএসকে চরমপন্থী ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর জন্য অস্থিরতা সৃষ্টিকারী বলেই বিবেচনা করত।আইএস তাদের প্রচারণামাধ্যমে সম্প্রতি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরবের রিয়াদে বৈঠকের ছবি প্রকাশ করে একে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘জিহাদি আদর্শ থেকে বিচ্যুতি’ হিসেবে প্রচার করে।নতুন সরকার জানিয়েছে, তারা দেশের সব ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দামেস্কের খ্রিস্টান পাড়ায় সাধারণত প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা বাহিনী গাড়ি তল্লাশি করে।তথ্যমন্ত্রী হামজা আল-মুস্তফা বলেন, এই কাপুরুষোচিত হামলা আমাদের নাগরিকত্বের মূল মূল্যবোধের পরিপন্থী। জাতীয় ঐক্য ও সামাজিক শান্তির স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।দামেস্ক সিটি কাউন্সিল জানিয়েছে, বোমা হামলার পেছনে কারা জড়িত ও কীভাবে নিরাপত্তা ভেদ করে তারা গির্জায় ঢুকতে পারল—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।যদিও সরকার নামমাত্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে, বাস্তবে অনেক এলাকায় এখনো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি আছে। নতুন প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব মিলিশিয়াদের একটি জাতীয় সেনাবাহিনীর অধীনে আনার কাজ শুরু করেছে। যারা এতে যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছে, তাদের নিরস্ত্র করা হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
২৩ জুন ২০২৫ ১১:৩৩ এএম
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
সিরিয়ার ওপর দীর্ঘদিনের আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই পদক্ষেপকে দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনর্গঠনের ‘প্রথম ধাপ’ হিসেবে দেখা হচ্ছে।চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় সিরিয়ার ওপর আরোপিত কয়েকটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান। এরপর সৌদি আরবের রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে তার একটি অপ্রত্যাশিত বৈঠক হয়।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন, নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ফলে সিরিয়ায় বিদ্যুৎ, পানি, জ্বালানি ও পয়ঃনিষ্কাশন সেবা সহজে সরবরাহ করা সম্ভব হবে। পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও আরও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।তিনি আরও জানান, নতুন এই উদ্যোগের আওতায় সিরিয়ায় বিনিয়োগ, আর্থিক লেনদেন ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট কার্যক্রমে কিছুটা শিথিলতা আনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সিরিয়ার সঙ্গে একটি নতুন ধরণের সম্পর্ক গড়ার ইঙ্গিত বহন করছে।এর আগে, গত ১৩ মে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন—সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো তিনি প্রত্যাহারের পরিকল্পনা করছেন। ওই সফরের সময় যুক্তরাষ্ট্র সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আল-শারাকে সন্ত্রাসী তালিকা থেকেও বাদ দেয়।প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে পড়ে। একটি প্রতিবেদনে বলা হয়, সংঘাতের প্রথম আট বছরে দেশটির আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৪২ বিলিয়ন ডলার। এর ওপর যুক্ত হয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ।এদিকে, ইউরোপীয় ইউনিয়নও সম্প্রতি জানিয়েছে, তারা সিরিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বিবেচনা করছে। তবে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।ভোরের আকাশ//হ.র
২৫ মে ২০২৫ ১০:০৫ এএম
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সিরিয়ায় বিশ্বব্যাংকের কার্যক্রম পুনরায় শুরু
দীর্ঘ ১৪ বছর পর সিরিয়ায় আবারও উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্বব্যাংক। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকের পর এ ঘোষণা এসেছে।শনিবার (১৭ মে) কুর্দিস্তান২৪ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প সরাসরি আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেন, যা গত ২৫ বছরে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম সরাসরি সাক্ষাৎ সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে। বৈঠকে ট্রাম্প আহ্বান জানান, সিরিয়া যেন যুক্তরাষ্ট্র-সমর্থিত 'আব্রাহাম চুক্তি'-তে যোগ দেয়।বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি শারাকে বলেছি, আশা করি তুমি আব্রাহাম চুক্তিতে যোগ দেবে, যখন তোমার অভ্যন্তরীণ অবস্থা স্থিতিশীল হবে। সে 'হ্যাঁ' বলেছে, তবে এখনো অনেক কাজ বাকি।”এই বৈঠকের পরই বিশ্বব্যাংক ঘোষণা দেয়, তারা সিরিয়ায় পুনরায় উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর বিশ্বব্যাংক দেশটির সঙ্গে সব ধরনের উন্নয়ন সহযোগিতা বন্ধ করে দিয়েছিল।বিশ্বব্যাংক জানিয়েছে, সৌদি আরব ও কাতারের আর্থিক সহায়তায় সিরিয়ার পক্ষ থেকে প্রায় ১৫.৫ মিলিয়ন ডলারের বকেয়া ঋণ পরিশোধ করা হয়েছে। এর পরই নতুন করে প্রকল্প শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।বিশ্বব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, “দীর্ঘ সংঘাত শেষে সিরিয়া এখন পুনর্গঠন ও উন্নয়নের পথে রয়েছে। নতুন সরকারের সঙ্গে আমাদের প্রথম প্রকল্প হবে দেশের বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন। এই সহায়তা কেবল সিরিয়াকে নয়, গোটা অঞ্চলকেই স্থিতিশীল করতে ভূমিকা রাখবে।”উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপসারণের পর সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক নতুন করে গড়ে উঠতে শুরু করেছে। একে একে তুলে নেওয়া হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বিশ্বব্যাংকের এই সিদ্ধান্তকে অনেকেই মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক পরিবেশের প্রতিফলন হিসেবে দেখছেন।ভোরের আকাশ//হ.র
১৯ মে ২০২৫ ০৯:১০ এএম
সিরিয়ার প্রেসিডেন্ট ও ইসলামপন্থী নেতা শারার সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন।আজ বুধবার সৌদি আরবের রিয়াদে এই বৈঠক করেন এই দুই দেশের নেতারা। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিকভাবে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জন্য বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে পারে।উপসাগরীয় সহযোগিতা পরিষদের নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সিরিয়ানরা দীর্ঘ ৫০ বছরের আসাদ পরিবারের শাসন থেকে বেরিয়ে জীবনকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করছেন। এক সময় আল-শারাকে গ্রেপ্তার করার জন্য এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন।আল-শারার সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘তিনি তরুণ, আকর্ষণীয় ও সাহসী যুবক। তার শক্তিশালী অতীত রয়েছে, যোদ্ধা।’এর আগে মধ্যপ্রাচ্যে তিনদিনের সফর শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ পরিবারের সদস্যদের নেতৃত্বাধীন সরকারের আমলে দেশটির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় মঙ্গলবার রাতে সিরিয়ার বাসিন্দারা রাস্তায় নেমে এসে আতশবাজি করে উল্লাস প্রকাশ করেন। কারণ এখন তাদের অনেক বেশি বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন এবং সেই সুযোগ উন্মুক্ত হয়েছে। একই সঙ্গে সিরিয়ানরা বৈশ্বিক অর্থনীতিতে আবার যোগ দিতে পারবেন।আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, আল শারা বা মোহাম্মদ আল-গোলানি একসময় আল-কায়েদার সঙ্গে জড়িত ছিলেন। তিনি সিরিয়ায় বিদ্রোহীদের হয়ে যুদ্ধ শুরুর আগে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। এমনকি তিনি মার্কিন সেনাদের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারেও আটক ছিলেন।বৈঠকটি এমন সময়ে হলো, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের সবশেষ পদক্ষেপ গাজার হামাস ইস্যুতে হোয়াইট হাউস ও ইসরায়েল সরকারের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষকে আবারও স্পষ্ট করে তুলেছে।আল শারার সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প উপসাগরীয় সহযোগিতা পরিষদকে বলেন, ‘আমি সিরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি, যাতে তারা নতুন করে শুরু করতে পারে।’ ‘এটি তাদের শ্রেষ্ঠ হওয়ার সুযোগ করে দেবে। নিষেধাজ্ঞাগুলো সত্যিই পঙ্গু করে দেয়, খুবই শক্তিশালী।’সূত্র: হোয়াইট হাউস, রিয়াদ প্রেস ব্রিফিং, আন্তর্জাতিক সংবাদ সংস্থাসমূহভোরের আকাশ//হ.র