আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫ ১২:৪৫ এএম
সিরিয়ার প্রেসিডেন্ট ও ইসলামপন্থী নেতা শারার সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন।
আজ বুধবার সৌদি আরবের রিয়াদে এই বৈঠক করেন এই দুই দেশের নেতারা। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিকভাবে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জন্য বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে পারে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সিরিয়ানরা দীর্ঘ ৫০ বছরের আসাদ পরিবারের শাসন থেকে বেরিয়ে জীবনকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করছেন। এক সময় আল-শারাকে গ্রেপ্তার করার জন্য এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন।
আল-শারার সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘তিনি তরুণ, আকর্ষণীয় ও সাহসী যুবক। তার শক্তিশালী অতীত রয়েছে, যোদ্ধা।’
এর আগে মধ্যপ্রাচ্যে তিনদিনের সফর শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ পরিবারের সদস্যদের নেতৃত্বাধীন সরকারের আমলে দেশটির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় মঙ্গলবার রাতে সিরিয়ার বাসিন্দারা রাস্তায় নেমে এসে আতশবাজি করে উল্লাস প্রকাশ করেন। কারণ এখন তাদের অনেক বেশি বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন এবং সেই সুযোগ উন্মুক্ত হয়েছে। একই সঙ্গে সিরিয়ানরা বৈশ্বিক অর্থনীতিতে আবার যোগ দিতে পারবেন।
আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, আল শারা বা মোহাম্মদ আল-গোলানি একসময় আল-কায়েদার সঙ্গে জড়িত ছিলেন। তিনি সিরিয়ায় বিদ্রোহীদের হয়ে যুদ্ধ শুরুর আগে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। এমনকি তিনি মার্কিন সেনাদের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারেও আটক ছিলেন।
বৈঠকটি এমন সময়ে হলো, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের সবশেষ পদক্ষেপ গাজার হামাস ইস্যুতে হোয়াইট হাউস ও ইসরায়েল সরকারের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষকে আবারও স্পষ্ট করে তুলেছে।
আল শারার সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প উপসাগরীয় সহযোগিতা পরিষদকে বলেন, ‘আমি সিরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি, যাতে তারা নতুন করে শুরু করতে পারে।’ ‘এটি তাদের শ্রেষ্ঠ হওয়ার সুযোগ করে দেবে। নিষেধাজ্ঞাগুলো সত্যিই পঙ্গু করে দেয়, খুবই শক্তিশালী।’
সূত্র: হোয়াইট হাউস, রিয়াদ প্রেস ব্রিফিং, আন্তর্জাতিক সংবাদ সংস্থাসমূহ
ভোরের আকাশ//হ.র