ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সিরিয়ায় বিশ্বব্যাংকের কার্যক্রম পুনরায় শুরু
দীর্ঘ ১৪ বছর পর সিরিয়ায় আবারও উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্বব্যাংক। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকের পর এ ঘোষণা এসেছে।
শনিবার (১৭ মে) কুর্দিস্তান২৪ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প সরাসরি আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেন, যা গত ২৫ বছরে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম সরাসরি সাক্ষাৎ সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে। বৈঠকে ট্রাম্প আহ্বান জানান, সিরিয়া যেন যুক্তরাষ্ট্র-সমর্থিত 'আব্রাহাম চুক্তি'-তে যোগ দেয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি শারাকে বলেছি, আশা করি তুমি আব্রাহাম চুক্তিতে যোগ দেবে, যখন তোমার অভ্যন্তরীণ অবস্থা স্থিতিশীল হবে। সে 'হ্যাঁ' বলেছে, তবে এখনো অনেক কাজ বাকি।”
এই বৈঠকের পরই বিশ্বব্যাংক ঘোষণা দেয়, তারা সিরিয়ায় পুনরায় উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর বিশ্বব্যাংক দেশটির সঙ্গে সব ধরনের উন্নয়ন সহযোগিতা বন্ধ করে দিয়েছিল।
বিশ্বব্যাংক জানিয়েছে, সৌদি আরব ও কাতারের আর্থিক সহায়তায় সিরিয়ার পক্ষ থেকে প্রায় ১৫.৫ মিলিয়ন ডলারের বকেয়া ঋণ পরিশোধ করা হয়েছে। এর পরই নতুন করে প্রকল্প শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্বব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, “দীর্ঘ সংঘাত শেষে সিরিয়া এখন পুনর্গঠন ও উন্নয়নের পথে রয়েছে। নতুন সরকারের সঙ্গে আমাদের প্রথম প্রকল্প হবে দেশের বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন। এই সহায়তা কেবল সিরিয়াকে নয়, গোটা অঞ্চলকেই স্থিতিশীল করতে ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপসারণের পর সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক নতুন করে গড়ে উঠতে শুরু করেছে। একে একে তুলে নেওয়া হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বিশ্বব্যাংকের এই সিদ্ধান্তকে অনেকেই মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক পরিবেশের প্রতিফলন হিসেবে দেখছেন।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদায় আবারও বেদুইন ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতির একদিন পর শুক্রবার (১৮ জুলাই) নতুন করে এই রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছে আল জাজিরা।এমন পরিস্থিতির মধ্যে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সুইদায় কোনো সরকারি বাহিনী মোতায়েন করা হয়নি। মন্ত্রণালয়ের মুখপাত্র নুরউদ্দিন আল-বাবা রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, “সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি। প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ অসত্য।”তিনি জানান, সরকারি বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও এখন পর্যন্ত কোনো ইউনিট সুইদা অঞ্চলে পাঠানো হয়নি।এর আগে এক ইসরায়েলি কর্মকর্তা গণমাধ্যমকে জানান, দক্ষিণ-পশ্চিম সিরিয়ার চলমান সহিংসতা বিবেচনায় আগামী ৪৮ ঘণ্টার জন্য সুইদায় সিরিয়ান নিরাপত্তা বাহিনীর সীমিত উপস্থিতিতে সম্মতি দিয়েছে ইসরায়েল।উল্লেখ্য, কিছুদিন আগেই সিরিয়ার রাজধানী দামেস্ক ও সুইদায় বিমান হামলা চালায় ইসরায়েল, যা সিরিয়া সরকার তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করে। এ হামলাকে দেশটিতে অস্থিরতা ও বিভ্রান্তি তৈরির অপচেষ্টা বলেও উল্লেখ করা হয়।যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানায়, শুক্রবার ফের সংঘর্ষ শুরু হয় সুইদা শহরের পশ্চিমাঞ্চলে। একদিকে রয়েছে সরকারি-সমর্থিত বেদুইন ও উপজাতীয় যোদ্ধারা, অন্যদিকে দ্রুজ যোদ্ধারা। ফরাসি বার্তা সংস্থা এএফপিও দুই পক্ষের গোলাগুলির সত্যতা নিশ্চিত করেছে।ইন্টারনেটে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে গোলাগুলির শব্দ শোনা যায় এবং সংঘর্ষ এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন হতে দেখা যায়। একটি ভিডিওতে বেদুইন নেতা আবদুল মুন্নিম আল-নাসিফ তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, “জাতিগত নিধন থেকে আমাদের জনগণকে রক্ষা করতে দেশের বিভিন্ন প্রান্তের উপজাতীয়দের সুইদায় ছুটে আসতে হবে।”বুধবার ঘোষিত যুদ্ধবিরতির পর স্বল্প সময়ের শান্তি থাকলেও সংঘর্ষ আবার ছড়িয়ে পড়ে স্থানীয় মিলিশিয়া, সরকারপন্থী ও উপজাতীয় গোষ্ঠীগুলোর মধ্যে।সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস-এর তথ্য অনুযায়ী, রোববার থেকে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ৩২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৭০ জনের বেশি এবং উদ্ধার করা হয়েছে ৮৭টি মরদেহ।দুর্যোগ ও জরুরি সেবা বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছেন, সহিংসতা কবলিত অঞ্চল থেকে বহু পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, সুইদার দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার জন্যই তাদের বিমান হামলা চালানো হয়েছিল। যুদ্ধবিরতি কার্যকর হলেও বর্তমান সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।আল জাজিরার দামেস্ক প্রতিনিধি জেইনা খোদর জানান, “এই সংঘর্ষ সিরিয়ার জন্য একটি ভয়াবহ ও সংকটজনক পরিস্থিতির ইঙ্গিত। দীর্ঘ গৃহযুদ্ধ পরবর্তী সময়ে দেশটি একটি ভঙ্গুর স্থিতিশীলতার মধ্যে রয়েছে।”তিনি আরও বলেন, “বেদুইন ও দ্রুজদের মধ্যে পুরনো বিরোধ থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। এবার বেদুইনরা নিজেরাই রাষ্ট্রীয় নিরাপত্তা চায়, যা আগের ঘটনাগুলো থেকে আলাদা।”তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের জন্য এটি একটি কৌশলগত দ্বন্দ্ব—কারণ তারা পূর্বেই জানিয়েছিল দক্ষিণে সিরিয়ান সরকারি বাহিনীর উপস্থিতি মেনে নেবে না।মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক লাবিব আল-নাহাসের মতে, “ইসরায়েলের মিত্ররা যখন হুমকির মুখে, তখন তারা হয়তো সংঘর্ষ ঠেকাতে সাময়িকভাবে সরকারপন্থী বাহিনীর উপস্থিতি সহ্য করবে।”জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর জানিয়েছে, সুইদায় সংঘাতে অংশগ্রহণকারী সব পক্ষই মানবাধিকার লঙ্ঘন করছে। বিবৃতিতে বলা হয়, “বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অপহরণ, লুটপাট ও ঘরবাড়ি ধ্বংসের মতো গুরুতর অপরাধ সংঘটিত হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে সাধারণ মানুষের নিরাপত্তা সর্বাগ্রে নিশ্চিত করতে হবে।”জাতিসংঘ শরণার্থী সংস্থা (UNHCR) বলেছে, সহিংসতার কারণে সুইদায় তাদের মানবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সংস্থার মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার বলেন, “এমন পরিস্থিতিতে আমাদের কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। আমরা সব পক্ষকে মানবিক সহায়তার পথ উন্মুক্ত করার আহ্বান জানাচ্ছি।” ভোরের আকাশ/হ.র
ভারতের বিহার রাজ্যে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। রাজ্যের বিভিন্ন জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। খবর টাইমস অব ইন্ডিয়া।বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নালন্দা জেলায়—৫ জন। ভৈরালি জেলায় মারা গেছেন ৪ জন, পাটনা ও বাঁকায় ২ জন করে এবং আরও ছয়টি জেলায় একজন করে নিহত হয়েছেন।নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘরের বাইরে না যেতে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ। ভোরের আকাশ/হ.র
গাজা উপত্যকায় চলমান সহিংসতা বন্ধে এবং অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া এই আহ্বান জানান।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, “ফিলিস্তিনিদের দুর্ভোগ শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ নয়। পশ্চিম তীরেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বাড়ছে, যার ফলে ধ্বংস, মানবিক সংকট ও বাস্তুচ্যুতির মাত্রা আরও বেড়েছে। বহু পরিবার নিজেদের ঘরে ফিরে যাওয়ার আশা হারিয়ে ফেলছে।”তিনি আরও বলেন, “প্রতিনিয়ত ফিলিস্তিনি হত্যাকাণ্ড, দখলদারি ও ঘরবাড়ি ভাঙার খবর আসছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”নেবেনজিয়া ইসরায়েলকে দখলকৃত এলাকায় সহিংসতা অবসানের পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা পৌঁছাতে কোনো ধরনের বাধা না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ অবিলম্বে তুলে নিতে বলেন।রুশ কূটনীতিক বলেন, “গাজায় আটক ব্যক্তিদের মুক্ত করতে শক্তি প্রয়োগের যে কৌশল অনুসরণ করা হচ্ছে, তা কার্যকর প্রমাণিত হয়নি। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং সকল বন্দির মুক্তির ব্যবস্থা করা প্রয়োজন।”এ সময় তিনি সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান’–সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের প্রতি সমর্থন জানান। তার ভাষায়, “আরব-ইসরায়েল সংকটের দীর্ঘ ইতিহাস বলে দেয়, মধ্যপ্রাচ্যে শান্তির কোনো বিকল্প নেই এবং সেটি কেবল রাজনৈতিক সমাধানের মাধ্যমেই সম্ভব।” ভোরের আকাশ/হ.র
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক পোস্টে তারা জানায়, যুক্তরাষ্ট্রে কেউ যদি চুরি বা সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে তার ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। একইসঙ্গে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথও বন্ধ হয়ে যেতে পারে।এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি দোকানে চুরির অভিযোগে এক ভারতীয় নারীকে আটক করা হয়। এরপরই মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়।দূতাবাস জানায়, “যুক্তরাষ্ট্রে চুরি বা হামলার মতো অপরাধ শুধুমাত্র আইনি জটিলতার জন্ম দেয় না, বরং এটি আপনার ভিসা বাতিলের কারণও হতে পারে। এমনকি এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য অযোগ্য ঘোষণা করতেও ভূমিকা রাখতে পারে।”আরও বলা হয়, “যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দেয় এবং প্রত্যাশা করে যে, সব বিদেশি দর্শনার্থী দেশটির আইন মেনে চলবেন।”প্রসঙ্গত, গত মে মাসে ইলিনয়ে সাত ঘণ্টারও বেশি সময় এক স্টোরে কাটিয়ে প্রায় ১,৩০০ ডলারের পণ্য নিয়ে কোনো মূল্য না দিয়েই বেরিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।ভোরের আকাশ/হ.র