সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ রক্ষায় ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপণ করেছে ‘গ্রীণ ফেয়ার’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব শক্তির আহবায়ক মুহা. নুরুল ইসলাম উজ্জ্বল, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খাঁন, সমাজসেবক তরিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, গ্রীণ ফেয়ারের প্রতিষ্ঠা বৃক্ষ জননী মাহবুবা খাতুন, স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী ও স্বেচ্ছাসেবী ইউসুফ আলী প্রমুখ।সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে গ্রীণ ফেয়ার নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবে।ভোরের আকাশ/এসএইচ
আঞ্চলিক তথ্য অফিস রাজশাহী'র আয়োজনে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর ) সকালে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।প্রধান অতিথি'র বক্তব্যে তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিডিয়ার নাম পরিবর্তন করে গুজব ছড়ানো হয়, যা দেখে অনেকেই বিভ্রান্ত হন। গণমাধ্যম কর্মিরা সমাজের আয়না, তাদেরকে এ বিষয়ে দায়িত্বশীল ও সজাগ থাকতে হবে, গুজব প্রতিরোধে সোচ্চার হতে হবে।ছবি: ভোরের আকাশআঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার মো: আতিকুর রহমান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় ও জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী।মতবিনিময়ে সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন গণমাধ্যম কর্মি অংশগ্রহণ করেন।ভোরের আকাশ/তা.কা
২৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৯ পিএম
সিরাজগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের কাঠেরপুল থেকে লিফলেট বিতরণ শুরু করে ফকিরতলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে রাস্তার ডিভাইডার ও ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. আব্দুল লতিফ।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ৩১ দফা সংস্কারের পরিকল্পনা দিয়েছেন, সেটি কেবল বিএনপি নয়, সমগ্র জাতির মুক্তির রূপরেখা। এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।তিনি আরও বলেন, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার প্রতীক, আর বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের প্রতি অবিচল আস্থা অর্জন করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছি। সেই সাথে ধানের শীষকে বিজয়ী করতে আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে।এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা ড্যাবের সদস্য সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের এমডি ডাঃ আব্দুল আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শহর বিএনপির নেতা ফরহাদ হোসেন, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার ও যুবদল নেতা রিপন আহমেদ, শ্রমিক নেতা নাঈম, হাবিব এবং পাপ্পু প্রমুখ।ভোরের আকাশ/মো.আ.
২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩২ পিএম
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ মোট ১৯ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।এর আগে গত ২০ সেপ্টেম্বর সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব রনজু আহমেদ মন্সী রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। ওই কমিটির আহ্বায়ক করা হয় আব্দুল লতিফ তালুকদার লেবুকে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আব্দুল লতিফ তালুকদার লেবু অভিযোগ করেন, কমিটি গঠনের সময় ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে করা হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং অরাজনৈতিক ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। যাদের ব্যর্থতা ও অযোগ্যতার কারণে পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, পুনরায় তাদেরই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।এতে আরও বলা হয়, যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে অথচ আমরা যারা নির্যাতিত, একাধিক মামলার আসামি ও রাজপথের কর্মী, আমাদের প্রতি চরম অবহেলা দেখানো হয়েছে।নতুন কমিটির ৩১ সদস্যের মধ্যে আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ মোট ১৯ জন পদত্যাগের ঘোষণা দেন। তারা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের দিয়ে নতুনভাবে কমিটি গঠনের আহ্বান জানান।সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রনজু আহমেদ মন্সী বলেন, জানতে পেরেছি ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে দেওয়া আহ্বায়ক এর ব্যক্তিগত লোক সংখ্যা কম হয়েছে। তাই তিনি সবাইকে নিয়ে পদত্যাগ করেছেন। তবে এটা বড় একটি ভুল করেছেন তারা। যদি আমাদের চিঠি দিয়ে জানাতো, আমরা সেটির সমাধান করে দিতাম।ভোরের আকাশ/মো.আ.
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৭ এএম
সিরাজগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের চৌরাস্তার মোড় থেকে লিফলেট বিতরণ শুরু করে মুজিব সড়ক হয়ে এসএস রোড বড়বাজারে গিয়ে শেষ হয়।এর আগে লিফলেট বিতরণ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ আব্দুল লতিফ। এসময় মির্জা মোস্তফা জামান বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের অংশ হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। এবং সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি'র অন্যতম সদস্য মো. আসলাম উদ্দিন, ছাত্র-বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুল আজিজ, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন, শহর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবদল নেতা ওলি আহমেদ, পাপ্পু শেখ, মো. হাবীব ও যুবনেতা মো. রিপন এবং শ্রমিক নেতা নাঈম ইসলামসহ বিএনপি'র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।ভোরের আকাশ/জাআ
২২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৪ পিএম
সিরাজগঞ্জে কিশোরীকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন
সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিবন্ধি কিশোরী মারুফা খাতুনকে ধর্ষনের অপরাধে সুলতান মাহমুদ নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লক্ষ টাকা অর্থদন্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন।যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত সুলতান মাহমুদ জেলার কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ এতথ্য নিশ্চিত করেন ।মামলার এজাহারসূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের ১৭ বছর বয়সী মানসিক প্রতিবন্ধি মারুফা খাতুন প্রতিবেশি সুলতান মাহমুদের বাড়ির আঙ্গিনায় শুকনো গোবরের ঘুটে আনতে যায়। এসময় তাকে একা পেয়ে জোরপূর্বক ভাবে নিজ কক্ষে নিয়ে তাকে ধর্ষন করে সুলতান মাহমুদ। এ ঘটনা জানাজানি হলে ১২ই ফেব্রুয়ারি কামারখন্দ থানায় ঐ কিশোরীর বাবা আব্দুল মান্নান বাদি হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করে। মামলায় তদন্ত, স্বাক্ষ্য গ্রহন ও দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক এই রায় প্রদান করেন।ভোরের আকাশ/জাআ
২২ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৪ পিএম
জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তকরাসহ ৩ দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন
জুলাই ঘোষণাপত্র সংশোধন, জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তিকরন এবং আহতদের অধিকার নিশ্চিত করার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালেক্টরেট চত্বরে শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধাদের উদ্যোগে কর্মসূচিটি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজিব সরকার, সাবেক যুগ্ম-আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসানসহ জুলাই গনঅভূর্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।বক্তারা বলেন, অবিলম্বে জুলাই সনদ সংশোধন করতে হবে। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এমনভাবে যেন ভবিষ্যতে কেউ জুলাই যোদ্ধাদের নিয়ে প্রশ্ন তুলতে না পারে, আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারে। পাশাপাশি জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই।ভোরের আকাশ/মো.আ.
২১ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৬ পিএম
সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী সুমাইয়া খাতুনকে হত্যার দায়ে স্বামী ইসমাইল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই কারাদণ্ড প্রদান করেন।এই হত্যা মামলায় আরেক আসামি মোছা সাহিদা বেগমের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোসা পূর্বপাড়া গ্রামের মো. আবু তালহা'র ছেলে।সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর প্রসিকিউটর (পিপি) অ্যাড : মো. মাসুদুর রহমান (মাসুদ) এ তথ্য নিশ্চিত করেন।মামলার এজাহারসূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা পূর্বপাড়া গ্রামের ইসমাইল হোসেন ও একই গ্রামের আব্দুল হালিম সরকারের মেয়ে সুমাইয়া খাতুন সুরুভি'র উভয়ে উভয়ের প্রেমে পড়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তুর বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ইসমাইল তার স্ত্রীকে নির্যাতন চালাতে থাকে। এরই এক পর্যায়ে ২০২০ সালের ১৯ জুন শুক্রবার দুপুরে সুমাইয়া খাতুনকে ( সুরুভি) শ্বাসরোধে হত্যা করে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায় ইসমাইল ও তার পরিবারের সদস্যরা। এঘটনার পরদিন নিহতের ভাই আবু হানিফ সরকার বাদি হয়ে কামারখন্দ থানায় ইসমাইল হোসেন, তার পিতা আবু তালহা ও মা সাহিদা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার বিচারক এই রায় প্রদান করেন।ভোরের আকাশ/মো.আ.
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৮ পিএম
সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ সদর উপজেলায় চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।এই হত্যা মামলায় আরও দুজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাদপাল গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে মো. আব্দুল আলিম, মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে আবু বক্কার ও আ. খালেকের ছেলে মো. মোজাম আলী ও আব্দুর রউফ এবং দুই বছর সাজাপ্রাপ্তরা হলেন- আব্দুল্লাহ ও মোস্তাফিজ হোসেন।সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. শাকিল হায়দার রফিক সরকার এই তথ্য নিশ্চিত করেন।মামলার এজাহারসূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও গ্রামের রাস্তা নির্মানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে ২০১৪ সালের ৮ই সেপ্টেম্বর সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাদপাল গ্রামের মো. আশরাফ আলীকে বাড়ির পাশের রাস্তায় দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। এসময় আশরাফের স্ত্রীসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬'ই সেপ্টেম্বর আশরাফ আলী মারা যায়।এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলায় দীর্ঘ তদন্ত, সাক্ষ্য ও শুনানি শেষে আজ বুধবার বিচারক আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।এ সময় আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুর রহিম ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. শাকিল হায়দার রফিক সরকার।ভোরের আকাশ/জাআ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪২ পিএম
সিরাজগঞ্জের ডাকাতি মামলার আসামি গাজীপুরে গ্রেফতার
সিরাজগঞ্জের ব্যাটারি কারখানায় ডাকাতি মামলার আসামি রুহুল আমিনকে (৩৬) গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার সিএমবি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে থেকে গ্রেফতার করে।গ্রেফতার মো. রুহুল আমিন সিরাজগঞ্জের তারাশ থানার বড় পোঙতা এলাকার বানাত আলীর ছেলে।র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের ক্পোানী কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল বলেন, সিরাজগঞ্জের ব্যাটারি কারখানায় ডাকাতি মামলার অন্যতম মূলহোতা রুহুল আমিন। তিনি গাজীপুরের শ্রীপুরের সিএমবি বাজার এলাকায় আত্মগোপনে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২ টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি সহ ৫টি ডাকাতি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ওই ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।র্যাব কর্মকর্তা আরো বলেন, গ্রেফতার রুহুল আমিন এবং আগে গ্রেপ্তার আব্দুল মজিদসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জন ডাকাত গত ১৩ মার্চ রাতে সিরাজগঞ্জের তাড়াশ থানার হেদারখাল এলাকার শয়নুল ইসলামের পুরাতন ব্যাটারী করাখানায় হানা দেয়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি ও মারধর করে নগদ ৭০ হাজার টাকা, ১০ টন ব্যাটারির প্লেট, ৩ টন সীসা, ১২০০ কেজি ব্যাটারীর সরঞ্জাম লুট করে নিয়ে যায়।এ ব্যাপারে কারখানা মালিক বাদি হয়ে তারাশ থানায় মামলা করেছেন।ভোরের আকাশ/জাআ
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৮ পিএম
দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান
সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে একটি টিম।দুদকের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধর বলেন, শিক্ষার্থীদের পরিবহন খাতে নেওয়া ২৫০ টাকা তাদের (শিক্ষার্থী) স্বার্থে ব্যয়ের কোনো প্রমাণ মেলেনি। বরং অধ্যক্ষ ব্যক্তিগতভাবে একটি হাইস গাড়ি ব্যবহার করেছেন। প্রতিটি বিষয় আমরা যাচাই করছি। বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলবে।এ বিষয়ে অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম দাবি করেন, একটি টাকাও নয়ছয় করা হয়নি। পরিবহন খাতের অর্থ ব্যাংকে রাখা আছে। প্রয়োজনে ব্যাংক থেকে টাকা নিয়ে নিয়ম অনুযায়ী খরচ করা হয়। একটি মহল শুরু থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।উল্লেখ্য, সম্প্রতি অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগে বলা হয়, কলেজের একটি হাইস গাড়ির রক্ষণাবেক্ষণ, চালকের বেতন ও তেল খরচ বাবদ এক বছরে প্রায় ৬২ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নিকট থেকে প্রতি বছরে ২৫০ টাকা করে আদায় করে প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা তোলা হলেও কলেজে কোনো পরিবহন ব্যবস্থা চালু নেই বলেও অভিযোগ উঠেছে।ভোরের আকাশ/জাআ