নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ১১:৪৮ পিএম
মৌলিক সংস্কারে বাধা দিচ্ছে বিএনপি: এনসিপির অভিযোগ
জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে মৌলিক সংস্কারের প্রস্তাব উঠলেই বিএনপি ও কয়েকটি রাজনৈতিক দল সেগুলোতে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৫ জুলাই) সংলাপের দ্বিতীয় ধাপের ১৪তম দিনের আলোচনা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, "বিএনপি ঐকমত্যের পথকে বারবার ব্যাহত করছে। তারা এমন পরিবেশ তৈরি করছে, যাতে মৌলিক সংস্কারের বিষয়গুলো কমিশনের চূড়ান্ত প্রস্তাবনায় অন্তর্ভুক্ত না হয়।"
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা মৌলিক সংস্কার চাই। প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমেই এসব দাবি বাস্তবায়নে কাজ করব।”
আখতার হোসেন আরও জানান, এনসিপি সংবিধানের প্রস্তাবনা ও অনুচ্ছেদ ৪৮, ৫৬, ১৪২ এবং তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ক ৫৮(খ), ৫৮(গ), ৫৮(ঘ) অনুচ্ছেদগুলো নিয়ে গণভোটের মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছে। এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে শুধু সংসদীয় সমর্থন নয়, গণমানুষের মতামত জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি কিছু অনুচ্ছেদে গণভোট বাধ্যতামূলক করার দাবি আমরা তুলেছি।”
উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর দাবি জানিয়ে আখতার বলেন, “এক শতাংশ ভোট পেলেও যেন কোনো দল উচ্চকক্ষে প্রতিনিধিত্বের সুযোগ পায়। এতে গণতন্ত্রে ভারসাম্য ও চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত হবে।” তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপি এবং কয়েকটি দল উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিরোধিতা করছে, এমনকি এই প্রস্তাবটিকে আলোচনার ক্ষেত্র থেকেও বাদ দিতে চাইছে।
সংলাপে অংশ নেওয়া দলগুলো ছোটখাটো সংস্কার মেনে নিলেও মূল বা মৌলিক সংস্কারের জায়গায় এসে অস্বীকৃতি জানাচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপি নেতা। “সংখ্যাতাত্ত্বিক হিসাবের মধ্য দিয়ে সংস্কারের গুরুত্বকে খাটো করা হচ্ছে। ২০টি প্রস্তাবের মধ্যে ১২টি মানা হয়েছে, বাকি ৮টি কেন মানতে হবে— এই যুক্তি দিয়ে মৌলিক বিষয়গুলো পাশ কাটানো হচ্ছে,” বলেন তিনি।
সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে নিরপেক্ষতা নিশ্চিত করতে সমন্বিত নিয়োগ বোর্ড গঠনের প্রস্তাবও এনসিপি মৌলিক সংস্কারের অংশ হিসেবে উপস্থাপন করেছে।
আখতার হোসেন বলেন, “ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাহী ক্ষমতা নির্ধারণ, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি, উচ্চকক্ষের গঠন, ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ নিয়োগ— এসবই আমাদের মৌলিক সংস্কারের অংশ।”
তিনি আরও জানান, এনসিপি নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও গঠনতন্ত্র ইতোমধ্যে জমা দিয়েছে। কমিশনের পর্যবেক্ষণের ভিত্তিতে দ্রুত সংশোধিত কাগজপত্রও দাখিল করা হবে।
ভোরের আকাশ//হ.র