আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ১২:০৯ এএম
ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া সভিরিডেঙ্কোর নাম প্রস্তাব জেলেনস্কির
ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কোকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়নের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চতুর্থ বর্ষে প্রবেশের প্রেক্ষাপটে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন তিনি।
সোমবার (১৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, "আমি ইউলিয়া সভিরিডেঙ্কোকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছি এবং সরকারের কাজকর্মে বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা করছি। খুব শিগগিরই আমি নতুন সরকারের কর্মপরিকল্পনা দেখতে চাই।"
৩৯ বছর বয়সী সভিরিডেঙ্কো বর্তমানে ইউক্রেনের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খনিজসম্পদ চুক্তি স্বাক্ষরিত হয়। ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ইউক্রেন-যুক্তরাষ্ট্র নেতাদের টেলিভিশন বিতর্কের পর যখন চুক্তিটি অনিশ্চয়তায় পড়ে, তখন সভিরিডেঙ্কো নিজে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে আলোচনার মাধ্যমে চুক্তিটি সফলভাবে চূড়ান্ত করেন।
উল্লেখ্য, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভে জন্ম নেওয়া সভিরিডেঙ্কো সরকারি প্রশাসনে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি প্রেসিডেন্টের দপ্তরের ডেপুটি প্রধান হন এবং ২০২১ সালে অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।
বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শেমিহাল ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করছেন। ইউক্রেনীয় সংসদ সভিরিডেঙ্কোর মনোনয়ন অনুমোদন করলে তিনি তার স্থলাভিষিক্ত হবেন এবং দেশটির ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। এর আগে ইউলিয়া টিমোশেঙ্কো ২০০৪ সালের ‘অরেঞ্জ বিপ্লব’-এর পর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি প্রেসিডেন্ট জেলেনস্কি মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত পরিবর্তনের কথা বলেন এবং এমন কাউকে নিয়োগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন যিনি প্রতিরক্ষা সহযোগিতায় আরও সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন। এমনও ধারণা করা হচ্ছে, বর্তমান প্রতিরক্ষামন্ত্রীকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
সূত্র: এএফপি, ডয়চে ভেলে
ভোরের আকাশ//হ.র