আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ০২:১৭ এএম
রাশিয়া কখনোই ইউরোপকে শান্তিতে থাকতে দেবে না: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার মূল লক্ষ্য ইউরোপে বিভাজন সৃষ্টি করা এবং তারা কখনোই ইউরোপকে শান্তিতে থাকতে দেবে না—এমন মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। শনিবার (১৩ জুলাই) অস্ট্রিয়ার দৈনিক ক্রোন পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর বার্তাসংস্থা আনাদোলুর।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা যেন নিজেদের ভুল পথে পরিচালিত না করি। আমরা সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে নেই, কিন্তু তাই বলে রাশিয়া আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না।”
তিনি রাশিয়ার সামরিক তৎপরতা, সাইবার হামলা, গোয়েন্দা কার্যক্রম, নাশকতা এবং বিভ্রান্তিমূলক প্রচারণা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ওয়াডেফুল বলেন, “আমাদের সামরিক ও সামাজিকভাবে এতটা শক্তিশালী হতে হবে, যেন পুতিন কখনও আমাদের কিংবা আমাদের মিত্রদের আক্রমণ করার চিন্তাও না করতে পারেন।”
তিনি জানান, রাশিয়া এখনো ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে, যদিও ইউক্রেন শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রস্তুত রয়েছে। তবে মস্কো সে পথে আগ্রহী নয়। তার মতে, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য হচ্ছে ন্যাটো জোটকে দুর্বল করা।” তবে ওয়াডেফুল আশাবাদ ব্যক্ত করে বলেন, “বর্তমানে ন্যাটো আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী।”
গাজা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যেমন জার্মানির দায়িত্ব, তেমনি আন্তর্জাতিক আইন মেনেও চলতে হবে। এটি একই মুদ্রার দুটি দিক।”
তিনি আরও জানান, গাজার সংকট মোকাবেলায় জার্মানি ও অস্ট্রিয়ার চলমান মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ//হ.র