নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ১১:৪৩ পিএম
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম এবং সাম্প্রতিক উদ্যোগগুলো সম্পর্কে নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবেই উপাচার্যের এই সাক্ষাৎ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন ও নির্বাচন কমিশনের অগ্রগতি, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বর্তমান অবস্থা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন প্রধান উপদেষ্টাকে।
তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও স্থাপনা নির্মাণসহ একনেকে অনুমোদনের অপেক্ষায় থাকা বেশ কিছু বৃহৎ প্রকল্পের দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, গবেষণার গতি বাড়াতে সরকারি বরাদ্দ বৃদ্ধির অনুরোধও জানান উপাচার্য।
এসময় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে প্রধান উপদেষ্টার উপস্থিতি কামনা করেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা খাতে উন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ভোরের আকাশ//হ.র