নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ১১:৩২ পিএম
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসার সুখবর
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে দেশটির সরকার। এতদিন ধরে যেসব বাংলাদেশি কর্মী কেবলমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা (এসইভি) পেতেন, এখন থেকে তারা মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা পাবেন।
এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি কর্মীদের আর বারবার ভিসা নবায়ন কিংবা মালয়েশিয়া থেকে বাইরে গিয়ে পুনরায় প্রবেশের ক্ষেত্রে জটিলতার মুখোমুখি হতে হবে না।
এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৫ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি জানান, মালয়েশিয়া সরকার প্রবাসী বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পরে ফেসবুকে আরেকটি পোস্টে তিনি জানান, মালয়েশিয়া বর্তমানে ১৫টি দেশ থেকে কর্মী নেয়। এর মধ্যে কেবল বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা কর্মীদের জন্য দীর্ঘদিন ধরে এক বড় সমস্যা ছিল।
আসিফ নজরুল জানান, গত মাসে তিনি এবং লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং এই সমস্যার বিষয়টি তুলে ধরেন। এরপর মালয়েশিয়া সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
এরই ধারাবাহিকতায়, ১০ জুলাই ২০২৫ তারিখে মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালকের পক্ষে একটি আনুষ্ঠানিক পত্রে ঘোষণা আসে—বাংলাদেশি কর্মীদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসাকে উন্নীত করে মাল্টিপল এন্ট্রি ভিসায় রূপান্তর করা হয়েছে।
এতে আরও বলা হয়, যেসব বাংলাদেশি কর্মী ইতোমধ্যে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (PLKS) পেয়েছেন, তাদের নতুন করে এমইভি আবেদন করার প্রয়োজন নেই। PLKS নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করা হবে।
এছাড়া মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে নির্দেশনা দেওয়া হয়েছে—যেসব বাংলাদেশি কর্মীর PLKS বৈধ রয়েছে, তারা নতুন এমইভি ছাড়াও দেশটিতে যাতায়াত করতে পারবেন।
এর আগে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজেও এই ঘোষণা নিশ্চিত করা হয়। হাইকমিশন জানায়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা এবং দুই দেশের সুসম্পর্কের ফলে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়া সরকার।
ভোরের আকাশ//হ.র