সংগৃহীত ছবি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সাথে প্রধান কার্যালয়ের নির্বাহী, জোন ও শাখাপ্রধানদের মতবিনিময় সভা বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, কে.এম. মুনিরুল আলম আল-মামুন, ড. এম কামাল উদ্দীন জসীম এবং মোঃ মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ১৬টি জোনের জোনপ্রধান, ৪০০টি শাখার ব্যবস্থাপকগণ এবং ২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের সুনাম পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমানত সংগ্রহ, নতুন সম্পদ বৃদ্ধি, ওভারডিউ বিনিয়োগ রিকোভারির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।
তিনি বলেন, অল্প সময়ে অনেক বেশি কাজ করতে হবে। তিনি ব্যাংকের চলমান জরুরি বিষয়গুলোকে চিহ্নিত করে সমাধান করার লক্ষ্যে সকলকে নিরলস পরিশ্রম করার জন্য নির্দেশনা দেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সাথে প্রধান কার্যালয়ের নির্বাহী, জোন ও শাখাপ্রধানদের মতবিনিময় সভা বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, কে.এম. মুনিরুল আলম আল-মামুন, ড. এম কামাল উদ্দীন জসীম এবং মোঃ মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ১৬টি জোনের জোনপ্রধান, ৪০০টি শাখার ব্যবস্থাপকগণ এবং ২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের সুনাম পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমানত সংগ্রহ, নতুন সম্পদ বৃদ্ধি, ওভারডিউ বিনিয়োগ রিকোভারির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।তিনি বলেন, অল্প সময়ে অনেক বেশি কাজ করতে হবে। তিনি ব্যাংকের চলমান জরুরি বিষয়গুলোকে চিহ্নিত করে সমাধান করার লক্ষ্যে সকলকে নিরলস পরিশ্রম করার জন্য নির্দেশনা দেন।ভোরের আকাশ/এসএইচ
জনতা ব্যাংক পিএলসি‘র ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়।সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মো. ফয়েজ আলম, মো. নজরুল ইসলাম ও মো. আশরাফুল আলমসহ মহাব্যবস্থাপকবৃন্দ ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বর্তমান অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে স্বল্প সুদের আমানত, অটো চালান, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি এবং শ্রেণিকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।ভোরের আকাশ/এসএইচ
১৪১৪টি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক, আইএফআইসি ব্যাংক পিএলসি এর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাজী মোঃ মাহবুব কাশেম এফসিএ. মো: গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হক। সম্মেলনে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ও দেশের ১৮৯ টি শাখার ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংক-এ সুশাসন নিশ্চিত হওয়ায় গ্রাহকদের মাঝে আস্থা ফিরে এসেছে। ইতোমধ্যে আইএফআইসি ব্যাংক এর আমানতের পরিমাণ একান্ন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সিনিয়র ম্যানেজমেন্ট ও সকল পর্যায়ের কর্মকর্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা ভিত্তিক পরিচালনা নিশ্চিত করছে বলেই উন্নয়নের ধারাবহিকতা অক্ষুন্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।এর আগে উদ্বোধনী বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় তিনি টেকসই ব্যাংক হিসেবে গড়ে তুলেতে স্থায়ী প্রবৃদ্ধি ও কমপ্লায়েন্স নিশ্চিতে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দক্ষ কর্মকর্তা তৈরীতে ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।পরিচালনা পর্ষদের উপস্থিত সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জনাব কাজী মোঃ মাহবুব কাশেম এফসিএ. মো: গোলাম মোস্তফা ও জনাব মুহাম্মদ মনজুরুল হক। এ সময় বক্তারা প্রথম জেনারেশনের ব্যাংক হিসেবে আইএফআইসি এর শক্তিশালী ভিত্তি সমূহ নিয়ে আলোচনা করেন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেন।অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল ২০২৫ সালের জানুয়ারি-জুলাই মাসের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। পরিশেষে প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত এ ব্যবসায়িক সম্মেলন।ভোরের আকাশ/এসএইচ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২৬ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার।এ সময় ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম. কামালসহ পরিচালনা পর্ষদের অন্য পরিচালকরা। এছাড়া পর্যবেক্ষক হিসেবে যুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দীন বিশ্বাস, বহির্বিশ্বের নিরীক্ষক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি, নিরপেক্ষ স্ক্রুটিনাইজার, কোম্পানির শেয়ারহোল্ডার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।সভায় ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও লভ্যাংশ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। আলোচিত বছরে কোম্পানির প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।সমাপনী বক্তব্যে চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার বলেন, সততা ও মানুষের আস্থাকে ভিত্তি করে ডেল্টা লাইফ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ৩০ শতাংশ লভ্যাংশ দিয়ে আসছে।দাবি পরিশোধ বিমা কোম্পানির অন্যতম প্রধান কাজ, যেখানে শতভাগ পারফরমেন্স নিশ্চিতের চেষ্টা করেছে ম্যানেজমেন্ট। এই লক্ষ্যেই কাজ করে ডেল্টা লাইফ আজ প্রতিষ্ঠিত।দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যেও চলতি বছরে কোম্পানির প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন অত্যন্ত প্রশংসনীয়। এই অর্জনের পেছনে ম্যানেজমেন্টের প্রতিটি কর্মীর সততা ও নিষ্ঠার অবদান রয়েছে।ভোরের আকাশ/এসএইচ