আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ০২:৪৩ এএম
গ্রিসে ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে দিলেন এক সিরীয় ব্যক্তি
গ্রিসের একটি সৈকতে এক সিরীয় নাগরিকের হামলায় এক ইসরায়েলি পর্যটক আহত হয়েছেন। ওই ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সিরীয় ব্যক্তির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, আহত পর্যটকের নাম স্টাভ বেন-সুসান। তিনি দাবি করেন, সৈকতে অবস্থানকালে এক ব্যক্তি তাদের ভিডিও করতে থাকেন এবং ‘ফ্রি ফিলিস্তিন’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘আমি হামাস’—এমন স্লোগান দিতে থাকেন।
বিরূপ পরিস্থিতিতে ওই ব্যক্তি তাদের দিকে বালু ছুড়ে মারলে বেন-সুসান তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তা কর্মীরা এসে উভয় পক্ষকে আলাদা করে দেন এবং সিরীয় ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়
বেন-সুসানের দাবি, এক ঘণ্টা পর যখন তিনি ও তার স্ত্রী বাথরুম থেকে বের হচ্ছিলেন, তখন ওই সিরীয় ব্যক্তি আবার ফিরে এসে তার স্ত্রীর দিকে হামলার চেষ্টা করেন। বাধা দিতে গেলে ওই ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলেন।
ঘটনার পর গ্রিস পুলিশ ইসরায়েলি পর্যটককেই কিছু সময়ের জন্য হেফাজতে নেয়, কারণ তিনি সিরীয় নাগরিককে উদ্দেশ করে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যটকদের মাঝে আতঙ্ক দেখা দেয়।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ভোরের আকাশ//হ.র