ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ০৭:৫৬ পিএম
সংগৃহীত ছবি
১৪১৪টি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক, আইএফআইসি ব্যাংক পিএলসি এর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাজী মোঃ মাহবুব কাশেম এফসিএ. মো: গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হক। সম্মেলনে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ও দেশের ১৮৯ টি শাখার ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংক-এ সুশাসন নিশ্চিত হওয়ায় গ্রাহকদের মাঝে আস্থা ফিরে এসেছে। ইতোমধ্যে আইএফআইসি ব্যাংক এর আমানতের পরিমাণ একান্ন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সিনিয়র ম্যানেজমেন্ট ও সকল পর্যায়ের কর্মকর্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা ভিত্তিক পরিচালনা নিশ্চিত করছে বলেই উন্নয়নের ধারাবহিকতা অক্ষুন্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে উদ্বোধনী বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় তিনি টেকসই ব্যাংক হিসেবে গড়ে তুলেতে স্থায়ী প্রবৃদ্ধি ও কমপ্লায়েন্স নিশ্চিতে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দক্ষ কর্মকর্তা তৈরীতে ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।
পরিচালনা পর্ষদের উপস্থিত সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জনাব কাজী মোঃ মাহবুব কাশেম এফসিএ. মো: গোলাম মোস্তফা ও জনাব মুহাম্মদ মনজুরুল হক। এ সময় বক্তারা প্রথম জেনারেশনের ব্যাংক হিসেবে আইএফআইসি এর শক্তিশালী ভিত্তি সমূহ নিয়ে আলোচনা করেন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল ২০২৫ সালের জানুয়ারি-জুলাই মাসের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। পরিশেষে প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত এ ব্যবসায়িক সম্মেলন।
ভোরের আকাশ/এসএইচ