আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ০২:৫৯ এএম
ইরানে বিচার বিভাগের ভবনে গ্রেনেড হামলা, নিহত ৮
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে বিচার বিভাগের একটি ভবনে ভয়াবহ গ্রেনেড হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন হামলাকারীও রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
শুক্রবার (২৬ জুলাই) সকালে এই হামলার ঘটনা ঘটে। ইরানের বিচারবিভাগ–সংক্রান্ত সংবাদমাধ্যম মিজান অনলাইন জানায়, হামলায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলাকারীরা দর্শনার্থী সেজে ভবনটিতে প্রবেশ করে। এরপর তারা গ্রেনেড ছুড়ে হামলা চালায়। পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজন এক বছরের শিশু ও তার মা রয়েছেন।
হামলার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালায় এবং হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে তিনজন হামলাকারী নিহত হয়। ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী জইশ আল আদল এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির নামের বাংলা অর্থ ‘ন্যায়বিচারের সেনাবাহিনী’। ইরানের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে এই গোষ্ঠীর সক্রিয় তৎপরতা রয়েছে।
রাজধানী তেহরান থেকে প্রায় ১,২০০ কিলোমিটার দূরে অবস্থিত সিস্তান-বালুচিস্তান ইরানের সবচেয়ে দরিদ্র ও সংবেদনশীল অঞ্চলগুলোর একটি। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সীমানা ঘেঁষা এই এলাকায় দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী এবং বিদ্রোহী গোষ্ঠীদের তৎপরতা চলছে। অতীতেও পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়েছে এই অঞ্চল।
সূত্র: এএফপি
ভোরের আকাশ//হ.র