সমন্বয়ক পরিচয়ে গুলশানে চাঁদা দাবি, আটক ৫
সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানের একটি বাসায় এক কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশান ৮৩ নম্বর রোডের একটি বাসায় চাঁদা নিতে গেলে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ১০ লাখ টাকা নেওয়ার পর বাকি ৪০ লাখ টাকা আদায়ের চেষ্টার সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।
তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। ইব্রাহীম হোসেনের বাড়ি চাঁদপুর জেলার রামদাসদী গ্রামে এবং আমিনুল ইসলাম বাড্ডার আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, ইব্রাহীম হোসেন মুন্না ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ঢাকা মহানগর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপর দুই সদস্য সিয়াম ও সাদমানও একই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই থানায় আছেন। লিখিত অভিযোগ প্রাপ্তির পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
রাজধানীতে বসবাসকারীদের প্রতিদিনই নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট কিংবা শপিংমলে যেতে হয়। কিন্তু কোথাও গিয়ে দেখলেন, সেখানকার সব মার্কেট ও দোকানপাট বন্ধ। তখন কাজ তো হলোই না বরং সময় নষ্ট, সেই সঙ্গে মনও খারাপ হবে। তাই বাইরে বের হওয়ার আগে দেখে নিন রোববার (২৭ জুলাই) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট, দোকান ও দর্শনীয় স্থান বন্ধ।বন্ধ থাকবে যেসব মার্কেটবিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।ভোরের আকাশ/এসএইচ
সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানের একটি বাসায় এক কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশান ৮৩ নম্বর রোডের একটি বাসায় চাঁদা নিতে গেলে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ১০ লাখ টাকা নেওয়ার পর বাকি ৪০ লাখ টাকা আদায়ের চেষ্টার সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। ইব্রাহীম হোসেনের বাড়ি চাঁদপুর জেলার রামদাসদী গ্রামে এবং আমিনুল ইসলাম বাড্ডার আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।জানা গেছে, ইব্রাহীম হোসেন মুন্না ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ঢাকা মহানগর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপর দুই সদস্য সিয়াম ও সাদমানও একই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই থানায় আছেন। লিখিত অভিযোগ প্রাপ্তির পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোরের আকাশ/হ.র
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। তাদের মধ্যে একজন এসআই, একজন এএসআই ও দুই কনস্টেবল রয়েছেন। গতকাল শুক্রবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।মিজান বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করেছে। সে সঙ্গে এ ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে।এর আগে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরে আহমাদ ওয়াদুদ নামের এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। কিন্তু পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করেছেন বলে দাবি করেন ভুক্তভোগী সাংবাদিক। ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।মো. ইবনে মিজান জানান, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ইউসুফ, সিয়াম এবং জহুরুল।এ ব্যাপারে আহমাদ ওয়াদুদ ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে ঘটনার বিবরণ তুলে ধরেন, যা কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর সেই স্ট্যাটাস নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ছড়াতে থাকে।ভোরের আকাশ/এসএইচ
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মুসাব্বির মাকিন (১৩)। স্কুলের ৭ম শ্রেণিতে পড়ত সে। শিশুটি ৭০ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। আবাসিক অফিসার ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, আজ সকাল সাড়ে ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আইমান (১০) নামে আরেক শিক্ষার্থী মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৫ জন ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একজনের মৃত্যু হলো।এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫০ জন।ভোরের আকাশ/জাআ