বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনিত ব্রেন্ট ক্রিস্টেনসেন
বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার (৩ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন (হোয়াইট হাউজ) থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।এএতে বলা হয়, ভার্জিনিয়ার ব্রেন্ট ক্রিস্টেনসেন, যিনি সিনিয়র ফরেন সার্ভিস, ক্লাস অব কাউন্সেলরের একজন ক্যারিয়ার সদস্য, তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১৯ থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন।সিনেটে পাস হলে রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রেন্ট। হাস গতবছর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিদায়ের পর অবসরে যান। এরপর মার্কিন পররাষ্ট্র বিভাগ অবসরপ্রাপ্ত আরেক পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসনকে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠায়।ভোরের আকাশ/মো.আ.
০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৩ এএম
বিদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন, কনস্যুলেট, দূতাবাস এবং রাষ্ট্রদূতদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত কোনো আনুষ্ঠানিক নথি বা লিখিত বার্তার মাধ্যমে নয়, বরং মৌখিকভাবে জানানো হয়েছে সংশ্লিষ্টদের।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে বিষয়টি অবহিত করা হয়েছে। এরপর তাদের দায়িত্ব দেওয়া হয়েছে নির্দেশনার বিষয়টি অন্যান্য মিশনে পৌঁছে দেওয়ার এবং প্রয়োগ ও পর্যবেক্ষণের দায়িত্বও পালন করার।কয়েকটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানিয়েছে, দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে এই নির্দেশনা টেলিফোনে দেওয়া হয়েছে। তবে অধিকাংশ মিশন এখনো এ সংক্রান্ত কোনো লিখিত চিঠি বা ই-মেইল পায়নি।বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা থেকে ফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। বিষয়টি লিখিত নয়, তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য মিশনকেও জানাতে এবং এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নজরে রাখতে।আরেকজন কূটনীতিক বলেন, আমাদের মিশনে বিষয়টি জানানো হয়েছে কাছাকাছি আরেকটি দূতাবাসের মাধ্যমে। আবার আমাদের অঞ্চলের রাষ্ট্রদূতও সরাসরি অবগত করেছেন। এটি স্পষ্ট যে কেন্দ্র থেকে একটি বার্তা এসেছে, তবে এখনো সব মিশন সেটি আনুষ্ঠানিকভাবে পায়নি।দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আমি নিজে কোনো নির্দেশ পাইনি। তবে হাইকমিশনারের কাছে বার্তা পৌঁছেছে কি না, তা নিশ্চিত নই।ভোরের আকাশ/মো.আ.
বাগেরহাটের রামপালে জলাবদ্ধতা নিরসনে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে করা বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত মি. থিজস উডস্ট্রা (MR THIJS WOUDSTRA)।মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে তিনি উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সোনাকুড় ডরের খাল এলাকা পরিদর্শন করেন । এ সময় তাঁর সঙ্গে সিএসএস আভা সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,সলিডারাইড প্রোগ্রাম অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ওই এলাকার ডরের খাল স্থানে নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে জলাবদ্ধতা নিরসনে ১ দশমিক ৩ কিলোমিটার খাল খনন করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের মৎস্য ঘের এবং বিভিন্ন ধরনের সবজি চাষ প্রকল্পে সহায়তা করছে এনজিও। এদিন ডেপুটি রাষ্ট্রদূত এসব প্রকল্প ঘুরে দেখেন। পরে তিনি স্থানীয় ৪০-৫০ জন সুবিধাভোগী কৃষক ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা জলাবদ্ধতা সমস্যার সমাধান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে উপকৃত হচ্ছেন।ভোরের আকাশ/জাআ
১২ আগস্ট ২০২৫ ১১:১১ পিএম
রাষ্ট্রপতির কাছে জার্মান রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মান দূতাবাস এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত। দুদেশের মধ্যে গণতন্ত্র ও মানবাধিকার, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারের বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়।রাষ্ট্রদূত লোটজ বলেন, বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক। জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা এই পথ একসঙ্গে চলতে থাকব।ভোরের আকাশ/এসএইচ
১১ আগস্ট ২০২৫ ০৪:৪৬ পিএম
খালেদা জিয়ার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভুটানের রাষ্ট্রদূত। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থারও খোঁজখবর নেন তিনি।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।ভোরের আকাশ/এসএইচ
২২ জুলাই ২০২৫ ০৩:১৩ পিএম
সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ঢাকায়
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।মঙ্গলবার (১ জুলাই) সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।চলতি বছর এপ্রিলে ঢাকা ছেড়ে যান সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। দ্রুততম সময়ের মধ্যে পরিচয়পত্র পেশ করে ঢাকা মিশন শুরু করবেন এ কূটনীতিক।রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী ড. আব্দুল্লাহ জাফরকে সৌদি ফরেন সার্ভিসে চীন ও কোরিয়ার সম্পর্কে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়। এই কূটনীতিক ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত ব্রাজিলের ব্রাসিলিয়াতে দায়িত্ব পালন করেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত আমেরিকার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সিটি হাউস্টনের সৌদি কনস্যুলেট সামলেছেন। তিনি সেখানে কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন। ২০১৩ সালে তিনি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকা ডেস্কের পরিচালক ছিলেন। সেখান থেকে তাকে কোরিয়ায় সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন হিসেবে পাঠানো হয়।২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সিউলে দায়িত্ব পালন করেন। ড. আব্দুল্লাহ জাফর কোরিয়া থেকে যান জেনেভায়। তিনি সেখানে দায়িত্ব পালন করেন ২০২১ সাল পর্যন্ত। জেনেভা থেকে তাকে পাঠানো হয় চীনে। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর গুয়াংজুতে সৌদি কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
০২ জুলাই ২০২৫ ১২:২৯ পিএম
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার জাপান দূতাবাসের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।রোববার (২২ জুন) সকাল ১০টায় মগবাজারে দলীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।বৈঠকে ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। পাশাপাশি তিনি বাকস্বাধীনতা ও ধর্মীয় অধিকার সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের স্বৈরশাসনামলে রাজনৈতিক নিপীড়ন বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার বিবরণ তুলে ধরে তিনি বলেন, মূলত পতিত আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনের নামে প্রহসনের দৃশ্য তুলে ধরেন। জাপানের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচনকে ‘মধ্যরাতের নির্বাচন’ বলে যে মন্তব্য করেছিলেন, তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।বৈঠকে সদ্য কারামুক্ত মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম, নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
২২ জুন ২০২৫ ০৩:২০ পিএম
জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মি. আচিম ট্রস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্রকে অর্থবহ করার প্রক্রিয়ায় জামায়াতের ভূমিকাসহ বৈঠকে পাঁচটি বিষয়ে তুলে ধরা হয়।এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, বর্তমানে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কারামুক্ত এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জামায়াত আমির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।বৈঠক শেষে মতিউর রহমান আকন্দ বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন, জার্মানি-বাংলাদেশ সম্পর্ক ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।মতিউর রহমান আকন্দ বলেন, আমির ডা. শফিকুর রহমান পাঁচটি বিষয়ে জামায়াতে ইসলামীর কাজ করেছে যাচ্ছে বলে উল্লেখ করেন। বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ, ফেয়ার গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে জামায়াত অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।বৈঠকে জামায়াত আমির বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের ভূমিকার কথা তুলে ধরেন। বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে জামায়াতের অবদান ও ভূমিকার কথা তুলে ধরেন। শিক্ষা হচ্ছে মানুষ গড়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপাদান।এর মাধ্যমে সঠিক ও ভবিষ্যত নাগরিক গড়ে উঠে। এই নাগরিক গড়ে তুলতে জামায়াতে ইসলামী অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ-জার্মানীর মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক কার্যক্রম নিয়ে জামায়াত আমির ও জার্মান রাষ্ট্রদূত একমত হন।তিনি বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য রপ্তানি, জার্মান থেকে মেডিকেল সামগ্রি আমদানিসহ জার্মানি এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।রাষ্ট্রদূত জার্মানির রাষ্ট্রদূত মি. আচিম ট্রস্টার বৈঠকে বাংলাদেশে অর্থবহ গণতন্ত্র, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষ হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্রের জন্য প্রয়োজন অ্যাকোমোডেটিং মানসিকতা।ভোরের আকাশ/এসএইচ
২০ জুন ২০২৫ ১০:৩৫ এএম
নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ শুক্রবার থেকে এ আদেশ কার্যকর হওয়ার কথা বলা হয়েছে এতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের হাওয়ায় এক মাসের মাথায় পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন জসীম উদ্দিন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের এই কর্মকর্তা পররাষ্ট্র সচিব হিসেবে যোগ দেন ৮ সেপ্টেম্বর। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসোরত্তর ছুটিতে যাওয়ার কথা।এরইমধ্যে গত মে মাসে মাত্র আট মাসের মাথায় জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিব পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর ২২ মে থেকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকী। পঞ্চদশ বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আসাদ আলম সিয়ামকে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রদূত করে পাঠিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।এর আগে ফিলিপিন্স ও অস্ট্রিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন তিনি। বিদেশে থাকা মিশনগুলোর দেখভালের ‘ইন্সপেক্টর জেনারেল অব মিশনস’ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অব প্রটোকল ও ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদেও ছিলেন। সদরদপ্তরে ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অণুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের দপ্তরে পরিচালকের দায়িত্বও সামলেছেন তিনি।ভোরের আকাশ/এসএইচ
২০ জুন ২০২৫ ০৭:৪৪ এএম
অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
ঢাকায় ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্যও অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১৭ জুন) স্টেট গেস্ট হাউস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, জুলাই অভ্যুত্থানের আগামী বার্ষিকীতে ‘জুলাই চার্টার ঘোষণা করা হবে। প্রথমবার ভোট দিতে যাচ্ছেন যারা, তারা একটি স্বাধীন ও উৎসব মুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাবে।এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, ইউএনডিপির মাধ্যমে অস্ট্রেলিয়া বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে তার দেশ বাংলাদেশের পাশে থাকবে।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুন ২০২৫ ০৫:২৮ পিএম
বাংলাদেশসহ নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠান স্থগিত করলো ভারত
ভারতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহসহ পাঁচটি দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (১৫ মে) দেশটির রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা ছিল এই কূটনীতিকদের।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, ওইদিন বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও তুরস্কসহ মোট পাঁচটি দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র জমা দেওয়ার কথা ছিল। তবে অজানা কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ চলতি বছরের এপ্রিলের শুরুতে দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তিনি।আগামী দিনগুলোতে স্থগিত অনুষ্ঠানটি নতুন করে কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ।ভোরের আকাশ//হ.র