ঢাকায় ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্যও অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১৭ জুন) স্টেট গেস্ট হাউস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, জুলাই অভ্যুত্থানের আগামী বার্ষিকীতে ‘জুলাই চার্টার ঘোষণা করা হবে। প্রথমবার ভোট দিতে যাচ্ছেন যারা, তারা একটি স্বাধীন ও উৎসব মুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাবে।এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, ইউএনডিপির মাধ্যমে অস্ট্রেলিয়া বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে তার দেশ বাংলাদেশের পাশে থাকবে।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুন ২০২৫ ১১:২৮ এএম
বাংলাদেশসহ নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠান স্থগিত করলো ভারত
ভারতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহসহ পাঁচটি দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (১৫ মে) দেশটির রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা ছিল এই কূটনীতিকদের।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, ওইদিন বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও তুরস্কসহ মোট পাঁচটি দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র জমা দেওয়ার কথা ছিল। তবে অজানা কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ চলতি বছরের এপ্রিলের শুরুতে দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তিনি।আগামী দিনগুলোতে স্থগিত অনুষ্ঠানটি নতুন করে কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ।ভোরের আকাশ//হ.র
১৬ মে ২০২৫ ০৪:৫১ এএম
জার্মান রাষ্ট্রদূতের সম্মানে ড. মঈন খানের বিদায়ী সংবর্ধনা
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সম্মানে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।বুধবার (১৪ মে) রাতে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক নৈশভোজে রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারকে বিদায় জানানো হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১২টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।আয়োজনে অতিথিদের স্বাগত জানান ড. মঈন খানের স্ত্রী মিসেস আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট খন্দকার রোখসানা।বিএনপি সূত্র জানিয়েছে, নৈশভোজে অংশগ্রহণকারী কূটনীতিকদের সঙ্গে দেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।ভোরের আকাশ//হ.র
১৫ মে ২০২৫ ০৭:৪৩ এএম
বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত আছে: খাদ্য উপদেষ্টা
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। পরে তিনি জানান, এ মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত আছে।বুধবার (১৪ মে) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের খাদ্য নিরাপত্তাসহ রাশিয়া থেকে গম আমদানির বিষয়ে আলোচনা হয়।বৈঠকে খাদ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে খাদ্যশস্য- বিশেষ করে গম ও সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করা হয়। তবে এ মুহূর্তে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। দেশে বর্তমানে গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন এবং বাকি ৬০ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়।খাদ্য উপদেষ্টা আরও বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয় উল্লেখ করে তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।বৈঠকে খাদ্য সচিব মো. মাসুদুল হাসান এবং ঢাকায় রাশিয়ার দূতাবাসের কাউন্সেলর ভ্লাদিমির মোচালভ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ