রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সব দল একমত: আলী রীয়াজ
রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়া পরিবর্তনের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আলী রিয়াজ বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কীভাবে হবে, সেটি এখনও নির্ধারিত না হলেও সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে থাকা নির্বাচনী বিধান পরিবর্তনের বিষয়ে সবাই একমত হয়েছে। তবে কিভাবে পরিবর্তন আসবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা এখনো বাকি।"
তিনি জানান, আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়টিও উঠে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল উচ্চকক্ষ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে এবং অধিকাংশ দলই একমত হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনে উচ্চকক্ষের ভূমিকা থাকা উচিত।
প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনায় অধ্যাপক রিয়াজ বলেন, “একই ব্যক্তি যেন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন— এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কিছু দল তা বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে।”
দ্বিকক্ষ আইনসভা গঠনে একমত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে সম্মত হয়েছে, তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে আরও আলোচনা হবে।
একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, "সব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হলেও আমরা আশাবাদী যে গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারব। যেসব বিষয়ে ঐক্য হবে না, সেগুলোর কথাও আমরা জনসমক্ষে ইতিবাচকভাবে তুলে ধরব।"
আগামী রোববার সকাল সাড়ে ১০টায় কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ২৫০০ ফিট উড্ডয়নের পর ফ্লাইটটি ঢাকায় আসার সিদ্ধান্ত নেয়।শুক্রবার (২৭ জুন) সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। বিমানে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন। সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বিমানের ফ্লাইটটি বাংলাদেশ সময় ৮ টা ৩৮ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই, প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় ৮ টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে- ১৪ নম্বরে পার্ক করা হয়।সম্ভাব্য বার্ড স্ট্রাইক ভেবে অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ের পরিদর্শন করেন। তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি।বিমানবন্দর জানায়, কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।ভোরের আকাশ/জাআ
৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে এসেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। পাশাপাশি সকল সেবা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন তিনি।গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি নগর ভবনে আসেন।ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব।বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলন শুরু হয়। ইশরাকের সমর্থকেরা নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন। ফলে গত ১৪ মে থেকে সংস্থাটির প্রশাসক নগর ভবনে আসতে পারেননি।গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ ছিল। জরুরি প্রয়োজনে এসে এ সময় সেবাপ্রার্থী নাগরিকদের বারবার ঘুরে যেতে হয়েছে। সেসময় দক্ষিণ সিটি করপোরেশনের ইশরাকপন্থী কর্মচারীরা নগর ভবনের মূল ফটক আটকে রাখার পাশাপাশি প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে রাখেন। পরে ঈদের বিরতির পর গত ১৫ জুন থেকে ইশরাকের অনুসারীরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে একত্রিত হয়ে ফের অবস্থান কর্মসূচি পালন করতে শুরু করেন। ভোরের আকাশ/হ.র
ক্ষতিকর প্লাস্টিক এখন শুধু শহরের ড্রেন বা সাগরের পাড়েই নয়, মানুষের খাদ্যচক্রে—এমনকি রক্ত ও হৃৎপিণ্ডেও জায়গা করে নিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, সাশ্রয়ী ও টেকসই হিসেবে একসময় এই প্লাস্টিক বিশ্বজুড়ে শিল্প, কৃষি, চিকিৎসাসহ সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান করে নেয়। কিন্তু কৃত্রিম এ বস্তু যখন বিপুল হারে উৎপাদিত হয় এবং ব্যবহার শেষে পরিবেশে মিশতে থাকে, তখন তা বৈশ্বিক সংকট সৃষ্টি করে। তাই মানুষ ও পরিবেশ রক্ষার স্বার্থে প্লাস্টিকের নিয়ন্ত্রণ জরুরি।গতকাল বৃহস্পতিবার রাজধানীর পরিবেশ ভবন মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সহ ৩৩টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা।‘প্লাস্টিক দূষণ আর নয়’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপার সহসভাপতি অধ্যাপক ড. এম. ফিরোজ আহমেদ।লিখিত বক্তব্যে অধ্যাপক ফিরোজ আহমেদ বলেন, প্লাস্টিকের অব্যবস্থাপনার জন্য ভূ-পরিবেশ দূষণ হয়। এটি মাটি দূষণ করে এবং উর্বরতা ও উৎপাদনশীলতা হ্রাস করে। ছুড়ে ফেলা প্লাস্টিক জলাবদ্ধতা সৃষ্টি করে, যার ফলে বন্যা দেখা দেয়। নদীর তলদেশে প্লাস্টিক জমা হয়ে পানির বহনক্ষমতা হ্রাস করে, পানি চলাচল বাধাগ্রস্ত ও দূষিত করে। প্লাস্টিক বর্জ্য প্রকৃতিতে খণ্ডিত হয়ে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানো প্লাস্টিকে রূপান্তরিত হয়।বিভিন্ন পণ্যে ব্যবহৃত মাইক্রোপ্লাস্টিক যুক্ত হয়ে তা বিভিন্ন উপায়ে মানুষের শরীরে প্রবেশ করে, যা এখন বড় সংকট হিসেবে দেখা দিয়েছে।প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির অন্যতম কারণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। এই প্লাস্টিক পণ্যের ব্যবহারে ঢাকার ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং দূষণ বাড়ছে। দূষণ কমাতে ডিএনসিসির উন্মুক্ত স্থানগুলোতে বৃক্ষরোপণ ও সবুজে আচ্ছাদনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। পূর্বাচলসহ উত্তর সিটি করপোরেশনের আওতাধীন খোলা জায়গাগুলোতে বনায়নের কার্যক্রম শুরু হয়েছে।আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ পাটকল করপোরেশনের প্রাক্তন বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান বলেন, প্লাস্টিক বন্ধে ২০০২ সালে আইন করা হলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। পাটের তৈরি সোনালি ব্যাগ এখনো দেশে উৎপাদনের অনুমতি পায়নি, যা দুঃখজনক। তিনি পলিথিন-প্লাস্টিক বন্ধে সবাইকে নিজ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে ড. মো. কামরুজ্জামান বলেন, আমরা যদি প্লাস্টিক পণ্যকে ক্ষতিকর হিসেবে উপলব্ধি করতাম, তাহলে অনেক আগেই তা বন্ধ হয়ে যেত। প্লাস্টিকের ব্যবহার ও বিপণন নিয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং বিকল্প পণ্য সহজলভ্য করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।সেমিনারে আরও বক্তব্য দেন এএলআরডির নির্বাহী প্রধান শামসুল হুদা, এসডোর মহাসচিব ড. শাহরিয়ার হোসেন, বেলার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী অ্যাডভোকেট তাসলিমা ইসলাম, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ. এম. জাকির হোসেন প্রমুখ। ভোরের আকাশ/হ.র
আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী উপকরণ কেনা সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।তিনি বলেন, "নির্বাচনী সামগ্রী কেনার প্রকিউরমেন্ট সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে। এজন্য একটি টেন্ডারে কিছুটা পরিবর্তন আনতে হবে, সে কার্যক্রমও চলমান রয়েছে।"ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার। সে অনুযায়ী সব প্রস্তুতি নিচ্ছে ইসি। কারণ, রোজার আগে ফেব্রুয়ারিতে ভোট হলে ডিসেম্বরেই ইসিকে তফসিল ঘোষণা করতে হবে।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২১ ধরনের ফরম, ১৭ ধরনের প্যাকেট, পাঁচ ধরনের পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, নির্বাচন পরিচালনা ম্যানুয়েল, প্রশিক্ষণ ম্যানুয়েল, নির্দেশিকা ইত্যাদি ছাপানোর কার্যক্রম শুরু করা প্রয়োজন।জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত থাকে। ফলে নির্বাচন কমিশন সময়সূচি ঘোষণার পরপরই প্রার্থীদের তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ ব্যালট পেপার অল্প সময়ে মুদ্রণ করে মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে পাঠাতে হবে।তবে অন্যান্য ফরম, প্যাকেট, পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, ম্যানুয়েল ও নির্দেশিকা সম্ভাব্য সেপ্টেম্বর মাসের মধ্যেই মুদ্রণ করে সংরক্ষণ করার পরিকল্পনা নিয়েছে কমিশন।ভোরের আকাশ/হ.র