আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫ ১১:০৩ এএম
ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ হারালো আরও ৭১ ফিলিস্তিনি
ইসরায়েলের অব্যাহত হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৯ জনে। আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ, মোট আহতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।
শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ হাজার ৬৬ জন।
ভোরের আকাশ/জাআ