ইসরাইল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক।স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এই চুক্তিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো। খবর সিএনএনের।এ চুক্তিকে বলা হচ্ছে একটি কূটনৈতিক মাইলফলক, যা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিভাজন নিরসনের লক্ষ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।যুক্তরাষ্ট্রের দূত ব্যারাক বলেন, আমরা ড্রুজ, বেদুইন এবং সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি—আপনারা অস্ত্র নামিয়ে রাখুন এবং অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একত্রে শান্তি ও সম্প্রীতির পথে একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তুলুন।ইসরাইল গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল সরকারি স্থাপনাসমূহ। দখলদারদের দাবি করে, তারা এই হামলা চালিয়েছে ড্রুজ সম্প্রদায়কে রক্ষা করার উদ্দেশ্যে, যারা আরব ধর্মীয় সংখ্যালঘু এবং দীর্ঘদিন ধরে সিরিয়ায় বসবাস করছে।সিরিয়ায় দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর অঞ্চলটিতে নতুন ক্ষমতাকাঠামো প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে সরকারপন্থি বাহিনী ও ড্রুজদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। এই সংঘর্ষে এ পর্যন্ত দশকের পর দশক ধরে চাপা থাকা জাতিগত বিভাজন আবারও সামনে চলে এসেছে।বুধবারের ইসরাইলি হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে সিরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে। দামেস্কে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে আঘাত হানার একটি মুহূর্ত সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, যেখানে স্টুডিওতে থাকা উপস্থাপক হামলার শব্দে আতঙ্কিত হয়ে নিচু হয়ে যান।সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বুধবার রাতের এক জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন, সরকারি বাহিনী সুয়েইদা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে।শারা সরকার ড্রুজ গোষ্ঠীগুলোর সঙ্গে পৃথক একটি যুদ্ধবিরতিতেও সম্মত হয়েছে, যা বোঝায় যে সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতও ধীরে ধীরে সংলাপের দিকে এগোচ্ছে।তবে একই ভাষণে শারা অভিযোগ করেন, ইসরাইল আমাদের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় এবং সিরিয়াকে একটি অস্থির যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়।ভোরের আকাশ/জাআ
১৯ জুলাই ২০২৫ ০৮:২৬ এএম
গাজায় যুদ্ধবিরতির চুক্তির আহ্বান ট্রাম্পের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০ মাস ধরে চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৯ জুন) সকালে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন।”বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প এই বার্তার মাধ্যমে সরাসরি ইসরায়েল সরকারকে যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পোস্টে তিনি স্পষ্টত বোঝাতে চেয়েছেন যে, গাজায় এখন একটি যুদ্ধবিরতি চুক্তি জরুরি।এর আগে এক জিম্মির মা অভিযোগ করেছিলেন, যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অনড় অবস্থানের কারণেই এখনো চুক্তি সম্পন্ন হচ্ছে না।বার্তাসংস্থা এপি জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এমন একটি সময়ে ট্রাম্পের এই প্রকাশ্য আহ্বানকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।এপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হচ্ছে। সফরের আলোচ্যসূচি প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়েই আলোচনা হবে।এর আগে গত শুক্রবার ট্রাম্প মন্তব্য করেছিলেন, “হামাস ও ইসরায়েলের মধ্যে আগামী সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।” এরপর থেকেই সম্ভাব্য সমঝোতার বিষয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।ভোরের আকাশ//হ.র
৩০ জুন ২০২৫ ০৪:২১ এএম
নেতানিয়াহুর বৈঠক আজ, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা
গাজায় চলমান সহিংসতা অবসানের লক্ষ্যে হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বৈঠকে বসছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার (২৯ জুন) রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণ কমান্ডের সদরদপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।বৈঠকে উপস্থিত থাকবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রী, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টারা। বৈঠকে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।এদিকে যুদ্ধবিরতির পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সকালে সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি লিখেছেন, “গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন।”বিশ্লেষকরা মনে করছেন, এই বার্তার মাধ্যমে মূলত নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির পথে এগোতে চাপ দিয়েছেন ট্রাম্প।এর আগে এক জিম্মির মা অভিযোগ করেন, যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুই মূলত চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন।এদিকে বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই পটভূমিতে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। তবে সফরের বিস্তারিত এজেন্ডা এখনো প্রকাশ করা হয়নি।সূত্র: টাইমস অব ইসরায়েল, এপিভোরের আকাশ//হ.র
৩০ জুন ২০২৫ ১২:০৯ এএম
যুদ্ধবিরতির পর প্রথমবার মুখ খুললেন খামেনি
ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১৩ দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবার মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (২৬ জুন) সিএনএন জানায়, যুদ্ধবিরতির পর প্রথম মন্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা তাদের সব দাবি ও অহংকারের সাথে প্রায় চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই।সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছে, ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন। এই জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল।আলী খামেনি আরও লিখেন, ইরানি জাতি তার স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং দেখিয়েছে যে, প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে একটিই কণ্ঠস্বর শোনা যাবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরান ‘বিজয়’ অর্জন করেছে।এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ইসরায়েলের কথা উল্লেখ তিনি লিখেছেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ভোরের আকাশ/জাআ
২৬ জুন ২০২৫ ০৫:১৪ পিএম
যুদ্ধবিরতি শুরু হয়েছে: ইরান
ইসরায়েলি ভূখণ্ডে একাধিক দফার হামলার পর ইরানি প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।ইরানের প্রেস টিভি সূত্রে এই খবর জানিয়েছে আল জাজিরা।এর আগে ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান বা ইসরায়েল কোনো দেশই যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করেনি।সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি কার্যকর হবে ছয় ঘণ্টার মধ্যে, যখন ইসরায়েল ও ইরান তাদের চলমান অভিযান শেষ করবে। আনুষ্ঠানিকভাবে প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে।তিনি আরও জানান, ১২ ঘণ্টা পার হলে ইসরায়েল তাদের যুদ্ধবিরতি শুরু করবে। ২৪ ঘণ্টা পূর্ণ হলে ‘১২ দিনের যুদ্ধে’র আনুষ্ঠানিক সমাপ্তি সারা বিশ্বের পক্ষ থেকে স্বীকৃতি পাবে। যুদ্ধবিরতির প্রতিটি ধাপে দুই পক্ষ শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল আচরণ করবে।তবে তার এই ঘোষণার পরও ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সময় মেহর নিউজ জানিয়েছে, তেহরানের বাইরে আরও কিছু শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে সেসব শহরের নাম প্রকাশ করা হয়নি।বিপরীতে ইরানও ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়ে গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট নিউজ জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর যেসব ব্যক্তির অবস্থা সংকটজনক ছিল, তাদের তিনজনকেই মৃত ঘোষণা করা হয়েছে।ভোররাত থেকে এমন এক প্রেক্ষাপটে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা জানালো। তাছাড়া ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও ওয়াইনেটও জানিয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল ৭টা থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, ইরান ওই সময়ের পরও উত্তরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এসএনএন জানায়, চার দফা ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিট নাগাদ যুদ্ধবিরতি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে।ভোরের আকাশ/আজাসা
২৪ জুন ২০২৫ ১২:৩৮ পিএম
এখনও যুদ্ধবিরতি চুক্তি হয়নি: ইরান
এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইল অবৈধ হামলা বন্ধ করলে তেহরানেরও হামলা চালিয়ে নেয়ার আর ইচ্ছা নেই। মঙ্গলবার (২৪ জুন) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট তিনি এসব কথা বলেন।তিনি জানান, দখলদার ইসরাইল যদি তাদের ‘অবৈধ হামলা বন্ধ করে’ তাহলে ‘ইরানেরও আর হামলা চালাবে না’।তিনি দখলদারদের ইরানি সময় মঙ্গলবার (২৪ জুন) ভোর ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। আরাঘচি জানিয়েছেন, এ সময়ের মধ্যে হামলা বন্ধ করতে হবে। তবে এ সময় ইতোমধ্যে পার হয়ে গেছে।তিনি বলেন, ইরান যেমনটা বারবার স্পষ্ট করেছে- ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ইরান করেনি। এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি এবং হামলা বন্ধের সিদ্ধান্ত হয়নি। কিন্তু যদি বেধে দেওয়া সময় ভোর ৪টার মধ্যে ইরানের মানুষের ওপর ইসরাইলের অবৈধ হামলা বন্ধ হয়। তাহলে এরপর তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। আমাদের সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।ভোরের আকাশ/এসএইচ
২৪ জুন ২০২৫ ০৯:৫১ এএম
যুদ্ধ বন্ধে পুতিন-জেলেনস্কিকে আলোচনায় বসার আহ্বান ট্রাম্পের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসার পরামর্শ দিয়েছেন।বৃহস্পতিবার ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, পুতিন আলোচনার মাধ্যমে সংঘাতের ইতি টানতে চান এবং এই উদ্যোগে ইউক্রেনের দ্রুত সাড়া দেওয়া উচিত। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে যদি সমঝোতার সম্ভাবনা না-ও থাকে, অন্তত এতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।ট্রাম্প আরও বলেন, ইউক্রেন চুক্তিতে যেতে প্রস্তুত কি না, তা নিয়ে তার সন্দেহ রয়েছে। বিশেষ করে পুতিন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপন নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে এখনই আলোচনায় বসা জরুরি বলে মন্তব্য করেন তিনি।এদিকে ইউক্রেন এরই মধ্যে আলোচনার আগে ৩০ দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। ভোরের আকাশ/হ.র