মালয়েশিয়ার জোহর রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৪ বাংলাদেশিসহ ১১৪ বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ৪৪ জন বাংলাদেশি, আটজন ভারতীয়, নয়জন পাকিস্তানি, ২৮ জন নেপালি, আটজন ইন্দোনেশীয়, ১২ জন মিয়ানমারের নাগরিক, চারজন ভিয়েতনামি ও একজন কম্বোডিয়ান। শুক্রবার (৩০ মে) জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এ তথ্য জানান।তিনি বলেন, আটকদের বিরুদ্ধে তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।দাতুক মোহাম্মদ রুসদি আরও বলেন, রাজ্যের অভিবাসন আইন লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন বিভাগ কোনো নিয়োগকর্তা, ভবনের মালিক বা অবৈধ অভিবাসীদের নিয়োগ ও সুরক্ষা প্রদানকারী ব্যক্তির সঙ্গে আপোস করবে না।এর আগে, গত ২৮ মে রাজ্যের পাঁচটি জেলায় একযোগে ‘অপস মাহির’ নামে একটি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম পর্যায়ে মোট ১২৮ বিদেশি ও চারজন স্থানীয় নাগরিককে আটক করা হয়।ভোরের আকাশ/এসএইচ
৩১ মে ২০২৫ ০২:১৩ এএম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার রাতে সেলাঙ্গর রাজ্যের পেটালিং জায়ার মেন্টারি কোর্টে অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট টিমের অভিযানে তাদের আটক করা হয়।শুক্রবার (২২ মে) সকালে ইমিগ্রেশনের উপমহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে বলেন, এ অভিযানে বিভিন্ন সংস্থার ৩৯০ কর্মকর্তা ও কর্মী অংশ নিয়েছিলেন। অভিযান চলাকালীন সময়ে বিভিন্ন জাতীয়তার এক হাজার ৫৯৭ ব্যক্তির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে অবৈধ ৫৯৭ জনকে আটক করা হয়।তিনি আরও বলেন, আটককৃতদের বয়স ১১ থেকে ৫৯ বছরের মধ্যে। আটক হওয়াদের মধ্যে ৪৭২ পুরুষ এবং ১২৫ জন মহিলা রয়েছেন। তারা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মায়ানমার, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নাগরিক।ওই বিবৃতিতে বলা হয়, পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করা, পাসের শর্ত লঙ্ঘন করা এবং অবৈধ নথি ব্যবহারের অপরাধে তাদের আটক করা হয়েছে। আটক অবৈধ অভিবাসীদের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।ভোরের আকাশ/এসএইচ