আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১০:০১ পিএম
সংগৃহীত ছবি
ন্যাটোতে প্রতিশ্রুতির অংশ হিসেবে শত শত নতুন 'লেপার্ড-২' ট্যাংক কেনার কথা বিবেচনা করছে জার্মানির সশস্ত্র বাহিনী। জার্মান বিল্ড সংবাদপত্র এ তথ্য জানিয়েছে।
সামরিক বিশ্লেষক এবং প্রাক্তন ইতালীয় অফিসার থমাস টাইনার বিল্ডকে বলেন, 'ইউক্রেনে সরবরাহ করা একটি ট্যাংকেও এবং ট্যাঙ্ক-বিধ্বংসী গাইডেড মিসাইলের বিরুদ্ধে সক্রিয় সুরক্ষা ব্যবস্থা নেই। তাই ইউক্রেনীয়দের এই ট্যাংকগুলো ব্যবহারে খুব সতর্ক থাকতে হবে।'
বিশ্লেষকের মতে, ইউক্রেনের পরিস্থিতি জার্মানি বা ন্যাটোর পরিস্থিতির সঙ্গে খুব একটা তুলনীয় নয়। তিনি বলেন, 'একটি আধুনিক ট্যাংক কোম্পান - যদি কমপক্ষে চারটি বিমান বিধ্বংসী ব্যবস্থায় আচ্ছাদিত হয়, তবুও একশটি ড্রোনের একযোগে আক্রমণ তাকে থামাতে পারবে না।'
টাইনারের মতে, লেপার্ড-২ ট্যাঙ্কের ক্ষেত্রে জার্মানির 'ছোটখাটো বিষয় নিয়ে কাজ করার চেয়ে বড় পরিসরে কাজ করা উচিত'।
তিনি বলেন, 'এর অর্থ হল গবেষণা, উন্নয়ন, পরীক্ষা এবং তারপর ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ও দ্রুত ক্রয়ে বিনিয়োগ করা।'
ভোরের আকাশ/জাআ