নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫ ১১:৪৫ এএম
শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ
আওয়ামী লীগের নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি। শনিবার (১০ মে) সকাল থেকে শাহবাগে জড়ো হচ্ছে ছাত্র-জনতা।
সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তবে গতকালের তুলনায় লোক সংখ্যা অনেকটাই কম। কয়েকশ শিক্ষার্থী ও আন্দোলনকারী সেখানে অবস্থান করছেন। তারা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন। রাতে অবস্থানকারী অনেকেই রাস্তার ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন। তবে বেশিরভাগই শাহবাগ ছেড়ে গেছেন।
অবস্থান কর্মসূচির ফলে সকাল থেকে শাহবাগ মোড়ের চারদিকের রাস্তা বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করছে।
অবস্থানকারীরা বলছেন, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত রাজপথে থাকবেন তারা।
আন্দোলনকারী গত ১৬ বছরে আওয়ামী লীগ কর্তৃক খুন, গুমসহ নানা মানবতাবিরোধী অপরাধের ফিরিস্তি তুলে ধরেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে অবিলম্বে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের বিচার সম্পন্ন করার দাবি জানান তারা।
এদিকে ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবারের মতো শনিবারও সেখানে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ