ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫ ০৭:৩৭ এএম
গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান আর নেই
ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনে চট্টগ্রাম নগরে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত মোহাম্মদ হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১১টার দিকে তার মৃত্যু হয়েছে বলে মোহাম্মদ হাসানের পরিবারের বরাত দিয়ে ফেসবুক পোস্টে জানান উমামা ফাতেমা।
জানা গেছে, গণঅভ্যুত্থানের সময় সাহসিকতার সঙ্গে অংশগ্রহণকারী মোহাম্মদ হাসান মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়। সেখানে দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
৫ আগস্ট টাইগারপাসে আন্দোলনের সময় মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয় যা সম্ভাব্য ব্রেইন ড্যামেজের কারণ হয়। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার খাদ্যনালি ও কণ্ঠনালি এক করে লাইফসাপোর্ট দেওয়া হয়। এ সময় ইনফেকশন ছড়িয়ে পড়ে তার মস্তিষ্কে, এবং শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত তাকে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
ভোরের আকাশ/এসএইচ