‘বিআইডব্লিউটিসির সব নৌযান ধূমপানমুক্ত করা হবে’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র আওতাধীন ফেরিসহ সকল নৌযান শতভাগ ধূমপানমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. সলিম উল্লাহ্। একই সঙ্গে তিনি এটি বাস্তবায়নে সঠিক কর্ম পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার বিআইডব্লিউটিসি’র সভা কক্ষে ঢাকা আহছানিয়া মিশন ও বিআইডব্লিউটিসি’র যৌথ আয়োজনে ‘শতভাগ ধূমপানমুক্ত নৌপরিবহন নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব বেলায়েত হোসেন, নৌপরিবহন অধিদপ্তরের মাশরুখ আহমেদ, বিআইডব্লিউটিসি’র মহাব্যবস্থাপক (প্রশাসন) জেসমিন আরা বেগম, কারিগরি পরিচালক কাজী ওয়াসিফ আহমাদ, নৌপুলিশের হেলাল উদ্দিন ও ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান।
মূল প্রবন্ধে ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম জানান, গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭ এর তথ্যমতে, দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করে। এর মধ্যে ধূমপান করে ১ কোটি ৯২ লাখ মানুষ এবং প্রায় ৪ কোটি মানুষ ধূমপান না করেও পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছে। পরোক্ষ ধূমপানের এই হার ৪২ দশমিক ৭ শতাংশ। যার মধ্যে গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে ৪৪ শতাংশ। ফেরি ও যাত্রীবাহী জাহাজও এই গণপরিবহনের অন্তভুক্ত যেখানে প্রতিনিয়ত মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফেরিতে যত্রতত্র ধূমপানের চিত্র দেখতে পাওয়া যায়। যাত্রীরা ফেরির ক্যান্টিনে খেতে গিয়েও পরোক্ষভাবে ধূমপানের শিকার হয়। পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে, ফেরিসহ সকল নৌযানকে শতভাগ ধূমপানমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
পারিবারিক সহিংসতার থেকে নারীদের রক্ষায় বাল্যবিয়ে বন্ধের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, প্রতিদিনই কোনো না কোনো মেয়ে বাল্যবিয়ের শিকার হচ্ছেন। শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের শিক্ষার হচ্ছে ওই নারী। এরপর মেয়ের সুখের জন্য যৌতুক দিতে বাধ্য হচ্ছেন বাবা। এছাড়া কারো প্রেমের ডাকে সাড়া না দিলে নারীকে লাঞ্ছিত হতে হচ্ছে। স্কুল ও কলেজগামী মেয়েরা ইভটিজিংয়ের শিকার হচ্ছে। নারীর প্রতি এসব সহিংসতা বন্ধে আইনের যথাযথ প্রয়োগ ও সচেতনতা বাড়াতে হবে।রাজধানীর রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) ঢাকা পশ্চিমকেন্দ্র আয়োজিত পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমি ও সহকারী সমন্বয়কারী সিঁথি ঘোষ, ধানমন্ডি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাহহার, মোহামম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রাজু আহমেদ, শাপলা একাডেমির অধ্যক্ষ হাসিনা আক্তার, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মান্নান মনির, জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একলাসুর রহমান, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তাহাজ্জত হোসেন ও খলিলুর রহমান, রেডিয়াল পাবলিক স্কুলের শিক্ষক শামীম আহম্মেদ, কচিকণ্ঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশরাফ আলী, লেসন জুভেনাইল স্কুলের শিক্ষক ফরিদা ইয়াছমিন, কমিউনিটি ফোরাম সদস্য ডাক্তার রোকনুজ্জামান ও বিএনপিএস’র পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, গণতন্ত্র, ন্যায্যতা, সমতা ও বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্বন্ধে সচেতনতা বাড়ানোর লক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছবি আঁকা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস)। গত ১০ মে থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় বিজয়ী ৮টি বিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অদিতি দত্তের সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া ওই অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পী বাবুল দেওয়ানের দল। এছাড়া বেতার শিল্পী রিনিলা একক গান পরিবেশন করেন।অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতার নানাচিত্র তুলে ধরে বলা হয়, আইনে নারী-পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। নারীদের সম্মান দিতে জানতে হবে। এ কাজে শিক্ষার্থীসহ তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নারীর প্রতি সব প্রকার বৈষম্য নিরসনে সম্মিলিতভাবে কাজ করতে হবে।ভোরের আকাশ/এসএইচ
কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি রয়েছে- এমন বিভ্রান্তিকর অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক টিম জানায়, কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি ভাইরাল বিষয়টি বিভ্রান্তিকর।রিউমর স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, মূলত এ ধরনের প্রশিক্ষণ নতুন নয় বরং ইউএস অ্যাম্বাসির আয়োজনে গত কয়েক বছর ধরেই এমন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।রিউমর স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে।তাছাড়া একটি মহল দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নানা গুজব, ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে এমন প্রমাণ মিলেছে ফ্যাক্টচেক করে।শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।ভোরের আকাশ/জাআ
পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন, এর বাইরে একদিনও এদিক-সেদিক যাওয়ার সুযোগ নেই। শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘কাল (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের সভার পর অনেক সময় আমরা আলোচনা করেছি। আমাদের তিনটা কঠিন দায়িত্ব- একটি সংস্কার, অন্যটি বিচার, আরেকটি নির্বাচন। শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্বটা নেইনি। আমাদের আরও দুটি দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা সেগুলো পালন করতে পারছি না। ’উপদেষ্টা আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত ধরনের দাবি রয়েছে, সব দাবি নিয়ে রাস্তা আটকে দিচ্ছে। এতে রাস্তা একেবারে অচল হয়ে যাচ্ছে। এ অবস্থা নিরসনে আমরা কিছুই করতে পারছি না। আমাদের দায়িত্ব পালন করা তখনই সম্ভব হবে, যখন আমরা সবার সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলেই পালন করতে পারার বিষয়টা আরেক। ’রিজওয়ানা হাসান বলেন, ‘যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছে, আমাদের দায়িত্ব পালনে সেগুলো কীভাবে মোকাবিলা করবো কিংবা আদৌ পারবো কি না, যদি পারি সেটা কীভাবে করবো আর না পারলে কী করণীয় হবে সেগুলো নিয়ে আমরা চিন্তা করেছি। ’নির্বাচন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, ‘প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কথা বলারও সুযোগ হওয়া উচিত ছিল না। কারণ, বারবার বলা হচ্ছে যে, নির্বাচন নিয়ে একটা সময় দিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু গুরুদায়িত্ব রয়েছে, সেগুলো পালনের সঙ্গে মাসের একটা সম্পর্ক থাকতে পারে। ওনার (প্রধান উপদেষ্টা) যদি কোনো কিছু বলার থাকে, ওটা ওনার থেকে শোনা যেতে পারে। ’তিনি বলেন, ‘আমরা যদি দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। আর যদি দায়িত্ব পালন করতে না পারি, তাহলে আমাদের যার যার নিজস্ব অনেক কাজ রয়েছে। তখন দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকল না। ’ড. ইউনূসের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়ায় রিজওয়ানা হাসান বলেন, এখন কিছু কিছু গুরু দায়িত্ব আছে, সেগুলো পালনের সঙ্গেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। যদি কোনো কিছু বলার থাকে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি—ওটা আপনারা ওনার (প্রধান উপদেষ্টার) কাছ থেকেই শুনবেন।ভোরের আকাশ/আজাসা
সম্প্রতি একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৩ মে) দুপুরে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানানো হয়েছে। সেনাবাহিনী তাদের পোস্টে উল্লেখ করেছে, ‘গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।’বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (২৩ মে) দুপুরে একটি সচেতনতামূলক পোস্টে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেছে।এই ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো এবং সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার অপচেষ্টা চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির একটি ছবি সংযুক্ত করে জনগণকে আরও সচেতন করা হয়েছে।ভোরের আকাশ/আজাসা