× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন : রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৫ ০২:৪৮ পিএম

ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন : রিজওয়ানা

ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন : রিজওয়ানা

পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন, এর বাইরে একদিনও এদিক-সেদিক যাওয়ার সুযোগ নেই। শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কাল (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের সভার পর অনেক সময় আমরা আলোচনা করেছি। আমাদের তিনটা কঠিন দায়িত্ব- একটি সংস্কার, অন্যটি বিচার, আরেকটি নির্বাচন। শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্বটা নেইনি। আমাদের আরও দুটি দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা সেগুলো পালন করতে পারছি না। ’

উপদেষ্টা আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত ধরনের দাবি রয়েছে, সব দাবি নিয়ে রাস্তা আটকে দিচ্ছে। এতে রাস্তা একেবারে অচল হয়ে যাচ্ছে। এ অবস্থা নিরসনে আমরা কিছুই করতে পারছি না। আমাদের দায়িত্ব পালন করা তখনই সম্ভব হবে, যখন আমরা সবার সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলেই পালন করতে পারার বিষয়টা আরেক। ’

রিজওয়ানা হাসান বলেন, ‘যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছে, আমাদের দায়িত্ব পালনে সেগুলো কীভাবে মোকাবিলা করবো কিংবা আদৌ পারবো কি না, যদি পারি সেটা কীভাবে করবো আর না পারলে কী করণীয় হবে সেগুলো নিয়ে আমরা চিন্তা করেছি। ’

নির্বাচন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, ‘প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কথা বলারও সুযোগ হওয়া উচিত ছিল না। কারণ, বারবার বলা হচ্ছে যে, নির্বাচন নিয়ে একটা সময় দিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু গুরুদায়িত্ব রয়েছে, সেগুলো পালনের সঙ্গে মাসের একটা সম্পর্ক থাকতে পারে। ওনার (প্রধান উপদেষ্টা) যদি কোনো কিছু বলার থাকে, ওটা ওনার থেকে শোনা যেতে পারে। ’

তিনি বলেন, ‘আমরা যদি দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। আর যদি দায়িত্ব পালন করতে না পারি, তাহলে আমাদের যার যার নিজস্ব অনেক কাজ রয়েছে। তখন দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকল না। ’ড. ইউনূসের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়ায় রিজওয়ানা হাসান বলেন, এখন কিছু কিছু গুরু দায়িত্ব আছে, সেগুলো পালনের সঙ্গেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। যদি কোনো কিছু বলার থাকে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি—ওটা আপনারা ওনার (প্রধান উপদেষ্টার) কাছ থেকেই শুনবেন।

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-
 জামালপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মিলন মেলা অনুষ্ঠিত

জামালপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মিলন মেলা অনুষ্ঠিত

 মঙ্গলবারের মধ্যে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাত

মঙ্গলবারের মধ্যে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাত

 বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ পাল্টাপাল্টি বাড়াল ভারত-পাকিস্তান

বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ পাল্টাপাল্টি বাড়াল ভারত-পাকিস্তান

 বাউবির বিএ (সম্মান ), বিএসএস (সম্মান) এবং এলএলবি (সম্মান) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাউবির বিএ (সম্মান ), বিএসএস (সম্মান) এবং এলএলবি (সম্মান) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 ‘আমিরাতের আকাশে মঙ্গলবার ঈদের চাঁদ দেখা যাবে’

‘আমিরাতের আকাশে মঙ্গলবার ঈদের চাঁদ দেখা যাবে’

সংশ্লিষ্ট

মঙ্গলবারের মধ্যে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাত

মঙ্গলবারের মধ্যে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাত

পারিবারিক সহিংসতা থেকে নারীদের রক্ষায় বাল্যবিয়ে বন্ধের আহ্বান

পারিবারিক সহিংসতা থেকে নারীদের রক্ষায় বাল্যবিয়ে বন্ধের আহ্বান

কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে বিভ্রান্তিকর প্রচার

কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে বিভ্রান্তিকর প্রচার

ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন : রিজওয়ানা

ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন : রিজওয়ানা