একসঙ্গে ছয়টি বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করল পিএসসি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রথমবারের মতো একসঙ্গে ছয়টি বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। এই সময়সূচিতে ৪৪তম থেকে শুরু করে ৪৯তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি, লিখিত ও চূড়ান্ত ধাপের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী ১ নভেম্বর প্রকাশিত হবে। আবেদন গ্রহণ চলবে পুরো নভেম্বর মাস জুড়ে, শেষ তারিখ ৩০ নভেম্বর।
এদিকে, চলমান বিশেষ ৪৮তম বিসিএসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে এর প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই, ফল প্রকাশ ২১ জুলাই এবং চূড়ান্ত সুপারিশ দেওয়া হবে ২২ সেপ্টেম্বরের মধ্যে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী:
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হবে ৩০ জুন।
৪৫তম বিসিএসের লিখিত ফল প্রকাশ হবে ১৯ জুন, আর চূড়ান্ত ফল দেওয়া হবে ১০ ডিসেম্বর।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই, ফল প্রকাশ করা হবে ১৮ ডিসেম্বর।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, ফল প্রকাশ ২৮ সেপ্টেম্বর, এবং লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর।
পিএসসি জানিয়েছে, নিয়মিত বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি সাধারণত বিজ্ঞপ্তির কমপক্ষে দুই মাস পর এবং লিখিত পরীক্ষা নেওয়া হয় প্রিলিমিনারির ফল প্রকাশের দুই মাস পর। প্রার্থীদের প্রস্তুতির জন্য মৌখিক পরীক্ষাগুলোর সময় নির্ধারণ করা হবে এমনভাবে যেন এক বিসিএসের সঙ্গে আরেকটির সময়কাল ওভারল্যাপ না হয় এবং তাদের মধ্যে অন্তত এক মাসের ব্যবধান থাকে।
তবে কমিশন জানিয়েছে, প্রকাশিত সময়সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে, তবে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বাস্তবায়নে তারা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। পাশাপাশি, ডিসেম্বরের মধ্যে পরবর্তী বিসিএস পরীক্ষাগুলোর সময়সূচিও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ‘অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।আগ্রহীরা আগামী ১২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)বিভাগের নাম: কোর ব্যাংকিং সিস্টেমসপদের নাম: অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই/সমমান)অভিজ্ঞতা: ৬ বছরবেতন: আলোচনা সাপেক্ষেচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: যে কোনো স্থানআবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিকমিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) করে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।সূত্র: বিডিজবস ডটকমভোরের আকাশ//হ.র
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি আইটি বিভাগে ‘সিস্টেম ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আড়ংবিভাগের নাম: আইটিপদের নাম: সিস্টেম ইঞ্জিনিয়ারপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই)অভিজ্ঞতা: ৫ বছরবেতন: আলোচনা সাপেক্ষেচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাআবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক আড়ং করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।সূত্র: বিডিজবস ডটকমভোরের আকাশ // হ.র
ব্যাংক এশিয়া পিএলসিতে ‘লিটিগেশন অফিসার (আপ টু এসইও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসিপদের নাম: লিটিগেশন অফিসার (আপ টু এসইও)পদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: এলএলবি/এলএলএমঅভিজ্ঞতা: ৪-৭ বছরবেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: চট্টগ্রামআবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক ব্যাংক এশিয়া পিএলসি করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।সূত্র: বিডিজবস ডটকমভোরের আকাশ // হ.র
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের শীর্ষ পর্যায়ের ‘হেড অব আরএমজি (এসভিপি টু এসইভিপি)’ পদে নতুন জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।পদের বিবরণ:পদ: হেড অব আরএমজি (এসভিপি টু এসইভিপি)পদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিঅভিজ্ঞতা: ১৫ বছরবেতন: আলোচনা সাপেক্ষচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেনবয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছরকর্মস্থল: ঢাকাআগ্রহীরা প্রিমিয়ার ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারবেন। উল্লেখ্য, আগ্রহীদের ৩০ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।সূত্র: বিডিজবস ডটকমভোরের আকাশ // হ.র