ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ, ভিসির পদত্যাগ দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাত ১২ টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় নেতাকর্মীরা মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা।
পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে জড়ো হন তারা। মিছিলে আরও ছিলেন, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এসময় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। পরে ‘দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ’, আমার ভাইয়ের লাশ পড়ে, প্রশাসন কী করে’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।
এ ছাড়া মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে সহপাঠীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বন্ধুকে নির্মমভাবে খুন করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’ তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত ৫ম সমাবর্তন থেকে তাকে এ সম্মাননা ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চবি উপাচার্য ড. ইয়াহ্ইয়া আখতার অধ্যাপক ইউনূসের হাতে ডি লিট ডিগ্রির সনদ তুলে দেন।সমাবর্তন বক্তা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, শিক্ষা শুধু চাকরির জন্য নয়, এটি জীবন বদলের জন্য। আমি আশা করি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু নিজের নয়, সমাজ ও দেশের পরিবর্তনের জন্য কাজ করবেন।উপাচার্য তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়, এটি একটি জাতিগঠনের কারখানা। আমরা গর্বিত যে, এ প্রতিষ্ঠান থেকে এত সংখ্যক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করছেন। বিশেষত, ড. ইউনূসের মতো একজন গুণী ব্যক্তিকে আজ ডি.লিট ডিগ্রি প্রদান করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের ডিন ও শিক্ষক এবং শিক্ষার্থীরা।সমাবর্তনে অংশ নিয়েছেন ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯টি অনুষদের ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪২ জনকে পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।বুধবার (১৪ মে) যোহরের নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা হয়। সাম্যর জানাজায় তার বাবা ও বড় ভাই শরীফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হলেন রকিবুল ইসলাম বকুল ও ছাত্রদলের কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা অংশ নেন।জানাজা শেষে দুপুর ২টায় সাম্যর মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া নেওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার বড় ভাই জানান।এর আগে, মঙ্গলবার (১৩ মে) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভোরের আকাশ/এসএইচ
তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ‘মার্চ টু যমুনা’ শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল বিচারপতি বাসভবনের সামনে পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে নানা স্লোগান দিতে শুরু করেন। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি রক্ত আরও দেব রক্ত ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় কয়েকজন পুলিশও আহত হয়েছেন।শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।ভোরের আকাশ/এসএইচ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘সাদা দল’। একই সঙ্গে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এই দাবি জানান। বিবৃতিতে বলা হয়, দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত সাম্য ছিলেন স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। চলমান ‘চব্বিশের ফ্যাসিবাদী বিরোধী’ আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। যেই ছেলেটি মানুষের অধিকার আদায়ে লড়াই করছিল, তাকেই নিজের ক্যাম্পাসের পাশে নির্মমভাবে হত্যা করা হলো।শিক্ষক নেতারা আরও বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং গোটা বিশ্ববিদ্যালয় ও দেশের স্থিতিশীলতা নস্যাৎ করার গভীর চক্রান্তের অংশ হতে পারে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করে। অতীতেও এমন বহু ঘটনার বিচার না হওয়ায় অপরাধের পুনরাবৃত্তি ঘটছে।তারা বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ধারাবাহিকভাবে খুনের ঘটনা ঘটছে, বিশেষ করে বিএনপি ও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে বলেও শোনা যাচ্ছে। অথচ এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের কোনো অগ্রগতি এখনো দৃশ্যমান নয়। শিক্ষকদের সংগঠন সাদা দল দাবি করে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাম্য হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ সাম্যের পরিবারের সকল দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে বহনের দাবিও জানান তারা।ভোরের আকাশ/আজাসা