ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের একটি স্কুলভবন ধসে অন্তত ৫০ জন নিহত এবং শতাধিক আহতের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যানড রেসকিউ এজেন্সি (বাসারনাস)-এর বিবৃতিতে থেকে এ তথ্য জানা গেছে।রোববার (৫ অক্টোবর) বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, উদ্ধারকারী বাহিনীর সদস্যরা এ পর্যন্ত ৫০ জনকে মৃত এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন। এখন পর্যন্ত নিখোঁজ আছে ১৮ জন।ব্রিফিংয়ে ব্রামান্তিও আরও জানিয়েছেন, ভবনটির ৬০ শতাংশ ধ্বংসাবশেষ পরিষ্কার করে ফেলা হয়েছে। তবে স্কুলভবনের সঙ্গে সংলগ্ন আরেকটি ভবনও ধসে গেছে। ফলে স্কুলচত্বর ও তার সংলগ্ন এলাকায় ধ্বংসস্তূপে একাকার হয়ে গেছে এবং নিখোঁজদের বেশিরভাগই স্কুলভবন সংলগ্ন ভবনটির।ইন্দোনেশিয়ার অপর উদ্ধারকারী সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি) এর ডিজাস্টার ডেটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের প্রধান আবদুল মুহারি জানিয়েছেন, স্কুলভবন ধসের পর নিহত অবস্থায় ৪৫ এবং আহত অবস্থায় ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি ১৫ জন এখনও চিকিৎসাধীন আছে।রোববার দুপুরের দিকে পূর্ব জাভা প্রদেশের সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ও তার সংলগ্ন একটি ভবন ধসে পড়ে। এটি একটি জুনিয়র স্কুল এবং ভবন ধসের সময় সেখানে কয়েক’শ ছেলে শিক্ষার্থী ছিল। এদের সবাই কিশোর বয়সী।স্কুলটির কয়েক জন শিক্ষক বলেছেন, শ্রেণীকক্ষের সংখ্যা বাড়ানোর জন্য স্কুলটির ছাদে নির্মাণকাজ চলছিল, অর্থাৎ স্কুলটির উপরে নতুন তলা তৈরির কাজ চলছিল। কিন্তু তলা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ভিত্তি বা ফাউন্ডেশন যে স্কুলটির নেই— তা আমলে নেয়নি কর্তৃপক্ষ।সূত্র : আনাদোলু এজেন্সিভোরের আকাশ/মো.আ.
০৬ অক্টোবর ২০২৫ ০৯:৩৬ এএম
কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীসহ দু'জনের মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে পৃথক ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদ্রাসা থেকে ফেরার সময় বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া নামে শিশুর মৃত্যু হয়।বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে। স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় শিশু বাবলু।এদিকে উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর নামে একজনের মৃত্যু হয়েছে। সহিবর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বাড়ির পাশে গরু খাওয়ার জন্য ঘাস তুলতে গেলে বজ্রপাতে আক্রান্ত হয়। পরে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায়। পরে মরদেহ ফিরিয়ে নিয়ে দাফন করে পরিবারের লোকজন।নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। দুটি ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।ভোরের আকাশ/জাআ
০৫ অক্টোবর ২০২৫ ০৭:০৬ পিএম
নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব কারাগারে
ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।রোববার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আদালতে প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন।পুলিশের আবেদনে বলা হয়েছে, এ আসামি কোরআন অবমাননার সঙ্গে জড়িত মর্মে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে অপূর্ব পাল কোরআন শরীফ অবমাননার কথা স্বীকার করেছেন। মামলার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের রিমান্ডের প্রয়োজন হতে পারে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য জামিন নাকচ চেয়ে অপূর্ব পালকে কারাগার আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী কোরআন শরীফ অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী নিজেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও প্রকাশ করেন। পরে রাতেই উত্তেজিত একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্ব পালকে আটক করে থানায় নিয়ে যায়।ভোরের আকাশ/এসএইচ
০৫ অক্টোবর ২০২৫ ০৫:৪৮ পিএম
শ্রীপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১
গাজীপুরের শ্রীপুরে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে আট বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ অক্টোবর) শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের কাশিফুল উলুম মেহেরুন্নেছা হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।ভিকটিম ময়মনসিংহ জেলার ইশ্বর গঞ্জের মরিচারচর গ্রামের বকুল মিয়ার পুত্র। স্থানীয়রা জানায়,আমরা আমাদের সন্তানদের মাদরাসায় পাঠিয়ে নিরাপত্তাহীনতায় থাকি।সকল খারিজি মাদরাসাকে তদারকির আওতায় আনার দাবী জানান তারা।ভিকটিমের পিতা জানান আমার মান সম্মান আর রইলো না।আমার ছেলেকে নিয়া বাড়ি চলে যাব।এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, বলাৎকারের বিষয়ে একজনকে আটক করা হয়েছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/মো.আ.
০৫ অক্টোবর ২০২৫ ০২:২৫ পিএম
চাঁদপুরে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াড
চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড, যেখানে জেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে বিজ্ঞান বেজ। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব।অলিম্পিয়াডের উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।উদ্বোধনী বক্তব্যে ডিসি বলেন, “বিজ্ঞান মানুষকে যুক্তিবাদী করে তোলে। তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা জাতিকে উন্নত বিশ্বের কাতারে এগিয়ে নিতে সহায়ক। শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।”তিনি আরও বলেন, “বিজ্ঞান চর্চার মাধ্যমেই গড়ে উঠতে পারে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আলোকিত বাংলাদেশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং অনুসন্ধিৎসা বাড়িয়ে তুলবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করতেই এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।প্রথম ধাপের এই জেলা পর্যায়ের প্রতিযোগিতা ছিল এমসিকিউ পদ্ধতিতে ৩০ মিনিটের ২৫ নম্বরের পরীক্ষা। এখান থেকে ৫০ জন উত্তীর্ণ শিক্ষার্থী আগামীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।ভোরের আকাশ/জাআ
একজন সাধারণ বাংলাদেশি কর্মীকে আবেগঘন বিদায় সংবর্ধনা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাহরাইন বিশ্ববিদ্যালয়ের (University of Bahrain) আইন অনুষদের শিক্ষার্থীরা।দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে নিয়োজিত থাকা কর্মী ইসলামের জন্য শিক্ষার্থীদের এই আয়োজন সাধারণত কোনো অধ্যাপক বা উচ্চপদস্থ কর্মকর্তার বিদায়ের সময় দেখা যায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হলরুমজুড়ে শিক্ষার্থীরা ইসলামকে বিদায় জানাতে ভিড় করেছেন। সারি বেঁধে দাঁড়িয়ে তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান, মাথার ওপর ফুল ছিটিয়ে দেন। কারও হাতে ছিল ফুলের তোড়া, আবার কেউ এনেছিলেন তার ছবি দিয়ে সাজানো কেক।বিদায় মুহূর্তটি আরও আবেগঘন হয়ে ওঠে যখন এক শিক্ষার্থী তাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেন এবং কপালে চুমু দেন। শিক্ষার্থীদের এমন অকুণ্ঠ ভালোবাসা দেখে ইসলামও আবেগে আপ্লুত হয়ে পড়েন; তার চোখ ছলছল করে ওঠে।শিক্ষার্থীরা জানান, ইসলাম শুধু একজন কর্মী ছিলেন না, তিনি ছিলেন তাদের পরিবারেরই একজন। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের নানাবিধ কাজে নিবেদিত থেকে তিনি শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।ভোরের আকাশ/মো.আ.
একজন সাধারণ বাংলাদেশি কর্মীকে আবেগঘন বিদায় সংবর্ধনা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাহরাইন বিশ্ববিদ্যালয়ের (University of Bahrain) আইন অনুষদের শিক্ষার্থীরা।দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে নিয়োজিত থাকা কর্মী ইসলামের জন্য শিক্ষার্থীদের এই আয়োজন সাধারণত কোনো অধ্যাপক বা উচ্চপদস্থ কর্মকর্তার বিদায়ের সময় দেখা যায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হলরুমজুড়ে শিক্ষার্থীরা ইসলামকে বিদায় জানাতে ভিড় করেছেন। সারি বেঁধে দাঁড়িয়ে তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান, মাথার ওপর ফুল ছিটিয়ে দেন। কারও হাতে ছিল ফুলের তোড়া, আবার কেউ এনেছিলেন তার ছবি দিয়ে সাজানো কেক।বিদায় মুহূর্তটি আরও আবেগঘন হয়ে ওঠে যখন এক শিক্ষার্থী তাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেন এবং কপালে চুমু দেন। শিক্ষার্থীদের এমন অকুণ্ঠ ভালোবাসা দেখে ইসলামও আবেগে আপ্লুত হয়ে পড়েন; তার চোখ ছলছল করে ওঠে।শিক্ষার্থীরা জানান, ইসলাম শুধু একজন কর্মী ছিলেন না, তিনি ছিলেন তাদের পরিবারেরই একজন। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের নানাবিধ কাজে নিবেদিত থেকে তিনি শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।ভোরের আকাশ/মো.আ.
একজন সাধারণ বাংলাদেশি কর্মীকে আবেগঘন বিদায় সংবর্ধনা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাহরাইন বিশ্ববিদ্যালয়ের (University of Bahrain) আইন অনুষদের শিক্ষার্থীরা।দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে নিয়োজিত থাকা কর্মী ইসলামের জন্য শিক্ষার্থীদের এই আয়োজন সাধারণত কোনো অধ্যাপক বা উচ্চপদস্থ কর্মকর্তার বিদায়ের সময় দেখা যায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হলরুমজুড়ে শিক্ষার্থীরা ইসলামকে বিদায় জানাতে ভিড় করেছেন। সারি বেঁধে দাঁড়িয়ে তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান, মাথার ওপর ফুল ছিটিয়ে দেন। কারও হাতে ছিল ফুলের তোড়া, আবার কেউ এনেছিলেন তার ছবি দিয়ে সাজানো কেক।বিদায় মুহূর্তটি আরও আবেগঘন হয়ে ওঠে যখন এক শিক্ষার্থী তাকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরেন এবং কপালে চুমু দেন। শিক্ষার্থীদের এমন অকুণ্ঠ ভালোবাসা দেখে ইসলামও আবেগে আপ্লুত হয়ে পড়েন; তার চোখ ছলছল করে ওঠে।শিক্ষার্থীরা জানান, ইসলাম শুধু একজন কর্মী ছিলেন না, তিনি ছিলেন তাদের পরিবারেরই একজন। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের নানাবিধ কাজে নিবেদিত থেকে তিনি শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।ভোরের আকাশ/মো.আ.
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১২:২২ পিএম
জয়পুরহাটে শিক্ষার্থীদের বেদম পেটালেন শিক্ষক
জয়পুরহাটে গানের লাইন বলার কারণে কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির এক শিক্ষক। এ ঘটনায় প্রতিষ্ঠানের আরও কয়েকজন শিক্ষক ও পরিচালকের কর্মরত আত্মীয়রাও শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগের তীর উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ওমর ফারুক ওরফে পি. কের দিকে। এছাড়া আবাসিক হলে শিক্ষার্থীদের নির্যাতনে অংশ নেন পরিচালক ও প্রধান শিক্ষক রবিউল ইসলামের কর্মরর্ত ঘনিষ্ঠ আত্মীয় আশিকুর, এমদাদ ও বাশার।শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্তরা পরিচালকের নিকট আত্মীয় হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি প্রধান শিক্ষক রবিউল ইসলাম। আজ মারধরের পর পুলিশ গিয়ে পরিচালক ও প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তিনি বাসায় ফিরে আসেন।দশম শ্রেণির শিক্ষার্থী রেজাউন জান্নাত রাব্বি বলেন, সকালে শিক্ষক আসতে দেরি করায় আমি গান গাইছিলাম। হঠাৎ স্যার এসে আমাকে বেদম মারধর করেন।একই শ্রেণির শিক্ষার্থী আল মোহনাদ সোয়াইব ও আনাম হাসান নবীন বলেন, স্যার ক্লাসে ঢুকে ‘হু আর ইউ’ বলেই আমাদের মারতে শুরু করেন। কেন মারা হলো তা আমরা জানি না। প্রতিষ্ঠানটি এখন আত্মীয় কোটায় চলে।শিক্ষার্থী মোহাম্মদ সূর্য ও আতিকুর রহমান বলেন, এক বন্ধুর সঙ্গে কথাকাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে আমাদেরও পেটানো হয়েছে।শিক্ষার্থী সোহান ফারদিস অভিযোগ করে বলেন, আমি বেতন কিছুটা কম দেয়। এজন্য স্যার আমাকে বের করে দেওয়ার হুমকি দিয়ে মারধর করেন।শিক্ষার্থী সূর্যের দায়িত্বপ্রাপ্ত অভিভাবক রিভা পারভিন বলেন, খবর পেয়ে দ্রুত এসে দেখি বাচ্চাদের মারধর করা হয়েছে। প্রায়ই এভাবে নির্যাতন চলে। আমরা সঠিক তদন্ত ও বিচারের দাবি জানাই।প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, ঘটনার পর একজন শিক্ষককে শোকজ করা হয়েছে। তবে আবাসিক হলে মারধরের অভিযোগ সঠিক নয়। শিক্ষার্থীদের শৃঙ্খলার জন্য চাপ প্রয়োগ করা হয়।এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, আজকের আঘাতকারীকে ঘটনাস্থলে গিয়ে না পাওয়ায় মোবাইল কোর্ট করা যায়নি। তবে প্রতিষ্ঠানকে থানায় নেওয়া হয় পরে ওই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিবেন মর্মে লিখিত অঙ্গীকার করা হলে থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। তাছাড়া একটা তদন্ত কমিটিও গঠন করে দেয়া হয়েছে। প্রয়োজনে কমিটির সুপারিশে নিয়মিত মামলা করা যাবে।ভোরের আকাশ/মো.আ.
২৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩২ পিএম
ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াডে নারায়ণগঞ্জে ১০ হাজার শিক্ষার্থী
নারায়ণগঞ্জ সদর উপজেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একযোগে অনুষ্ঠিত হলো “ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াড ২০২৫”। সকাল থেকেই শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠান থেকে ১০০ জন করে মোট ১০ হাজার শিক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে অংশগ্রহণ করে।বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় এ প্রতিযোগিতা। প্রাথমিক পরীক্ষার পর প্রতিটি প্রতিষ্ঠান থেকে ৫ জন করে মোট ৫০০ জন শিক্ষার্থীকে বাছাই করে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর প্রতিটি প্রতিষ্ঠানের প্রথম স্থান অধিকারী মোট ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে আগামী মাসের প্রথমার্ধে উপজেলা পর্যায়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হবে।দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার নানা ভাবনা ও উদ্যোগ তুলে ধরে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও কমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক একটি সচেতনতামূলক সেশন পরিচালনা করেন এবং শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা মোঃ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি), সিদ্দিরগঞ্জ দেবজানি কর, সদর উপজেলা প্রকৌশলী ও আয়োজক উপ-কমিটির সভাপতি ইয়াসির আরাফাত এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র কুমার মণ্ডল।এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।অলিম্পিয়াড শেষে উপজেলা নির্বাহী অফিসার ফতুল্লা এলাকার পূজা বিসর্জন ঘাট ও দুটি মন্দিরের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে।ভোরের আকাশ/এসএইচ
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬ এএম
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।জানা গেছে, গতকাল সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আইডিয়াল কলেজের ২৭ ব্যাচের একজন শিক্ষার্থীকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করে আইডি কার্ড ছিনিয়ে নেন। এই ঘটনার জের ধরে আজ সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ৪ থেকে ৫ জন শিক্ষার্থীর পকেট থেকে কলেজের মনোগ্রাম ছিঁড়ে রেখে দেয় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের এক শিক্ষার্থী বলেন, এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রীন রোড এলাকায় কনকর্ড টাওয়ারের সামনে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। ঢাকা কলেজগামী বাসগুলোতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে থাকে। এলাকায় আতঙ্ক বিরাজ করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছে।এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।ভোরের আকাশ/এসএইচ