দুদিন পর কমলো সোনার দাম, ভরিতে কমেছে ১,৫৭৪ টাকা
টানা দুই দফায় দাম বাড়ার পর এবার দেশের বাজারে সোনার মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫৭৪ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। যা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি সোনার দাম হবে:
তবে সোনার দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো হেরফের হয়নি।
বর্তমানে রুপার দাম নির্ধারণ করা হয়েছে:
উল্লেখ্য, এর আগে গত ২২ ও ২৩ জুলাই দুই দফায় সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সর্বশেষ নির্ধারিত সেই দাম ২৪ জুলাই পর্যন্ত কার্যকর ছিল।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক (ট্যারিফ) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ১৯৮৬ সালের পর এই প্রথমবারের মতো বড় ধরনের ট্যারিফ পরিবর্তন আনা হলো।শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শনে গিয়ে বিষয়টি সাংবাদিকদের জানান নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, “বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে আলোচনার পরেই ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রাজস্ব বাড়বে, যদিও আমদানি-রপ্তানিতে খরচ কিছুটা বাড়বে।”চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করতে আন্তর্জাতিক অপারেটর নিয়োগের কথাও জানান তিনি। তবে এ নিয়ে কোনো ধরনের ‘প্রোপাগান্ডা’ চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, “বিদেশি অপারেটর দায়িত্বে থাকলেও সার্বিক নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে।”উল্লেখ্য, চলতি বছরের ৭ জুলাই থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে থাকা চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। আগের অপারেটর সাইপ পাওয়ার টেক-এর পরিবর্তে এ দায়িত্ব হস্তান্তরের পর থেকেই কার্যক্রমে গতি এসেছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।নৌ উপদেষ্টা জানান, “ড্রাই ডক পরিচালিত এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ১৩ শতাংশ। প্রতিদিন গড়ে ৩,২০০ থেকে ৩,২৫০ টিইইউএস (২০ ফুট সমতুল্য কনটেইনার) হ্যান্ডলিং হচ্ছে।”নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, “৭ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে মোট ৩০টি জাহাজে কনটেইনার ওঠানো-নামানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আগে যেখানে ১০ ঘণ্টা বেশি সময় লাগত, এখন তা কমিয়ে আনা হয়েছে।”তিনি আরও জানান, বর্তমানে এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর জেটিতে একযোগে চারটি জাহাজে পণ্য ওঠানামার কাজ চলছে, যা বন্দরের কার্যক্রমে নতুন গতি এনেছে।নৌ উপদেষ্টা জানান, সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে, যাতে এটি দক্ষিণ এশিয়ার একটি অন্যতম আধুনিক ও গতিশীল বন্দর হিসেবে গড়ে উঠতে পারে।ভোরের আকাশ//হ.র
টানা দুই দফায় দাম বাড়ার পর এবার দেশের বাজারে সোনার মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫৭৪ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।ঘোষণা অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে।নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। যা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি সোনার দাম হবে:২২ ক্যারেট: ১,৭১,৬০১ টাকা২১ ক্যারেট: ১,৬৩,৭৯৮ টাকা১৮ ক্যারেট: ১,৪০,৪০০ টাকাসনাতন পদ্ধতি: ১,১৬,১২৭ টাকাতবে সোনার দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো হেরফের হয়নি।বর্তমানে রুপার দাম নির্ধারণ করা হয়েছে:২২ ক্যারেট: ২,৮১১ টাকা২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা১৮ ক্যারেট: ২,২৯৮ টাকাসনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকাউল্লেখ্য, এর আগে গত ২২ ও ২৩ জুলাই দুই দফায় সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সর্বশেষ নির্ধারিত সেই দাম ২৪ জুলাই পর্যন্ত কার্যকর ছিল।ভোরের আকাশ//হ.র
সমালোচনার মুখে কর্মকর্তা-কর্মচারীদের পোশাক পরার নির্দেশনাটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। তবে কর্মক্ষেত্রে পোশাক পরিধান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি এবং কোনো সার্কুলার জারি করেনি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। পাশাপাশি একটি অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে তৈরি খসড়া নির্দেশনাকে ‘পরামর্শমূলক’ হিসেবে উল্লেখ করে তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে নির্দেশনাটি প্রত্যাহার করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বিবৃতিতে জানানো হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের বয়সের তারতম্যের কারণে পোশাকের রুচি ও বৈচিত্র্য পরিলক্ষিত হয়, যা নারী-নারী ও পুরুষ-পুরুষ সহকর্মীদের মাঝে মানসিক দূরত্ব সৃষ্টি করতে পারে। সেই প্রেক্ষাপটে পারস্পরিক বোঝাপড়া ও পেশাদার পরিবেশ গড়ে তুলতেই একটি পরামর্শমূলক সার্কুলার খসড়া আকারে তৈরি হয়েছিল, যাতে কারুকার্যপূর্ণ পোশাক নিরুৎসাহিত করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, নারী সহকর্মীদের বোরকা বা হিজাব পরিধানে কোনো বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। সার্কুলারটি এমনভাবে প্রস্তুত করা হয়েছিল যাতে কারও পোশাক পরিধানের স্বাধীনতা ক্ষুণ্ন না হয়। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, বিষয়টি এখনো নীতিগতভাবে অনুমোদিত নয় এবং এই সংক্রান্ত কোনো চূড়ান্ত সার্কুলারটি জারি হয়নি। শুধুমাত্র বিভাগীয় পর্যায়ে আলোচনা হয়েছে এবং তা থেকে সাময়িকভাবে পরামর্শ দেওয়া হয়েছিল।বিবৃতিতে আরও জানানো হয়, মিডিয়ার মাধ্যমে বিষয়টি বিদেশে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের দৃষ্টিগোচর হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং নির্দেশ দেন বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করতে। তার নির্দেশনা অনুযায়ী এই পোশাকবিধি সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাহার করা হয়েছে।এদিকে জানা গেছে, গত ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ (বেনিফিটস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন উইং) থেকে অনুষ্ঠিত একটি মাসিক বিভাগীয় সভার কার্যবিবরণীতে পোশাকসহ আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং দাপ্তরিক শিষ্টাচার বিষয়ে বেশ কিছু পরামর্শমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং পুরুষের জন্য ফরমাল শার্ট-প্যান্ট নির্ধারণ, লেগিংস, শর্ট স্লিভ ড্রেস, জিনস ও গ্যাবার্ডিন পরিহার সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি দাপ্তরিক শৃঙ্খলা ও আচরণবিধি অনুসরণ, সময়ানুবর্তিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে যে, সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপটে পেশাদার ও মার্জিত পোশাক পরার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই এবং সম্মানজনক কর্মপরিবেশ বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।এর আগে ২১ জুলাই বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়ে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ নির্দেশনা জারি করে। গতকাল বুধবার রাতে তা প্রথম আলোতে প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু করে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে। নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছিল। শর্ট স্লিভ ও লেংথের ড্রেস, অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যর পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে। ওই নির্দেশনায় ফরমাল স্যান্ডেল বা জুতা, সাদামাটা হেড স্কার্ফ বা হিজাব পরতে বলা হয়েছে। পুরুষের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফরমাল (আনুষ্ঠানিক) শার্ট ও ফরমাল প্যান্ট পরতে বলা হয়েছে। পরিহার করতে বলা হয়েছে জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট। নির্দেশনা না মানলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।এ নির্দেশনার বিষয়ে গত বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, এক প্রতিষ্ঠানে সবাই এক ধরনের পোশাক পরবে, সেই লক্ষ্য থেকেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। ২১ জুলাই থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।তিনি বলেন, পোশাক নিয়ে যেন সাম্য ও ঐক্য থাকে, কোনো ধরনের মানসিক বৈষম্য না থাকে। আর শালীন পোশাক যেকোনো প্রতিষ্ঠানের নারী-পুরুষের জন্য বাধ্যতামূলক। নারীদের ক্ষেত্রে শর্ট স্লিভ ও লেংথের ড্রেস ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে। কাউকে হিজাব পরতে বাধ্য করা হয়নি। তবে যারা পরবেন, তাদের সাদামাটা রঙের হিজাব পরতে হবে।ভোরের আকাশ/এসএইচ
ব্যাংকগুলো থেকে ডলার কিনে মার্কিন মুদ্রাটির দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবারও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে আরও ১০ মিলিয়ন ডলার কিনেছে। ডলারের বাজারকে ঊর্ধ্বমুখী করার ইঙ্গিত দিতে কৌশলগত পদক্ষেপ হিসেবে এসব ডলার কেনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নর নিলামে ডলার কেনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনার ক্ষেত্রে ১২১.৯৫ টাকা কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে।এর আগে, এক সপ্তাহের মধ্যে ডলারের দাম প্রায় ৩ টাকা কমে যাওয়ার পর গত ১৩ জুলাই বাংলাদেশ ব্যাংক ইতিহাসে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ডলার কেনে। সেদিন কেন্দ্রীয় ব্যাংক ১২১.৫০ টাকা দরে ১৭৩ মিলিয়ন ডলার কেনে। এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই কেন্দ্রীয় ব্যাংক আরেকটি নিলামের মাধ্যমে একই দরে আরও ৩১৩ মিলিয়ন ডলার কেনে।পরপর দুটি নিলামে বেশি দামে ডলার কেনার পর মুদ্রাটির দাম বাড়তে শুরু করে। গতকাল রেমিট্যান্স ও আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ১২২ টাকা ছাড়িয়ে যায়। তবে ব্যাংকগুলো আমদানি এলসি নিষ্পত্তির জন্য ১২২.৫০ টাকা পর্যন্ত রাখছে।বাজারের গতিপ্রকৃতি ও কেন্দ্রীয় ব্যাংকের কৌশল : পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলাদেশ ব্যাংকের ডলার কেনার নীতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ব্যাংকগুলো কী পরিমাণ ডলার কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করবে, সেটি তাদের ইচ্ছার ওপর নির্ভর করে।তিনি আরও বলেন, ‘গত কয়েকদিনে বাজারে ডলারের দাম কিছুটা বেড়েছে। এছাড়া ব্যাংকগুলো আমদানি এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ বাড়ানোর চেষ্টা করায় ডলারের বাজার বর্তমানে কিছুটা টাইট।’মোহাম্মদ আলী আরও বলেন, আগামী সপ্তাহে ডলারের প্রবাহ বাড়লে বাজারের তারল্য পরিস্থিতির আরও উন্নতি হবে। ‘ডলারের বাজার প্রতি সপ্তাহেই ওঠা-নামা করে। গত কয়েকদিনে ডলারের রেট বাড়লেও সেটি নিয়ন্ত্রণের বাইরে যাবে না বলেই আমাদের মনে হয়। সপ্তাহ দুয়েক আগে ডলারের বাজারে যে অস্থিতিশীলতা ছিল, সেটি এখন প্রায় নেই বললেই চলে। তবে বাজারকে আমাদের আরও কিছুদিন পর্যবেক্ষণ করতে হবে।’বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল ডলারের বাজারে স্পট বিনিময় হার ছিল ১২১.৯৪ টাকা। আর ব্যাংকগুলো আন্তঃব্যাংক বাজারে ১২১.৬০ টাকা থেকে ১২২.০২ টাকা দরে ডলার লেনদেন করেছে।কেন্দ্রীয় ব্যাংকের আরেকজন নীতি নির্ধারণী কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক যখন ডলারের রেট সরাসরি নির্ধারণ করতো, তখন একটি নির্দিষ্ট দরে ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনত। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নেওয়া ঋণের শর্তানুযায়ী, মে মাসের মাঝামাঝি সময়ে বাজারভিত্তিক বিনিময় হার চালু করা হয়।এই ঋণের আলোচনার সময় কেন্দ্রীয় ব্যাংক আইএমএফকে আশ্বস্ত করেছিল, তারা আগের মতো আর সরাসরি বাজারে হস্তক্ষেপ করবে না, কখনও বাজার থেকে ডলার কেনার প্রয়োজন হলে মার্কেট রেটেই কিনবে। সে অনুযায়ীই বর্তমানে বাজার থেকে ডলার কেনার ক্ষেত্রে নিলামের আয়োজন করছে কেন্দ্রীয় ব্যাংক।অর্থনীতিবিদরা বলছেন, গত এক বছরের বেশি সময় ধরে স্থিতিশীল ছিল ডলারের বাজার। লেনদেন হয়েছে ১২১ থেকে ১২২ টাকার মধ্যে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বাজারভিত্তিক করা হয় ডলারের দাম। এরপর কিছুটা বাড়তে থাকে বিনিময় মূল্য। লেনদেন হয় সর্বোচ্চ ১২২ টাকা ৯৫ পয়সায়। তবে জুনের মাঝামাঝি থেকেই কমতে থাকে দাম। ১৪ জুলাই দাম কমে দাঁড়ায় ১১৯ টাকা ৫০ পয়সায়। মূলত রফতানি ও রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধিতে যোগান বাড়ে ডলারের। এর সাথে যোগ হয় ৫ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ। ফলে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ৩২ বিলিয়ন ডলারে। কমে আসে বৈদেশিক লেনদেনের ঘাটতিও। যার প্রভাব পড়ে বিনিময় মূল্যে।মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রপ্তানি বেড়েছে, অন্যদিকে আমদানির কিন্তু চাপ কমে গেছে। ক্যাপিটাল আমদানি প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কমে গেছে। হুন্ডির একটা চাহিদা ছিল, মানে বৈদেশিক মুদ্রার একটা ডিমান্ড ছিল বাইরে, সেটা কিন্তু এখন আর নেই। পেমেন্টের জন্য বৈদেশিক মুদ্রার যে চাপ তা অনেকটাই বলতে গেলে নাই। তাই বাজার এখন স্থিতিশীল। বাজারে তারল্য আসায় দাম পড়ে গেছে।ভোরের আকাশ/এসএইচ