রাজনীতিতেও মেধাবীদের যুক্ত করতে চাই: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির প্রতিটি ক্ষেত্রে মেধাবীদের যুক্ত করতে চায় বিএনপি। যারা দেশ ও জাতি গঠনে দূরদর্শী চিন্তা করবে, তারাই দেশের প্রকৃত সম্পদ।রবিবার রাজধানীর কুরিলের যমুনা ফিউচার পার্কের অডিটোরিয়ামে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খেলাধুলাকে দলীয়করণ ও রাজনীতিকরণের বাইরে রাখার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশের স্বাস্থ্য ও আত্মরক্ষায় ক্যারাটে প্রতিযোগিতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফুটবল, ক্রিকেট, হকি এবং অন্যান্য খেলাধুলার সামগ্রিক উন্নয়নেও বিএনপি কাজ করবে।”তিনি জানান, ভবিষ্যতে উপজেলা পর্যায়ে পর্যাপ্ত খেলার মাঠ, ইনডোর ও আউটডোর গেমসের সুযোগ সৃষ্টি এবং প্রতিটি উপজেলায় অন্তত একটি জিমনেশিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এতে করে উপজেলা পর্যায় থেকেই অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় পর্যায়ে উঠে আসবে।সালাহউদ্দিন আহমদ আরও বলেন, খেলাধুলায় অংশগ্রহণ তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি অপরাধপ্রবণতা হ্রাসে সহায়তা করে। যেখানে বেশি খেলার মাঠ ও গ্রন্থাগার থাকে, সেখানে অপরাধের হার তুলনামূলকভাবে কমে।তিনি বলেন, দেশে খেলার মাঠ কমে যাচ্ছে। সুযোগ পেলে এগুলো ফিরিয়ে আনা হবে। একইসঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি গ্রন্থাগার প্রতিষ্ঠার মাধ্যমে জাতিগঠন ও জাতীয় চরিত্র বিকাশেও কাজ করতে হবে।ভোরের আকাশ // হ.র
২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:০১ এএম
পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে: সালাহউদ্দিন
কিছু আসন বেশি পাওয়ার লোভে কেউ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন চাইলে জাতীয় জীবনের জন্য ভয়ংকর পরিণতি নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের নিজ বাসায় সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।মাঠের জবাব মাঠে দেয়া হবে হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চ, নিম্ন সবক্ষেত্রেই আমরা পিআর পদ্ধতির বিপক্ষে। তারা ইশতেহার নিয়ে জনগণের কাছে যাক, ম্যান্ডেট নিয়ে তারা তাদের ভাবনা বাস্তবায়ন করুক। নির্বাহী আদেশে নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞার বিষয়টি সমাধান হোক।তিনি বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ংকর চর্চায় রূপ নিবে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কাদের নিয়ে হবে? এটার উদ্দেশ্য এমন হতে পারে যে, নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরও দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। ভোরের আকাশ/এসএইচ
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪২ পিএম
সংবিধানের ওপরে সনদকে স্থান দেওয়া যাবে না: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন সংসদের বাইরে হতে পারে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা মনে করি, সংবিধানের ওপরে সনদকে স্থান দেওয়া যাবে না। সংবিধানের সংশোধনী আনার জন্য এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা আইনি পন্থার বাইরে গিয়ে সনদ বাস্তবায়ন চায় না বিএনপি।রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি।বক্তব্যের শুরুতেই সালাহউদ্দিন আহমদ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যেই সবকিছু সমাপ্ত হওয়ার কথা ছিল। ঐক্যমত কমিশনের কাজও শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়- যদি এর কোনো আইনি ভিত্তি না থাকে তবে তারা এই সনদে স্বাক্ষর করতে পারব কি না চিন্তা করতে হবে। তখন আমরা বলেছি, আসুন আলোচনা করি- কীভাবে এটিকে আইনি ভিত্তি দেওয়া যায়। পরবর্তীতে আলোচনা শুরু হলো। তার আগেই বিশেষজ্ঞ মতামত নেয়া হয়েছে।তিনি বলেন, তবে যদি প্রশ্ন আসে- গ্যারান্টি কোথায়? সেজন্যই আমরা বলেছি আইনি ভিত্তি থাকা দরকার। চাইলে অ্যাপিলেট ডিভিশনের পরামর্শ নেয়া যেতে পারে। ভবিষ্যতে চ্যালেঞ্জ হলেও বলা যাবে- বিচার বিভাগের পরামর্শ নেয়া হয়েছিল।তিনি আরও বলেন, আমরা শুধু চাই- অনিশ্চয়তা কেটে যাক। সংস্কার, বিচার ও নির্বাচন- এগুলোকে কখনোই একে অপরের সঙ্গে শর্তসাপেক্ষ করা যাবে না। সংস্কার চলমান প্রক্রিয়া, বিচারও চলবে। অবিচারের শিকার আমরা সবচেয়ে বেশি হয়েছি। কিন্তু নির্বাচনের সঙ্গে এসবকে যুক্ত করলে সেটা জাতির জন্য ক্ষতিকর হবে।ভোরের আকাশ/এসএইচ
১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৪ পিএম
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে উঠানো হয়েছে। এখন সাংবিধানিক আইনি কাঠামোয় রূপ দেওয়া প্রয়োজন।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে উঠানো হয়েছে। এখন সাংবিধানিক আইনি কাঠামোয় রূপ দেয়া প্রয়োজন। জনগণ ও ’২৪-এর গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্য প্রয়োজন। সেই সুযোগ দিয়েছে জুলাই আন্দোলন। নানাবিধ মতভেদ থাকলেও এই শক্তি সমুন্নত রাখতে হবে’ যোগ করেন বিএনপির এ নেতা।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার যারা এখনই চাচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন!ভোরের আকাশ/এসএইচ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৪ পিএম
রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি আসবে না: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে জাতীর আশা-আকাঙ্খা পূরণ হবে। রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি ফিরে আসবে না বলে উল্লেখ করেন তিনি।রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় একথা বলেন তিনি।বিএনপির এই নেতা বলেন, ২০২৬’র ফেব্রুয়ারির রমজানের এক সপ্তাহ আগে অথবা তারও আগে নির্বাচন হতে পারে। এ পথে যারা কাঁটা বিছানোর চেষ্টা করছে বা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের সকলের প্রতি নসিহত, দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।তিনি আরও বলেন, অতিশিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হয়ে যাবে। বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে তিনি দেশে আসলে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণা নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে সারাদেশে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে সেদিন অবস্বরণীয় ঐতিহাসিক ঘটনা হবে বলেও উল্লেখ করেন তিনি।ভোরের আকাশ/এসএইচ
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫১ পিএম
ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন আহমদ
বাংলাদেশে ফ্যাসিবাদ বা স্বৈরাচারী রাজনীতির পুনরুত্থান ঠেকাতে হলে সুস্থ রাজনৈতিক চর্চা ও আদর্শভিত্তিক রাজনীতি গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।শনিবার (৬ সেপ্টেম্বর) ধানমন্ডি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।সালাহউদ্দিন বলেন, "আমরা যদি গণতান্ত্রিক সংস্কৃতি লালন করি এবং ভালো রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনোদিন স্বৈরাচার বা ফ্যাসিবাদের সুযোগ সৃষ্টি হবে না।"তিনি আরও বলেন, রাজনীতিতে গণতান্ত্রিক আচরণের চর্চা মানে হলো—নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা, কর্মসূচি পালনে বাধা না দেওয়া, জবরদস্তিমূলক মনোভাব পরিহার করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও পরিবর্তনের ছাপ রাখা।বিএনপির এই নেতা মনে করেন, গুণগত রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রয়োজন ভালো আদর্শ উপস্থাপন এবং সঠিক রাজনৈতিক সংস্কৃতি চর্চা। তাহলেই অতীতের ফ্যাসিবাদী ধারা চিরতরে বিলীন হবে।অনুষ্ঠানে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/হ.র
০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৬ পিএম
নির্বাচনি রোডম্যাপ নিয়ে সংশয় থাকলে আসুন আলোচনা করি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনি রোডম্যাপকে কেন্দ্র করে অযথা বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, এ নিয়ে যদি কারও সংশয় থাকে তবে আলোচনার মাধ্যমে সমাধানে আসা যেতে পারে। তবে জাতীয় ঐক্যে কোনো ফাটল ধরতে দেওয়া যাবে না।শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার পর এক শ্রেণির রাজনৈতিক মহল তা প্রত্যাখ্যান করে নানা ষড়যন্ত্র শুরু করেছে। অথচ গণতন্ত্রে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই জনগণের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।গুম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ২০০৯ সালের পর থেকে দেশে প্রায় ১ হাজার ৮৫০ জন গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৩৫০ জন এখনো ফিরে আসেননি। তার দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় আঁকড়ে ধরতেই এসব ঘটনা ঘটিয়েছে।তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে গুম-গুমনের মতো অপসংস্কৃতি বন্ধ করা হবে। যাতে কাউকে আর স্বজনের ছবি হাতে নিয়ে পথে নামতে না হয়।ভোরের আকাশ/হ.র
২৯ আগস্ট ২০২৫ ০৮:১৫ পিএম
নির্বাচন বয়কটকারীরা মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই ভবিষ্যৎ রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।মঙ্গলবার (২৬ আগস্ট) দেশের সমসাময়িক বিষয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমকে একথা বলেন তিনি।সালাহউদ্দিন বলেন, জুলাই সনদের অঙ্গীকার নামার কিছু বিষয় অযৌক্তিক মনে করে বিএনপি। বিকল্প প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেয়া হবে। সংবিধানের ওপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা তার।তিনি বলেন, কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে।পিআর বা গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল এটি মাঠ গরম করার জন্য এসব বক্তব্য বলেও উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, যারাই এর বিপক্ষে কথা বলবে, তারাই মাইনাস হয়ে যাবে।ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো সঙ্কা নেই। তবে দু একটি দল বিভ্রান্তির চেষ্টা করছে; এটি তাদের কৌশল হতে পারে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা বিএনপির আর রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারের নির্বাচন বলেও জানান তিনি।ভোরের আকাশ/এসএইচ
২৬ আগস্ট ২০২৫ ১০:৩৩ পিএম
যারা পিআর চান তাদের উদ্দেশ্য ভিন্ন: সালাহউদ্দিন আহমদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব শেষ হয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার প্রমাণ উঠে এসেছে বলে দাবি করেন তিনি।শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আরও বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, বরং সন্ত্রাসী সংগঠন। এজন্যই তাদের সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা হয়েছে।তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশকে গণতন্ত্রবিহীন রাষ্ট্রে পরিণত করেছেন এবং পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার মাধ্যমে প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের প্রতিনিধি নন।পিআর ইস্যুতে ইঙ্গিত করে সালাহউদ্দিন বলেন, “যারা পিআর চান, তাদের উদ্দেশ্য ভিন্ন। আসুন সবাই মিলে বসি, কার কী দাবি আছে শুনি।”বিএনপির এই নেতা আরও বলেন, দেশে এখন কার্যত কারাগারের পরিবেশ বিরাজ করছে। স্বাধীনতার ৫৪ বছর পরও গণতন্ত্র বিকশিত হয়নি। ভুয়া নির্বাচনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। তবে আগামীর নির্বাচন হবে নজিরবিহীন—মানুষ যাকে ভোট দেবে, তিনিই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন।তিনি দাবি করেন, জনগণ দীর্ঘ ১৬ বছর ধরে রক্ত দিয়ে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালাচ্ছে। আগামী নির্বাচনেই তরুণদের প্রত্যাশিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি ভূমিকা রাখবে।চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন—চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সাবেক নেতা আবু সুফিয়ান, মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়জীসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ভোরের আকাশ/হ.র
২৩ আগস্ট ২০২৫ ১১:০৪ পিএম
জুলাই সনদ চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে। দলীয় ফোরামে চূড়ান্ত খসড়াটি পর্যালোচনা করে আনুষ্ঠানিক মতামত জানাবে বিএনপি। রোববার (১৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমেদ বলেন, সনদে কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। পর্যালোচনা করে ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি।জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য জুলাই সনদের চূড়ান্ত খসড়া শনিবার দলগুলোকে পাঠানো হয়। এতে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের প্রস্তাবগুলো তুলে ধরা হয়েছে।খসড়ায় বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে। তবে সব দল সব প্রস্তাবে সম্মত হয়নি, কিছু দল কিছু সুপারিশে আপত্তি জানিয়েছে।ভোরের আকাশ/এসএইচ
১৭ আগস্ট ২০২৫ ০৭:১৯ পিএম
যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন
যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে।তিনি বলেন, যারা নির্বাচন বিলম্বের জন্য ভিন্ন ধরনের কথা বলছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেশের জনগণ। যারা ভিন্ন রকম যুক্তি তুলে গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় দোয়া মাহফিলে যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবও বক্তব্য রাখেন।দোয়া মাহফিলে যুব দলের রেজাউল কবির পল, বেলাল হোসেন তারেক, মহানগরের খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, রবিউল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ