নারী বিশ্বকাপেও কি ‘হ্যান্ডশেক’ বিতর্ক রাখবে ভারত!
সদ্যসমাপ্ত এশিয়া কাপে ভারত ও পাকিস্তান ফাইনাল-পরবর্তী ঘটনাপ্রবাহ কি নারী ওয়ানডে বিশ্বকাপেও প্রভাব ফেলবে? ৫ অক্টোবর কলম্বোয় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান নারী ক্রিকেট দল। হরমনপ্রীত কৌর কি সেদিন হ্যান্ডশেক করবেন ফাতিমা সানার সঙ্গে? নারী বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য ভারতে দল পাঠাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফাতিমারা তাদের সব ম্যাচ খেলবেন শ্রীলংকায়। এশিয়া কাপের উত্তাপের পর ভারত-পাকিস্তান ক্রিকেট উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ হয়েছে। পেহেলগাম-কাণ্ডের প্রতিবাদে এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের ‘বয়কট’ করেন সূর্যকুমার যাদবরা। সালমান আগাদের সঙ্গে কথা বলেননি। রীতি মেনে টসের সময় বা খেলার পর হ্যান্ডশেকও করেননি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করেন তারা।সূর্যকুমারদের আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল সুর চড়িয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের নারী দলের পাশে থাকা উচিত। বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলা উচিত হবে না। আমাদেরও কঠোর অবস্থান নেওয়া দরকার।’ এশিয়া কাপে হরমনপ্রীতদের ওপর যে চাপ থাকবে, তা মেনে নিয়েছেন ভারতের সাবেক নারী ক্রিকেটার শোভা পন্ডিতও। তিনি বলেছেন, ‘সংঘাতপূর্ণ পরিস্থিতি নিঃসন্দেহে খেলার বাইরেও ক্রিকেটারদের চাপে রাখবে। তবে এ পরিস্থিতিতে আমি আমাদের দলের সঙ্গেই থাকব। চাইব হরমনপ্রীতরাও যেন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করে। ওদের কাউকে জড়িয়ে ধরার দরকার নেই। ওদের সঙ্গে কথা বলারও প্রয়োজন নেই।’ আর এক সাবেক ক্রিকেটার সন্ধ্যা আগরওয়াল বলেন, ‘হরমনপ্রীতদের উচিত পুরুষদের দলকে অনুসরণ করা। সূর্যকুমার যেমন আচরণ করেছে, হরমনপ্রীতেরও তেমনই করা উচিত। কাউকে অসম্মান করার প্রয়োজন নেই। গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। উপেক্ষাই জবাব হোক।’ভোরের আকাশ/মো.আ.
০১ অক্টোবর ২০২৫ ১১:৫৩ এএম
নারী বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান
আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়কের দায়িত্বে থাকছেন অলরাউন্ডার ফাতিমা সানা, যিনি প্রথমবারের মতো বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব দেবেন।চলতি বছরের শুরুতে লাহোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে অধিনায়কত্ব করেছিলেন ফাতিমা। এবার তার ওপরই আস্থা রাখছে নির্বাচক প্যানেল। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে দলটি। সিরিজটি মাঠে গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।প্রস্তুতি সিরিজে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররাই অংশ নেবেন। স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য টি-টোয়েন্টি অভিষেক হওয়া ডানহাতি ব্যাটার আয়মান ফাতিমাও। আয়ারল্যান্ড সিরিজে অভিষেকের পর এবারই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলবেন এই তরুণ ক্রিকেটার।বিশ্বকাপের আয়োজক ভারত হলেও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান দলের সব গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করা হবে শ্রীলঙ্কার কলম্বোতে। প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হবে সব ম্যাচ।যদি পাকিস্তান সেমিফাইনাল (২৯ অক্টোবর) ও ফাইনালে (২ নভেম্বর) ওঠে, সেগুলোও হবে একই ভেন্যুতে। সফর ও সূচি নিয়ে বিস্তারিত পরে জানাবে পিসিবি।পাকিস্তান নারী দলের স্কোয়াড- ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলী সিদ্দিকী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ,আয়মান ফাতিমা, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামিম, সদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নবীজ (উইকেটকিপার), সায়েদা আরুব শাহ।ভোরের আকাশ/তা.কা