প্রথম এক ঘণ্টা যেন টটেনহামের উৎসবের মঞ্চ। ইতালির উদিনেতে বুধবার (১৩ আগস্ট) রাতে ইউরোপের দুই শিরোপাধারীর লড়াইয়ের শুরুতে ইংলিশদের দাপটে খুঁজেই পাওয়া যাচ্ছিল না ফরাসি জায়ান্ট পিএসজিকে। তবে শেষ মুহূর্তে ম্যাচে নাটকীয় মোড়—দুই গোল শোধ করে ম্যাচ টেনে নিল টাইব্রেকারে, সেখানেই বাজিমাত করল লুইস এনরিকের দল।ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল টটেনহাম।মনে হচ্ছিল, তিন মাসের মধ্যে দ্বিতীয় ট্রফি হাতে তুলতে যাচ্ছেন রোমেরোরা। কিন্তু ৮৫তম মিনিটে লি কাং-ইন ব্যবধান কমান, আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে হেডে সমতা ফেরান গঞ্জালো রামোস। সুপার লিগে অতিরিক্ত সময় না থাকায় নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে।পেনাল্টি শুটআউটে পিএসজির প্রথম শট ভিতিনিয়া পোস্টে লাগালেও পরের চার শটে কেউ ভুল করেনি।টটেনহ্যামের পক্ষে মিকি ফন দে ফেনের শট ঠেকান পিএসজির নতুন গোলরক্ষক লুকাস শেভালিয়ে, আর মাথিয়াস তেলের শট যায় বাইরে। ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেই প্রথমবারের মতো উয়েফা সুপার কাপ জিতে ইতিহাস গড়ল পিএসজি।টটেনহামের দুই গোলই আসে ডিফেন্ডারদের থেকে। ৩৯ মিনিটে জোয়াও পালিনিয়ার ভলির রিবাউন্ড থেকে গোল করেন ফন দে ফেন।বিরতির পর ফ্রি-কিক থেকে পেদ্রো পারোর ক্রসে হেডে জালের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি।পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল পিএসজি, কিন্তু প্রথমার্ধে একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের নৈপুণ্যে বদলে যায় চিত্র। আক্রমণে তীব্রতা বাড়ে, আর শেষ মুহূর্তের দুই গোলেই ম্যাচে ফিরে আসে ফরাসি চ্যাম্পিয়নরা।মৌসুমের শুরুতে এক ম্যাচের এই মর্যাদার লড়াই সাধারণত হয় আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে। মে মাসে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল পিএসজি। একই মাসে ১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ জেতে টটেনহাম।সন হিউং-মিনের বিদায়ের পর প্রথম ম্যাচেই অধিনায়কত্ব পেয়েছিলেন রোমেরো। কোচ টমাস ফ্র্যাঙ্কের অধীনে এটিই ছিল টটেনহামের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। ট্রফির ছোঁয়ায় তা রাঙানো হলো না।এদিকে অল্পের জন্য এক মাসের মধ্যে ইংলিশ ক্লাবের বিপক্ষে আরেকটি ফাইনালে হার এড়াল পিএসজি। গত মাসে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে ৩-০ গোলে হেরেছিল তারা। এবার কিন্তু শেষ হাসি তাদেরই।ভোরের আকাশ/মো.আ.
১৪ আগস্ট ২০২৫ ১০:১০ এএম
ইতালির উপকূলে নৌকা ডুবে ২৬ অভিবাসীর মৃত্যু
ইতালির দক্ষিণ উপকূল লাম্পেদুসার কাছে দুটি নৌকা ডুবে অন্তত ২৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এতে আরও ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি।বুধবার (১৩ আগস্ট) লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় এ দুর্ঘটনা ঘটে বলে ইতালীর কোস্টগার্ড ও জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে। লাম্পেদুসার মেয়র ফিলিপ্পো মাননিনো ও ইতালির কোস্টগার্ড জানিয়েছে, ভোরের দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এখনও নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, প্রায় একশর কাছাকাছি অভিবাসী নৌকাটিতে ছিলেন। বুধবার এটি ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ৯২ থেকে ৯৭ জন অভিবাসী লিবিয়া থেকে যাত্রা করেছিলেন দুটি নৌকায়। বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সব যাত্রীকে অপর একটি ফাইবারগ্লাসের নৌকায় স্থানান্তর করা হয়। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সেই নৌকাটি ডুবে যায়।জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের ইতালিস্থ মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো জানান, উদ্ধারকৃত ৬০ জনকে লাম্পেদুসার একটি অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।এ ঘটনার পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন, আজকের এই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, শুধুমাত্র উদ্ধার অভিযান যথেষ্ট নয়। মূল সমস্যা মোকাবিলার জন্য আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।তিনি জানান, তার সরকার মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এ ছাড়া অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।ভোরের আকাশ/মো.আ.
১৪ আগস্ট ২০২৫ ০৯:২০ এএম
ইতালির ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
সড়কে ছুটছিল গাড়ি, ঠিক সে সময়ই আচমকাই মুখ থুবড়ে পড়ে ছোট আকারের একটি উড়োজাহাজ এবং সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবারের ওই দুর্ঘটনায় বিমানের চালক এবং তার সঙ্গিনী, অর্থাৎ একমাত্র যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়ার পথে আহত হয়েছেন দুটি গাড়ির চালকও। তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।মঙ্গলবার (২২ জুলাই) সকালে ব্যস্ত সেই হাইওয়েতে প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে ইতালির একটি ফ্রেসিয়া আরজি আল্ট্রালাইট উড়োজাহাজ। ভিডিয়োতে দেখা গেছে যে রাস্তায় ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে গেছে।বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বিমানের চালক সার্জিও রাভাগলিয়া (৭৫) এবং তার বান্ধবী অ্যান মারি ডি স্টেফানো’র (৬০)। সার্জিও পেশায় আইনজীবী এবং শৌখিন পাইলট ছিলেন। তিনি এবং অ্যান উভয়েই লম্বার্দির রাজধানী শহর মিলানের বাসিন্দা ছিলেন।সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সড়কে বিমানটিকে জরুরিকালীন অবতরণ করানোর চেষ্টা করছিলেন পাইলট। কিন্তু তার পরিবর্তে বিমানটি ভেঙে পড়ে রাস্তায়।ভিডিয়োতে দেখা গিয়েছে, দুর্ঘটনার মুহূর্তে জ্বলন্ত বিমানটির পাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে যাওয়া কয়েকটি গাড়ি। সেগুলোর মধ্যে দুটি গাড়ির চালক আহত হয়েছেন। বিমান ভেঙে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলবাহিনী। যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে বিমানটি। ব্রেসিয়া শহরের পাবলিক প্রসিকিউটর দপ্তর এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিমানটির রক্ষণাবেক্ষণের নথি খতিয়ে দেখা হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
২৬ জুলাই ২০২৫ ০৩:২৯ পিএম
ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন ৩০ আগস্ট
দুই দিনের সফরে আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার সফরে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। সোমবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ তথ্য।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইতালির প্রধানমন্ত্রী আগামী ৩০ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এটি হবে ইউরোপের কোনো দেশের শীর্ষ নেতৃত্বের প্রথম ঢাকা সফর। তিনি ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।সংশ্লিষ্টরা জানান, ইতালির প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফর নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি আসতে পারে। এ ছাড়া, ইতালির প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতালির ক্ষমতায় আসেন জর্জিয়া মেলোনির সরকার। এ বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বৈধ ও নিয়মিত অভিবাসন নিয়ে ‘মাইগ্রেশান অ্যান্ড মবিলিটি’ একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।প্রসঙ্গত, ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। ওই সফর ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। এখন ইতালির দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে আসবেন জর্জিয়া মেলোনি।ভোরের আকাশ/এসএইচ
২১ জুলাই ২০২৫ ১১:৫৯ এএম
ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস
রাজধানীর গুলশানে প্রায় ১০ বছর আগে ইতালির নাগরিক এবং নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় অভিযুক্ত বাকি চারজনকে খালাস দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল।খালাসপ্রাপ্তরা হলেন- বিএনপি নেতা এম এ কাইয়ুম, তার ভাই আবদুল মতিন, শাখাওয়াত হোসেন ও সোহেল।তাবেলা সিজার হত্যা মামলায় আসামিদের মধ্যে তামজিদ আহমেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল, মতিন ও শাখাওয়াত আদালতে বিভিন্ন সময়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন। মামলার চার্জশিটভুক্ত আসামি কাইয়ুম ও সোহেল বিচার চলাকালে পলাতক ছিলেন। মতিন জামিনে ছিলেন, আর বাকি চার আসামি ছিলেন কারাগারে। রায় ঘোষণার দিন বৃহস্পতিবার তাদের সবাইকে আদালতে হাজির করা হয়।তাবেলা সিজার হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান ৯০ নম্বর সড়কের পশ্চিম প্রান্তে, গুলশান অ্যাভিনিউ সংলগ্ন গভর্নর হাউজের দক্ষিণ পাশের ফুটপাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। তিনি ছিলেন ইতালির নাগরিক এবং নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডির কর্মকর্তা।স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইটে দাবি করা হয়, ইসলামিক স্টেট (আইএস) এই হত্যার দায় স্বীকার করেছে। ঘটনার পর নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশনের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন দার বিক গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়।এরপর তদন্ত শেষে ২০১৬ সালের ২৮ জুন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (ডিবি) পরিদর্শক গোলাম রাব্বানী বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরে একই বছরের ২৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করেন তৎকালীন মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।চার্জশিটে উল্লেখ করা হয়, এই হামলার মূল উদ্দেশ্য ছিল একজন শ্বেতাঙ্গ নাগরিককে হত্যা করে দেশ-বিদেশে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।ভোরের আকাশ/আজাসা
০৩ জুলাই ২০২৫ ০৩:২৮ পিএম
ইইউর বাইরের দেশে নতুন ৫ লাখ কর্মভিসা দেবে ইতালি
শ্রমিক সংকট মোকাবিলায় বৈধ অভিবাসনের সুযোগ বাড়াতে বড় পরিসরে কর্মভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে মোট প্রায় ৫ লাখ কর্মভিসা দেবে দেশটি। খবর রয়টার্সের।সোমবার (৩০ জুন) ইতালির মন্ত্রিসভা এক বিবৃতিতে জানায়, ২০২৬ সালে প্রথম দফায় দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা। পরবর্তী দুই বছরে আরও ধাপে ধাপে ভিসা দেওয়া হবে, যার সংখ্যা দাঁড়াবে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনে।ডানপন্থী জোটের নেত্রী ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে এ নিয়ে দ্বিতীয়বার বড় পরিসরে বৈধ অভিবাসনের দ্বার খুলল ইতালি। এর আগে তার সরকার ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়কালে অভিবাসীদের জন্য সাড়ে চার লাখেরও বেশি পারমিট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল।তবে বৈধপথে শ্রমিক আনার উদ্যোগের পাশাপাশি প্রধানমন্ত্রী মেলোনি সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। শরণার্থী পুনর্বাসন দ্রুত সম্পন্ন করা এবং ভূমধ্যসাগরে উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী এনজিওগুলোর কর্মকাণ্ড সীমিত করার পদক্ষেপ নিয়েছে প্রশাসন।মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন শ্রম ও শিল্প খাতের চাহিদা এবং পূর্ববর্তী প্রকৃত আবেদন যাচাই করে নতুন ভিসা কোটার সংখ্যা নির্ধারণ করা হয়েছে, যাতে বাস্তবমুখীভাবে শ্রমবাজারে প্রয়োজনীয়তা পূরণ করা যায়।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ইতালিতে জন্মের তুলনায় ২ লাখ ৮১ হাজার বেশি মানুষ মারা গেছে, যার ফলে দেশের মোট জনসংখ্যা ৩৭ হাজার কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজারে। জন্মহার কমে যাওয়ায় বিগত এক দশক ধরেই ইতালির জনসংখ্যা হ্রাস পাচ্ছে।সরকারের এ উদ্যোগকে ইতালির কৃষিভিত্তিক সংগঠন কোলদিরেত্তি স্বাগত জানিয়ে বলেছে, এটি মাঠপর্যায়ে শ্রমিকের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি খাদ্য উৎপাদনেও ইতিবাচক প্রভাব ফেলবে।স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি রোববার এক সাক্ষাৎকারে বলেন, 'বৈধ অভিবাসনের পথ খোলা রাখতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাবে। এটি আমাদের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের জন্য সুফল বয়ে আনবে।'ভোরের আকাশ/জাআ
০১ জুলাই ২০২৫ ১২:৩৩ পিএম
ইতালির নতুন কোচ গাত্তুসো
শেষ দুই ফিফা বিশ্বকাপের টিকিট পায়নি ইতালি। তাই আসন্ন ২০২৬ বিশ্বকাপকে পাখির চোখ করছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যে নিজেদেরই কিংবদন্তি ডিফেন্ডার জেনারো গাত্তুসোর কাঁধে জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে যাচ্ছে ইতালি। এমনটাই জানিয়েছেন ইতালি দলের ম্যানেজার জিয়ানলুইজি বুফন। ফ্রান্সকে টাইব্রেকারে ৬-৪ গোলে হারিয়ে ২০০৬-এ শেষবার বিশ্বকাপ ঘরে তোলে ইতালিয়ানরা। সেবার বিশ্বচ্যাম্পিয়ন তকমা কুড়াতে অনবদ্য ভূমিকা রাখেন বুফন, গাত্তুসো দু’জনই।২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালি এবারের বাছাইপর্বেও নিজেদের তেমনভাবে মেলে ধরতে পারছে না। শুরুতেই নরওয়ের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি। পরের ম্যাচে মালডোভাকে ২-০ গোলে হারায় ইতালিয়ানরা। আরও একটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকার শঙ্কায় বরখাস্ত করা হয় কোচ লুসিয়ানো স্পালেত্তিকে।শনিবার অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘রাই’কে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সাবেক সতীর্থের হাতে দলের দায়িত্ব তুলে দেয়ার কথা জানান বুফন।ইতালির এই কিংবদন্তি গোলকিপার বলেন, আমরা কাজ সম্পন্ন করেছি, এখন শুধু চূড়ান্ত কিছু বিষয়ের অপেক্ষা। সভাপতি ও পুরো ফেডারেশন ব্যস্ত সময় কাটিয়েছে। তবে আমি মনে করি, শেষ পর্যন্ত আমরা সেরা সিদ্ধান্তই নিয়েছি। যদিও স্পালেত্তিকে বরখাস্তের পর ইতালির প্রথম পছন্দের ছিলেন ক্লদিও রানিয়েরি। কিন্তু ইতিমধ্যে এই ৭৩ বছর বয়সী ইতালিয়ান কোচ স্বদেশি ক্লাব রোমার বিশেষ পরামর্শক হিসেবে দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কোচিং থেকে অবসর নেয়ারও ঘোষণা দিয়েছেন।২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর বুটজোড়া তুলে রাখা জেনারো গাত্তুসোর কোচিং অধ্যায় শুরু হয় তিন বছর পর, সুইস ক্লাব সিয়নের প্লেয়ার-কোচ হিসেবে। সেখানে তার স্থায়িত্বকাল ছিল স্রেফ ১ মাস ও ৩ ম্যাচ। কোচ গাত্তুসর একমাত্র ট্রফি আসে ২০২০-এ, নাপোলিকে ইতালিয়ান কাপ জেতানোর মাধ্যমে। ইতালির পরবর্তী মিশন ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের দু’টি ম্যাচ। আগামী ৫ই সেপ্টেম্বর এস্তোনিয়ার বিপক্ষে ও ৮ই সেপ্টেম্বর ইসরাইলের বিপক্ষে ম্যাচ দুটিতে মাঠে নামবে আজ্জুরিরা। ভোরের আকাশ/এসএইচ
১৫ জুন ২০২৫ ০৫:০৭ পিএম
ইতালিতে বাংলাদেশিসহ ২৫ লাখ প্রবাসীর জন্য দুঃসংবাদ
ইতালিতে নাগরিকত্ব আইনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দিনব্যাপী এক গণভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু, মাত্র ৩০ শতাংশ ভোটার উপস্থিতির কারণে বাতিল হয়ে গেছে বহুল প্রত্যাশিত এ আয়োজন।সোমবার (৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের সময়সীমা ১০ বছরের পরিবর্তে ৫ বছরে নামানোর প্রস্তাব, শ্রমিকদের কর্মসংস্থানে সুরক্ষা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির বিধানের লক্ষ্যে আদালতের নির্দেশে এ গণভোটের আয়োজন করা হয়েছিল। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী শতকরা ৫০ ভাগের বেশি ভোটার ভোট দিলে সেই নির্বাচন বৈধ বলে গণ্য হয়। কিন্তু গুরুত্বপূর্ণ এ গণভোটে মতামত দিয়েছেন ইতালির মাত্র ৩০ দশমিক ৬ শতাংশ মানুষ।প্রয়োজনীয় ভোটার উপস্থিতি না হওয়ায় দেশটিতে বসবাসকারী প্রায় ২৫ লাখ বিদেশির ভাগ্যে দ্রুত নাগরিকত্ব লাভের ইচ্ছা অপূর্ণই থেকে গেল। ইতালির কট্টর ডানপন্থি জর্জিয়া মেলোনি সরকার এই প্রস্তাবের বিরুদ্ধে ছিল। বাংলাদেশিরা বলছেন, ডানপন্থি দলগুলোর বিদেশ বিরোধী প্রচারণার কারণেই এই দুঃখজনক ফল।ইতালির বামপন্থি ও মধ্যপন্থি রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং শীর্ষ স্থানীয় একটি শ্রমিক ইউনিয়ন সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে এই গণভোটের আয়োজনে রাজি করিয়েছিল।প্রস্তাবের সমর্থকদের মতে, এই সংস্কার দেশটিতে বসবাসকারী প্রায় ২৫ লাখ বিদেশি নাগরিককে উপকৃত করতো এবং ইতালির নাগরিকত্ব আইনকে জার্মানি ও ফ্রান্সসহ অন্যান্য অনেক ইউরোপীয় দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে পারতো। উল্লেখ্য, ১৯৭৪ থেকে ১৯৯৫ সালের মধ্যে সংস্কার সম্পর্কিত ৯টি গণভোট অনুষ্ঠিত হয় ইতালিতে যার মধ্যে ৮টিতেই ভোটার উপস্থিতি প্রয়োজনীয় কোটা পূরণ করে। কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৩৪ টি গণভোটের ৩০টিই বাতিল হয়ে যায় পর্যাপ্ত ভোটার উপস্থিতির অভাবে। ভোরের আকাশ/জাআ