বাবা দিবসে শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর হৃদয়ছোঁয়া পোস্ট
বিশ্ব বাবা দিবস উপলক্ষে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণ এক আবেগময় পরিবেশ তৈরি হয়েছে। তার দুই প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী, আলাদা আলাদাভাবে তাদের সন্তানদের সঙ্গে শাকিব খানের মুহূর্ত শেয়ার করেছেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে।রবিবার (১৫ জুন) সকালে অপু বিশ্বাস নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, শাকিব ও অপু দম্পতির সন্তান আব্রাহাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়ামে গান গাইছে, আর শাকিব মুগ্ধ হয়ে ছেলের গান শুনছেন। ক্যামেরার পেছন থেকে অপু ছেলেকে উৎসাহ দেন। ভিডিওতে শোনা যায় শাকিব বলছেন, “ভেরি গুড”, আর তার মুখে তখন এক গর্বিত পিতার হাসি। ক্যাপশনে অপু লেখেন, “বাবা শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। বাবা-ছেলের এই সম্পর্কটায় যেন কারও কুনজর না লাগে।”অপুর পোস্টের কিছুক্ষণ পরেই শবনম বুবলীও শেয়ার করেন আরেকটি পারিবারিক মুহূর্তের ভিডিও। সেখানে দেখা যায়, শাকিব খান এবং তাদের ছেলে শেহজাদ খান বীর একসঙ্গে খেলায় মেতে উঠেছেন। ঘুমঘুম চোখে বীর বাবার সঙ্গে দুষ্টুমি করছে। এক পর্যায়ে শাকিব জিজ্ঞেস করেন, “তোমার বাবা কে?” বীরের মিষ্টি জবাব মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে। পাশ থেকে বুবলী ছেলেকে বলেন, “বাবাকে পাপ্পা দাও তো।” চুমু আদান-প্রদানের মধ্য দিয়ে ফুটে ওঠে পারিবারিক উষ্ণতা। বুবলীর ক্যাপশন ছিল, “যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা তার সন্তানের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে। বাবা দিবসে সব বাবাকে জানাই শুভেচ্ছা।”এই দুই ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কেউ বলছেন, এটি পারিবারিক বন্ধনের এক উজ্জ্বল নিদর্শন, আবার কেউ দেখছেন ব্যক্তিগত জীবনের নীরব প্রতিযোগিতা।তবে নানা সম্পর্কের উত্থান-পতনের পরেও একজন বাবার দায়িত্বশীল ভূমিকা এবং সন্তানদের প্রতি শাকিব খানের ভালোবাসা ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে সাধারণ দর্শক ও অনুসারীদের কাছে।ভোরের আকাশ//হ.র
১৬ জুন ২০২৫ ০১:০৩ এএম
কেমন কাটল তারকাদের ঈদ?
বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদ উল আযহা, আর এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের তারকাদের মধ্যেও। প্রতিবারের মতো এবারও ঈদ উদযাপনে অংশ নিয়েছেন তারা, ভিন্ন রূপে ধরা দিয়েছেন নিজেদের। কারও কারও ঈদ কেটেছে একেবারেই বিশেষ!জয়া আহসানজয়া আহসান: জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের এবারের ঈদ ছিল একদমই ব্যতিক্রমী। কারণ, বহুদিন পর ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত কোনো সিনেমা। শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ নামে সিনেমাটি দেখার জন্য দর্শকরাও অনেকদিন থেকে মুখিয়ে ছিলেন। দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে ও মতবিনিময়ে হাজির হন তিনি প্রেক্ষাগৃহে। ঈদের আগে চাঁদরাতে লাবণ্যময়ী রূপে কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘চাঁদরাত’, সঙ্গে চাঁদের ইমোজিও জুড়ে দেন।অপু বিশ্বাসঅপু বিশ্বাস: সিনেমা থেকে কিছুটা দূরে থাকলেও মডেলিং নিয়ে ব্যস্ত আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঈদের দিন শাড়িতে ছবি শেয়ার করে জানান ঈদের শুভেচ্ছা। কোরবানির ঈদে সাধারণত তিনি ছাগল কোরবানি দেন, তবে এবার তেমন কিছু জানা যায়নি। এক ফেসবুক পোস্টে লেখেন, ‘ঈদের পবিত্রতা ছড়িয়ে যাক সবার হৃদয়ে। ঈদ মোবারক।’আজমেরি হক বাঁধনআজমেরি হক বাঁধন: নন্দিত অভিনেত্রী আজমেরি হক বাঁধন ঈদে ছিলেন ব্যস্ততমদের একজন। তার অভিনীত ‘এশা মার্ডার’ ছবি ছিল আলোচনায়। প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা, সংবাদমাধ্যমে কথা বলা এবং সবুজ পোশাকে ঈদের শুভেচ্ছা—সব মিলিয়ে বাঁধনের ঈদ কেটেছে কর্মমুখরভাবে।পূজা চেরিপূজা চেরি: চিত্রনায়িকা পূজা চেরির কাছেও এবারের ঈদটা ছিল বিশেষ। কারণ, মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘টগর’, যেখানে তিনি ‘জয়িতা’ চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদের বিপরীতে। চাঁদরাতে হাতে মেহেদিতে নিজের সিনেমার নাম ও চরিত্র লিখে সাজে ছবি পোস্ট করেন। ঈদের দিন শাড়ি পরা ছবিতে ভক্তদের শুভেচ্ছা জানান এই নায়িকা।তাসনিয়া ফারিণতাসনিয়া ফারিণ: টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দার নায়িকা তাসনিয়া ফারিণ। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ইনসাফ’, যেখানে তার বিপরীতে আছেন শরিফুল রাজ। শাড়িতে সেজে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ঈদ মোবারক সবাইকে, দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে ইনসাফের সঙ্গে।’ভোরের আকাশ/এসএইচ