আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫ ১০:৫৪ এএম
সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি, তিন ভারতীয় নিহত
পাকিস্তানে ভারতের ‘অপরাশেন সিঁদুর’ অভিযানের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে দুই দেশের সেনাদের মধ্যে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়, যাতে তিনজন বেসামরিক ভারতীয় নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। বুধবার (৭ মে) বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সকে ভারতীয় পুলিশ জানিয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণে দুই নারী আহত হয়েছেন। এছাড়া একই সূত্র সীমান্ত রেখার তিনটি জায়গায় ‘তীব্র গোলাবর্ষণের’ তথ্য জানিয়েছে। ভারতের মিসাইল হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। যারমধ্যে এক শিশুও রয়েছে। পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতীয় সেনাবাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছে, পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে আবারও পুঞ্চ-রাজৌরির ভিম্বার গলিতে গোলাবর্ষণ করেছে। এর জবাবে ভারতও উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
ভোরের আকাশ/এসএইচ