ট্রেনের ৩ জুনের টিকিট বিক্রি শুরু
আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই যাত্রায় চতুর্থ দিনের (৩ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু চলছে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
শনিবার (২৪ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয় এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।
কর্মপরিকল্পনার তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে, ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।২০২৪-২৫ অর্থবছরের ১১তম একনেক সভায় অনুমোদনের জন্য ১০টি প্রকল্প (নতুন ও সংশোধিত) নিয়ে আলোচনা হয়।এর মধ্যে রয়েছে- সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক ভবন নির্মাণ, ১৫টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সক্ষমতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিত), নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়), রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট: রি ইন্টিগ্রেশন অব রিটার্নিং মাইগ্রেন্টস(১ম সংশোধিত) প্রকল্প।ভোরের আকাশ/এসএইচ
চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৭৬৬ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। শনিবার (২৪ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, ১৪১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৬টি, সৌদি এয়ারলাইনসের ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।এতে বলা হয়, ১৪৭টি ফ্লাইটে ৫৬ হাজার ৭৬৬ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ১৮৩ হজযাত্রী রয়েছেন।আরও বলা হয়, চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ পুরুষ ও একজন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪ জন মক্কায় এবং ৫ জন মদিনায় ইন্তেকাল করেছেন।এরা হলেন, জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।ভোরের আকাশ/এসএইচ
কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে ভেসে এলো প্রায় ১০০ কেজি ওজনের একটি তিমি। প্রাণীটির দৈর্ঘ্য প্রায় ৮-১০ ফুট। এটি ‘বামন শুক্রাণু তিমি’ নামে পরিচিত । শুক্রবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সৈকতের পাথরে আটকা পড়ে তিমিটি । বিষয়টি নিশ্চিত করেছেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন। বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়, ইনানী সৈকতের পাথরে আটকা পড়ে প্রায় ১০০ কেজি ওজনের একটি তিমি। প্রথমে পর্যটকেরা তিমিটি নিয়ে ছবি তুলেন এবং পরবর্তীতে তিমিটি টেনে বালিয়াড়িতে আনার চেষ্টা করা হয়। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের লোকজন পৌঁছে পর্যটকদের বুঝানোর পর তিমিটি উদ্ধার করা হয়। দেখা গেছে তিমির মাথায় এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পাথর অথবা জেলেদের মাছ ধরার জালে আঘাতপ্রাপ্ত হয়েছে তিমিটি। বিচ কর্মী ও বন বিভাগের কর্মীরা বেশ কয়েকবার পানিতে ছেড়ে দেয়ার চেষ্টা করেও তাকে সাগরে ফেরানো যাচ্ছিলনা। পরে প্রায় ২ ঘণ্টা টানা চেষ্টা চালিয়ে তাকে গভীর সাগরে অবমুক্ত করা হয়েছে। ইনানী সৈকতের বীচ কর্মী বেলাল উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় তিমিটি সৈকতের পাথরে এসে আটকা পড়ে। পরে বনবিভাগে খবর দেয়া হলে স্থানীয় লোকজন, বীচকর্মী ও বনবিভাগ চেষ্টা চালিয়ে তিমিটি গভীর সাগরে অবমুক্ত করা হয়েছে। ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন বলেন, খবর পেয়ে দ্রুত টিম নিয়ে ইনানী সৈকতে আসি। প্রাথমিক অবস্থায় তিমির মাথায় ও পেটে আঘাতের চিহ্ন দেখা যায়। হয়তো পাথরে আঘাত পেয়েছে। এটি বামন শুক্রাণু তিমি, এর ওজন প্রায় ১০০ কেজি এবং দৈর্ঘ্য ৮-১০ ফুটের মতো হবে। তিমি প্রায় সময় সাগর উপকূলে চলে আসে। হয়তো কোনো কারণে এটি উপকূলে চলে এসেছে। এসব প্রাণী মূলত অল্প পানিতে সাঁতার কাটতে পারেনা। তাই তিমিটি বনবিভাগের কর্মীসহ বিচ কর্মীদের সহায়তায় রাত ৮টা ১৫ মিনিটের দিকে সাগরের গভীর পানিতে ছেড়ে দেয়া হয়েছে। পরে এটি গভীর সাগরে ফিরে যেতে দেখা গেছে। এই প্রজাতির তিমি বাংলাদেশে সর্বশেষ ২০২২ সালের দিকে কুয়াকাটা বিচে দেখা গিয়েছিল বলে জানান এই বনকর্মকর্তা। তথ্য অনুসন্ধানে জানা যায়, বামন শুক্রাণু তিমি (কড়মরধ ংরসধ) হল একটি শুক্রাণু তিমি যা বিশ্বব্যাপী নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমন্ডলীয় মহাসাগরে বাস করে, বিশেষ করে মহাদেশীয় তাক এবং ঢালে। প্রকৃতিবিদ স্যার ওয়াল্টার এলিয়টের চিত্রের উপর ভিত্তি করে জীববিজ্ঞানী রিচার্ড ওয়েন ১৮৬৬ সালে এটির প্রথম বর্ণনা দিয়েছিলেন । ১৮৭৮ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এই প্রজাতিটিকে পিগমি শুক্রাণু তিমি, এর সমার্থক হিসেবে বিবেচনা করা হত। বামন শুক্রাণু তিমি হল একটি ছোট তিমি । যার রঙ ধূসর, মাথা বর্গাকার, চোয়াল ছোট এবং দেহ শক্ত। এর চেহারা পিগমি শুক্রাণু তিমির মতো, যা মূলত শরীরের পৃষ্ঠীয় পাখনার অবস্থান দ্বারা আলাদা করা হয়। ভোরের আকাশ/আজাসা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকের জন্য যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি ও জামায়াতকে। শুক্রবার (২৩ মে) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমন তথ্য জানানো হয়।প্রেস উইং জানায়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে। এর আগে, গত কয়েক দিন ধরেই রাজনীতিতে চরম অস্থিরতা চলছে। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান বলে গতকাল খবর বের হয়। তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ।অন্যদিকে, বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে দলটির আমির জরুরি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। ভোরের আকাশ/এসএইচ