ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ১২:০২ এএম
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক
সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।
সোমবার (১৪ এপ্রিল) সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শ সভা শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষ ২০২৬ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি, শুল্ক সহযোগিতা, দ্বৈত কর পরিহার, অপরাধ সংক্রান্ত পারস্পরিক আইনি সহায়তা এবং পর্যটন খাতে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য একযোগে কাজ করার ওপর সম্মতি প্রকাশ করেন।
পররাষ্ট্র সচিব সিঙ্গাপুরের অর্থনৈতিক অগ্রগতি, সুশাসন ও মুক্ত বাজার অর্থনীতির প্রশংসা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দেশটির সরকারের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি সিঙ্গাপুরের বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সেরামিক, সাইকেল, গৃহস্থালি টেক্সটাইল এবং জুতা রপ্তানির সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।
বৈঠকে জসিম উদ্দিন জ্বালানি, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বন্দর ও বিমানবন্দর অবকাঠামো, নগর উন্নয়ন এবং কৃষি প্রক্রিয়াকরণ খাতে সিঙ্গাপুরের আরও বিনিয়োগ আহ্বান জানান। বিশেষ করে স্বাস্থ্য খাতে সক্ষমতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অগ্রগতি শুনে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রী দেশটির অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। পাশাপাশি, বাংলাদেশকে আসিয়ান (ASEAN) সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তির প্রচেষ্টায় সিঙ্গাপুরের সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি।
ভোরের আকাশ/এসএইচ