আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১২:৫৬ এএম
রাশিয়া-ইউক্রেন সম্মত হলো ২ দিনের যুদ্ধবিরতিতে, ১ হাজার ২০০ করে যুদ্ধবন্দি বিনিময়
রাশিয়া ও ইউক্রেন একে অপরের সঙ্গে মোট ২ হাজার ৪০০ যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। যুদ্ধবন্দি মুক্তির অংশ হিসেবে দুই দিনব্যাপী যুদ্ধবিরতিতেও একমত হয়েছে মস্কো ও কিয়েভ।
তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় দফা বৈঠকের পর এই সিদ্ধান্তে পৌঁছায় তারা। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৩৭ মিনিটে শুরু হওয়া এই বৈঠক শেষ হয় বৃহস্পতিবার সকাল ৯টা ১৬ মিনিটে।
রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী এবং সাবেক সংস্কৃতিমন্ত্রী ভ্লাদিমির মেডিনস্কি। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুদ্ধবন্দি বিনিময়ের প্রক্রিয়াকে সহজ করতে উভয় দেশের পক্ষ থেকে তিনটি করে ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এসব গ্রুপে রাজনীতিক, মানবাধিকারকর্মী এবং সামরিক কর্মকর্তারা থাকবেন।
মেডিনস্কি আরও জানান, নতুন যে ১ হাজার ২০০ যুদ্ধবন্দি মুক্তি পেতে যাচ্ছেন, তাদের মধ্যে সামরিক সদস্য ছাড়াও বেসামরিক ব্যক্তিরাও রয়েছেন। তিনি উল্লেখ করেন, গত বছরের নভেম্বরে ক্রুস্কে ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হওয়া ৩০ জন রুশ নাগরিকও রয়েছেন এই তালিকায়।
উল্লেখ্য, ইস্তাম্বুলে গত মে মাস থেকে শুরু হওয়া শান্তি সংলাপে দুই পক্ষ প্রথমবারের মতো ২ জুন যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ ও জীবিত বন্দি বিনিময়ে একমত হয়েছিল। ওই সময় ৬ হাজার করে মোট ১২ হাজার সেনার মরদেহ এবং ১ হাজার করে মোট ২ হাজার যুদ্ধবন্দি বিনিময় হয়।
মেডিনস্কি জানান, এখন পর্যন্ত ৭ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ কিয়েভকে হস্তান্তর করেছে মস্কো। আরও ৩ হাজার মরদেহ দ্রুতই ফেরত দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। একই সঙ্গে, এই ৩ হাজার মরদেহের বিনিময়ে রাশিয়ার নিহত সেনাদের মরদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেন, যদিও নির্দিষ্ট সংখ্যা এখনো জানানো হয়নি।
“যুদ্ধবিরতি ও সেনাদের মরদেহ বিনিময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে দুই দিনের স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি আমরা। কিয়েভও এতে সম্মতি দিয়েছে,”—বলেন ভ্লাদিমির মেডিনস্কি।
সূত্র: আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ//হ.র