সংগৃহীত ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের বৃহস্পতিবারের (১৭ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৭ জুলাই অনুষ্ঠেয় ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩ জুন প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বহু প্রতীক্ষিত বৃত্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। চলতি বছরের ডিসেম্বর মাসে এই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের সব উপজেলা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত দিনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান—এই চারটি বিষয়ে প্রশ্ন থাকবে। এর মধ্যে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ ও ‘প্রাথমিক বিজ্ঞান’ বিষয়ের ওপর একটি সমন্বিত প্রশ্নপত্র থাকবে, যাতে উভয় বিষয়ের ৫০ শতাংশ করে অন্তর্ভুক্ত থাকবে।এই পরীক্ষায় অংশ নিতে পারবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরাও। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয়ের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।একই সঙ্গে জানানো হয়েছে, প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।উল্লেখ্য, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) চালু হওয়ার পর থেকে আলাদা করে বৃত্তি পরীক্ষা বন্ধ রাখা হয়। ২০২২ সালে এই পরীক্ষা পুনরায় চালুর পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এরপর বিকল্প হিসেবে মেধাবৃত্তি ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করা হয়। এবার অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রায় এক দশক পর আবারও ফিরছে বৃত্তি পরীক্ষার সেই ঐতিহ্য। ভোরের আকাশ/হ.র
সরকারি সাত কলেজের জন্য নতুন একাডেমিক কাঠামোর অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর এই সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামের একটি স্বতন্ত্র কাঠামোর অধীনে এবার থেকে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।এই অনুমোদন গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করা হয় সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাশেমের সই করা এক স্মারকের মাধ্যমে। এতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৭ জুলাইয়ের প্রস্তাবনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাতটি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেরেবাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। নতুন এ কাঠামোর আওতায় কলেজগুলোতে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে এবং এর মধ্য দিয়ে শুরু হবে একটি আলাদা প্রশাসনিক ও একাডেমিক অধ্যায়।এই পদক্ষেপের মাধ্যমে ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এবার থেকে একটি নির্দিষ্ট ও স্বতন্ত্র কাঠামোর অধীনে ভর্তি এবং শিক্ষাজীবন পরিচালনার সুযোগ পাচ্ছেন, যা তাদের শিক্ষাগত অভিজ্ঞতাকে আরও সংগঠিত ও দক্ষভাবে পরিচালিত করতে সহায়ক হবে।ভোরের আকাশ/হ.র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের বৃহস্পতিবারের (১৭ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে।বুধবার (১৬ জুলাই) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।এতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৭ জুলাই অনুষ্ঠেয় ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। উল্লেখ্য, গত ৩ জুন প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।ভোরের আকাশ/এসএইচ
গোপালগঞ্জে কারফিউ জারির কারণে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের সকল পাবলিক পরীক্ষা কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলার শিক্ষার্থীদের জন্য পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ জেলা বোর্ডের আওতায় থাকায় সেখানে আগামীকাল সকালে অনুষ্ঠেয় এইচএসসির ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিকেলবেলায় যেসব বিষয়ের পরীক্ষা রয়েছে, সেগুলোর কোনোটিই গোপালগঞ্জে নির্ধারিত নেই।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।এদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জে আগামীকাল অনুষ্ঠিতব্য বোর্ডের অধীন সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি)।পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত পরীক্ষা পরবর্তীতে পুনঃনির্ধারিত তারিখে নেওয়া হবে এবং তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে দেশের অন্যান্য জেলার পরীক্ষাগুলো যথারীতি চলবে।বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক এক বিবৃতিতে বলেন, “গোপালগঞ্জ ব্যতীত দেশের অন্যান্য সব জেলায় আলিম পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।”উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশকে ঘিরে বুধবার গোপালগঞ্জে সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বুধবার রাত ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ জারি করেছে প্রশাসন।ভোরের আকাশ//হ.র