জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫ ০২:২৫ এএম
রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি
রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়ে স্বস্তির জায়গায় ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি মাসের ৬ মে পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মঙ্গলবার এ তথ্য জানান।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে বর্তমানে রিজার্ভের পরিমাণ ২২ দশমিক ০৬ বিলিয়ন ডলার। এ পদ্ধতিতে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট রিজার্ভ হিসাব করা হয়।
এর আগে গত ৪ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে রিজার্ভ কিছুটা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, প্রবাসী আয় এবং পণ্য রপ্তানি আয়ের ইতিবাচক প্রবণতা এ বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে। এতে করে দেশের বৈদেশিক মুদ্রা বাজার কিছুটা স্থিতিশীলতা পেয়েছে।
ভোরের আকাশ//হ.র