ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের বাজার স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার ফারুকী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।রবিবার (১৭ আগস্ট) দুপুর ১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।ভোরের আকাশকে তিনি বলেন, 'অভিযানকালে পৌর শহরের ফারুকী বাজারের ব্যবসায়ীরা ডিম বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শন করছেন না এবং ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করছেন না। এ পরিপ্রেক্ষিতে ৪ জন ডিম ব্যবসায়ীকে সতর্কতামূলক ৯৫০০ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানসমূহকে সরকারের আইন মেনে স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।'অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবং ১৫ আনসার ব্যাটলিয়নের সদস্যগণ। ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানানো হয়, জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।ভোরের আকাশ/মো.আ.
১৭ আগস্ট ২০২৫ ০৩:২৭ পিএম
খুলনায় ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
খুলনায় আল আমিন নামে এক ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। খুন করে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তার ওপর তার লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম।পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা উত্তর বণিক পাড়া খানাবাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে বলে জানা যায়। নিহত আল আমিন পেশায় একজন ঘের ব্যবসায়ী। সে দৌলতপুর মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার সাহেদ আলীর ছেলে। রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।দৌলতপুর থানা পুলিশের ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, কালো রঙের একটি পালসার মোটরসাইকেলসহ গলাকাটা অবস্থায় একটি যুবকের লাশ মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ির সামনে পড়ে আছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে জানতে পারি গাড়িটি চলন্ত অবস্থায় ছিল। কে বা কারা তাকে হত্যা করেছে, তা কেউ বলতে পারছে না।তিনি বলেন, ধারালো অস্ত্রদিয়ে ওই যুবকের গলা কাটা হয়েছে। ওই যুবকের পরনে গেঞ্জি এবং গ্যাবাডিনের প্যান্ট ছিল। লাশ উদ্ধারের পরপরই ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। আশপাশের সিসি ফুটেজ নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের পর ওই এলাকার কেউ মুখ খুলছে না।ভোরের আকাশ/মো. আ.
০৪ আগস্ট ২০২৫ ০১:১০ পিএম
পলিথিনের বদলে পাটের ব্যাগ: পরিবেশ রক্ষায় এগিয়ে এলেন পাথরঘাটার ব্যবসায়ীরা
পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জনের উদ্যোগ হিসেবে পাথরঘাটার ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে পাটের তৈরি ব্যাগ। ‘পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় পৌর শহরের ৩০ জন ব্যবসায়ীর মাঝে তিন হাজার পাটের ব্যাগ বিতরণ করা হয়।বুধবার (২৩ জুলাই) পাথরঘাটা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে সুন্দরবন প্রকল্প। বাস্তবায়নে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।কর্মশালার প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। তিনি বলেন, "প্লাস্টিক আমাদের পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ক্ষতির মাত্রা ব্যাখ্যা করতে সময় লাগবে, তবে ব্যবসায়ীদেরই উচিত বিকল্প উপকরণ ব্যবহারে পথ দেখানো।"বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায় এবং আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী খলিলুর রহমান।সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, "মানুষকে বোঝাতে হবে, শুধু পরিবেশ নয়—প্লাস্টিকের ক্ষতি তাদের নিজের জীবনেও পড়ছে। একমাত্র সম্মিলিত উদ্যোগই পারে এই ভয়াবহতা থেকে আমাদের মুক্তি দিতে।"উল্লেখ্য, এ ধরনের উদ্যোগ পরিবেশবান্ধব জীবনযাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করবে বলেও মনে করছেন স্থানীয় সচেতন মহল।ভোরের আকাশ/জাআ
২৩ জুলাই ২০২৫ ০৫:০৩ পিএম
মাদারীপুরে ডিমভর্তি পিকআপ খাদে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
জেলার ডাসারে ডিমভর্তি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে নুর নবী (৪৫) নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে গোপালগঞ্জ-মাদারীপুর সড়কের ডাসার উপজেলার আশ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন নুর নবী।খবর পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর নবীকে মৃত ঘোষণা করেন।ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় পিকআপের চালক হিজবুল্লাহ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখান থেকে পালিয়ে যায়। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুলাই ২০২৫ ০২:৪৮ পিএম
ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না। তবে, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না। এ ছাড়াও আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান তিনি।তিনি বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে সেটা যেন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়। আইন-শৃঙ্খলা বাহিনী সেটার যথাযথ ব্যবস্থা নেবে।অনেকে অভিযোগ করছেন আইন-শৃঙ্খলা বাহিনী এখনো কঠোর হচ্ছে না। এমন অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কীভাবে গ্রেপ্তার করা হলো? তিনি আরও বলেন, চাঁদপুরের ঘটনাতেও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর এই অবস্থা মোটেও নির্লিপ্ততা নয়। অনেক সময় দু-এক জায়গায় হয়তো একটু দেরি হতে পারে। তবে এসব ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাই।এর আগে, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট-সংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মাঝে।ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ১২:৫৪ পিএম
মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছি: শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মিটফোর্ডের ঘটনায় সকল ভাষা হারিয়ে ফেলেছি। তিনি বিদেশে অবস্থানরত থাকা অবস্থায় জেনে এই কথা বলেন।শুক্রবার (১১ জুলাই) রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ডের সামনে হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লিখেছেন, এ কোন যুগ! কোন সমাজ! প্রকাশ্য দিবালোকে একজন ক্ষুদ্র, সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো!তিনি আরও লেখেন, হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না- এ জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত।ইসলামীর আমির আরও লেখেন, হে সমাজ, জেগে উঠো! মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। মনে রেখো - আজ তুমি কারো বিপদে চুপ থাকলে, আগামীকাল তোমার ওপর এর চেয়েও বড় বিপদ এলে, তখন তুমি কাউকে পাশে পাবে না। অতএব, ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদেরকে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে।এর আগে, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ডের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটলেও মূলত শুক্রবার (১১ জুলাই) ভিডিওটি ভাইরাল হয়েছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক সড়কে পড়ে থাকা একজন ব্যক্তিকে বড় আকারের একটি পাথর দিয়ে ওপর থেকে আঘাত করা হচ্ছে। কেউ নিথর শরীরে আঘাত করছে আবার কেউ মাথায় সজোরে আঘাত করছে। এতে ওই লোকটির মাথা থেতলে যায় এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ১২:৪৩ পিএম
এনবিআর সংকট: আলোচনার মাধ্যমে সমাধান চায় ব্যবসায়ীরা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান অপসারণ দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে ব্যবসায়ীদের কোনো ধরনের ইন্ধন বা সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে উদ্ভূত সংকট নিরসনে সরকারকে দ্রুত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন, সময়ক্ষেপণ না করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)–কে দ্রুত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে।এর আগে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠনের পরিকল্পনা নেওয়া হয়। যদিও আন্দোলনের মুখে সেই অধ্যাদেশ স্থগিত করা হয়েছে, তবুও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা শনিবার সকাল থেকে দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন শুরু করেছেন।এ পরিস্থিতিতে গত ২৫ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এনবিআর সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে সরকারপন্থী কিছু ব্যবসায়ীর ইন্ধন থাকতে পারে।তবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, “এ ধরনের অভিযোগ যদি থেকে থাকে, তবে নির্দিষ্টভাবে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে। পুরো ব্যবসায়ী সমাজকে দায়ী করা অনুচিত।”তিনি বলেন, “বাংলাদেশের পোশাকশিল্প সবচেয়ে বড় খাত, যেখানে দৈনিক প্রায় আড়াই হাজার কোটি টাকার লেনদেন হয়। এনবিআর কর্মীদের আন্দোলনের কারণে এই বিশাল পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এটা দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।”চলমান অচলাবস্থায় গভীর উদ্বেগ জানিয়ে বিজিএমইএ সভাপতি আরও বলেন, “বর্তমানে ব্যবসায়ীরা বৈশ্বিক ও স্থানীয় অর্থনৈতিক চাপে আছেন। এর মধ্যে এনবিআরের অচলাবস্থা নতুন করে আরও বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এ সিদ্ধান্ত আত্মঘাতী, সরকারকে দ্রুত সমাধানের পথে ফিরে আসতে হবে।”সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী। তিনি বলেন, “আমরা মনে করি, এনবিআর চেয়ারম্যান অপসারণ কোনো স্থায়ী সমাধান নয় এবং এতে কাঙ্ক্ষিত ফল আসবে না।”বক্তব্যে উল্লেখ করা হয়, আন্দোলনের কারণে আমদানি-রপ্তানি খাতে ব্যাপক ক্ষতি হচ্ছে। রপ্তানিকারকরা কাঁচামাল সময়মতো খালাস করতে পারছেন না, বন্দরগুলোতে পণ্য আটকে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প খাত।এই পরিস্থিতিতে ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের কাছে ৭ দফা সুপারিশ পেশ করে। একই সঙ্গে আন্দোলনকারীদের শর্তহীনভাবে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান, এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, মেট্রো চেম্বার সভাপতি কামরান টি রহমান, বিটিএমএ সভাপতি শওকত আজিজ এবং বিসিএমইএ সভাপতি মঈনুল ইসলাম প্রমুখ।ভোরের আকাশ//হ.র