সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও অতিভারি বর্ষণের আশঙ্কা
সাগরে সৃষ্ট লঘুচাপ এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলে ঝড়ো হাওয়া এবং অতিভারি বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল নাগাদ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৯ জুলাই) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া ভারি বর্ষণজনিত সতর্ক বার্তায় জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা, খুলনা, চট্টগ্রামের কিছু নগর এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে।আন্তর্জাতিক পূর্বাভাসের সূত্র ধরে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বুধবার বিকেল ৪টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বরিশালের ভোলা ও পটুয়াখালী, চট্টগ্রামের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়িতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তিনি তার সামাজিক মাধ্যম পোস্টে জানান, এসব এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও জনগণকে প্রস্তুত থাকতে হবে। ভোরের আকাশ/হ.র