সংগৃহীত ছবি
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই। শক্তিশালী জান্তা শাসক হিসেবে উত্থান ঘটলেও পরবর্তীতে একজন নির্বাচিত শাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রোববার (১৩ জুলাই) ৮২ বছর বয়সে লন্ডনে তার মৃত্যু হয়।
আশির দশকে সামরিক শাসক হিসেবে ‘ইস্পাত কঠিন’ হাতে দেশ শাসন করেন বুহারি। পরবর্তীতে নিজের ভাবমূর্তি আমূল বদলে একজন রূপান্তরিত গণতন্ত্রকামী হিসেবে রাজনীতির অঙ্গনে আবারও ফেরেন বুহারি।
২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত টানা দুই মেয়াদে বেসামরিক, ‘ডেমোক্র্যাট’ প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করেন তিনি। প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বুহারির মুখপাত্র ছিলেন গারবা শেহু।
তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আজ বিকেলে লন্ডনের এক ক্লিনিকে মারা গেছেন। তার পরিবার এই ঘোষণা দিয়েছে।
ক্ষমতাসীন প্রেসিডেন্ট বোলা তিনুবু এক বিবৃতিতে জানান, তিনি বুহারির স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, তিনি ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমাকে ইংল্যান্ডে গিয়ে বুহারির মরদেহ ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দেখভাল করার নির্দেশ দিয়েছেন।
২০১৫ সালে নাইজেরিয়ার মুসলিম নেতা বুহারি প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন শাসককে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই। শক্তিশালী জান্তা শাসক হিসেবে উত্থান ঘটলেও পরবর্তীতে একজন নির্বাচিত শাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রোববার (১৩ জুলাই) ৮২ বছর বয়সে লন্ডনে তার মৃত্যু হয়।আশির দশকে সামরিক শাসক হিসেবে ‘ইস্পাত কঠিন’ হাতে দেশ শাসন করেন বুহারি। পরবর্তীতে নিজের ভাবমূর্তি আমূল বদলে একজন রূপান্তরিত গণতন্ত্রকামী হিসেবে রাজনীতির অঙ্গনে আবারও ফেরেন বুহারি।২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত টানা দুই মেয়াদে বেসামরিক, ‘ডেমোক্র্যাট’ প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করেন তিনি। প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বুহারির মুখপাত্র ছিলেন গারবা শেহু।তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আজ বিকেলে লন্ডনের এক ক্লিনিকে মারা গেছেন। তার পরিবার এই ঘোষণা দিয়েছে।ক্ষমতাসীন প্রেসিডেন্ট বোলা তিনুবু এক বিবৃতিতে জানান, তিনি বুহারির স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, তিনি ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমাকে ইংল্যান্ডে গিয়ে বুহারির মরদেহ ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দেখভাল করার নির্দেশ দিয়েছেন।২০১৫ সালে নাইজেরিয়ার মুসলিম নেতা বুহারি প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন শাসককে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেন।ভোরের আকাশ/এসএইচ
সিরিয়ার দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও সম্প্রদায়টির সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।চলতি বছরের এপ্রিল ও মে মাসে দ্রুজ সম্প্রদায়ের সদস্য ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর রোববারই প্রথম অঞ্চলটিতে মারাত্মক সহিংসতার ঘটনা ঘটল।স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সামরিক বাহিনী এবং উপজাতিদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে প্রাথমিক গণনায় কমপক্ষে ৩০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে।মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের বাহিনী সংঘাত নিরসন ও সংঘর্ষ বন্ধে সরাসরি হস্তক্ষেপ করবে।চিকিৎসা সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সুইদা জানিয়েছে, সহিংসতার কারণে দামেস্ক-সুইদা মহাসড়ক বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে।এ পরিস্থিতিতে সুইদার গভর্নর মুস্তাফা আল-বাকুর জনগণকে ‘আত্মসংযম অনুশীলন করার এবং সংস্কারের জাতীয় আহ্বানে সাড়া দেওয়ার’ আহ্বান জানিয়েছেন।ভোরের আকাশ/এসএইচ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন, তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবেন। তিনি বলেন, এসব অস্ত্র ইউক্রেনের জন্য খুবই প্রয়োজন, কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সারাদিন ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় এসে সবাইকে বোমা মেরে চমকে দেন’।ট্রাম্প ঠিক কতগুলো প্যাট্রিয়ট পাঠাবেন তা নির্দিষ্ট করে বলেননি। তবে জানান, ইউরোপীয় ইউনিয়ন এই অস্ত্রের খরচ পরিশোধ করবে।তিনি আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করতে চাইলেও পুতিন সে বিষয়ে তার উদ্যোগকে পাত্তা দেননি- এ কারণে তিনি রুশ নেতার ওপর বিরক্ত।ইতোমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় আরও প্রতিরক্ষা সক্ষমতা চেয়েছেন।ওয়াশিংটনের বাইরে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা তাদের প্যাট্রিয়ট পাঠাবো, যেটার তারা অত্যন্ত প্রয়োজন অনুভব করছে। কারণ পুতিন সত্যিই অনেককে চমকে দিয়েছেন। তিনি সারাদিন ভালো কথা বলেন, আর রাত হলে বোমাবর্ষণ করেন। এটা আমার পছন্দ নয়।তিনি আরও বলেন, আমরা অত্যাধুনিক নানা সামরিক সরঞ্জাম পাঠাবো। তারা এর পুরো মূল্য পরিশোধ করবে। আমরা চাই এভাবেই হোক।এই সপ্তাহে ট্রাম্পের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে, যেখানে ইউক্রেনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।ভোরের আকাশ/এসএইচ
এবার লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে ভেঙে পড়ল একটি বিমান। রোববার (১৩ জুলাই) বিকাল ৪টার একটু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি বিমান বিধ্বস্ত হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিমানে ওই সময় কতজন যাত্রী ছিলেন তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। ঘটনার ছবি-ভিডিও ইতোমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।জানা গেছে, ১২ মিটার দৈর্ঘে্যর এই বিমানে সর্বোচ্চ ৯ জন যাত্রী এবং দুজন বিমানকর্মী বসতে পারেন।প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি নেদারল্যান্ড যাচ্ছিল। ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুনের গোলার মতো জ্বলে ওঠে বিমানটি।সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, সেন্ট্রাল লন্ডন থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত এই সাউথএন্ড বিমানবন্দর। এই দুর্ঘটনার পর অন্তত চারটি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে, সাউথএন্ড বিমানবন্দরের ওয়েবসাইটে।এসেক্স পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, তারা রোববার বিকেল ৪টের ঠিক আগে সাউথএন্ড বিমানবন্দরে একটি ১২ মিটার লম্বা বিমানের সংঘর্ষের খবর পেয়েছেন।এর আগে গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানটি ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চালু হওয়ার পর এই প্রথম কোন ড্রিম লাইনার এভাবে দুর্ঘটনাগ্রস্ত। আহমেদাবাদের সিভিল হাসপাতালের হোস্টেলের ছাদে ভেঙে পড়েছিল ওই বিমান। সেই সময় অনেক শিক্ষার্থী দুপুরের খাবার খেতে বসেছিলেন ক্যান্টিনে। আচমকাই তাদের মাথার উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় সব।ভোরের আকাশ/এসএইচ