নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১২:১০ এএম
খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির নামজারির কাগজ তুলে দিল সরকার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দিয়েছে সরকার। বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান তার গুলশানের বাসভবনে গিয়ে এই কাগজ হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। সাক্ষাৎটি ছিল সৌজন্যধর্মী এবং প্রায় আধা ঘণ্টাব্যাপী তারা খালেদা জিয়ার বাসভবনে অবস্থান করেন।
খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, “উপদেষ্টা আদিলুর রহমান খান ও অন্যান্য কর্মকর্তারা এসে কিছু কাগজ হস্তান্তর করেছেন। এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।”
সরকারি সূত্রে জানা গেছে, গুলশানের এই বাড়িটি দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসনের দখলে থাকলেও এটি তার নামে আনুষ্ঠানিকভাবে নামজারি করা হয়নি। সাম্প্রতিক সময়ে সরকারের উদ্যোগে নামজারির প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং তারই অংশ হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে কাগজপত্র হস্তান্তর করা হলো।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮১ সালের ৩১ মে তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশানে দেড় বিঘা জমির ওপর অবস্থিত এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি ‘ফিরোজা’ নামক বাসভবনের কাছাকাছি অবস্থিত, যেখানে বর্তমানে বসবাস করছেন তিনি।
এছাড়া, এর আগে খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের ভেতরেও একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল, যদিও সেই বাড়ি পরবর্তীতে তাকে ছেড়ে দিতে হয়।
গণপূর্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে কাগজপত্র হস্তান্তরের আনুষ্ঠানিকতা কিছুটা বিলম্বিত হয়েছিল।
ভোরের আকাশ//হ.র