ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ০৬:২২ পিএম
সংগৃহীত ছবি
ট্রাভেল এজেন্সির নামকরণের ক্ষেত্রে পুনরাবৃত্তি পরিহার এবং নামকরণ নিয়ে সম্ভাব্য জালিয়াতি ও প্রতারণা রোধে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা দিয়ে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ (ডিসি) সংশ্লিষ্টদের কাছে বিতরণ করা হয়েছে।
এতে বলা হয়, ট্রাভেল এজেন্সির নামকরণের ক্ষেত্রে পুনরাবৃত্তি পরিহার এবং জালিয়াতি ও প্রতারণা রোধকল্পে Online Travel Agency Management System (OTAMS) সফটওয়্যার-এ ইউজার আইডির জন্য সাইনআপ রিকোয়েস্ট করার সময় আবশ্যিকভাবে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করে
নতুন এজেন্সির নাম প্রস্তাব দাখিলের জন্য অনুরোধ করা হলো-
১. ট্রাভেল এজেন্সির নাম প্রস্তাবের আগে নামের মূল শব্দ বা কিওয়ার্ড ইতোমধ্যে ব্যবহৃত হয়েছে কি না তা অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম-এর এজেন্সির তথ্য যাচাই সার্চ বক্স থেকে যাচাই করে নিতে হবে।
২. ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে বিদ্যমান কোনো ট্রাভেল এজেন্সির মূল নাম বা কিওয়ার্ড (Keyword)-এর সঙ্গে হুবহু বা আংশিক মিল রেখে নতুন কোন এজেন্সির নাম প্রস্তাব করা যাবে না।
৩. বিদ্যমান কোনো ট্রাভেল এজেন্সির মূল নামের সঙ্গে কোন শব্দ, বর্ণ কিংবা চিহ্ন সংযোজন ও বিয়োজন করে নতুন ট্রাভেল এজেন্সির নাম প্রস্তাব করা যাবে না।
৪. ট্রাভেল এজেন্সির সঙ্গে সম্পর্কিত নয় এমন শব্দ ট্রাভেল এজেন্সির নামের ক্ষেত্রে পরিহার করতে হবে। যেমন- ওভারসিজ, হজ-ওমরাহ, ভিসা, কনসালটেন্সি, এডুকেশন, ইত্যাদি।
৫. সাইনআপ রিকোয়েস্টের সময় ট্রাভেল এজেন্সির মৌলিক ও অর্থবহ নাম প্রস্তাব করতে হবে। অন্যথায় সাইনআপ রিকোয়েস্ট বাতিল করা হবে।
ভোরের আকাশ/এসএইচ