ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ১০:২২ এএম
বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশিদের জন্য ভিসা চালুর প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এরই ধারাবাহিকতায় সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু করা হয়েছে। রোববার বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল-হামুদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান। বৈঠকে রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে ভিসা সহজীকরণ থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ের ছয়টির বেশি বৈঠকের জন্য লুৎফে সিদ্দিকীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
রাষ্ট্রদূত আল-হামুদি জানান, ইউএই দূতাবাস বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য দলগত ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে, যা পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক বিনিময়কে আরো সহজ করছে। একটি বড় অগ্রগতি হিসেবে, ইউএইয়ের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা ব্যবস্থা পুনরায় চালু করেছে। এর ফলে গত কয়েক সপ্তাহে মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে।
ইতোমধ্যে নিরাপত্তাকর্মীদের (সিকিউরিটি গার্ড) জন্য ৫০০টি ভিসা প্রদান করা হয়েছে এবং আরো ১ হাজার ভিসা অনুমোদন শিগগিরই ইস্যু করা হবে। প্রত্যাশা করা হচ্ছে, ইউএই পর্যায়ক্রমে বাংলাদেশিদের জন্য ভিসাসংক্রান্ত বিধিনিষেধ আরো শিথিল করবে। বাংলাদেশি কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় যেসব বিষয় উত্থাপন করবে, সেগুলোকেও সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন রাষ্ট্রদূত। বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত আল-হামুদিকে তার সহযোগিতা ও উন্মুক্ত মনোভাবের জন্য ধন্যবাদ জানান।
তিনি আরো জানান, বাংলাদেশ ও ইউএই-এর মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে এবং এ-সংক্রান্ত টার্মস অব রেফারেন্সে উভয় পক্ষ একমত হয়েছে।
লুৎফে সিদ্দিকী আরো জানান, চলতি মাসের শেষ দিকে ইউএই’র একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে, যা দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো এগিয়ে নিয়ে যাবে।
ভোরের আকাশ/এসএইচ