পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছরের মধ্যেই পার্বত্য চট্টগ্রামের অন্তত ১০০টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (২ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, মুক্তিযুদ্ধ ও দুর্যোগবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা।
শিক্ষা বিভাগ জানায়, ই-লার্নিং চালুর পথে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে—দুর্গম অঞ্চলে বিদ্যুতের অপ্রতুলতা, ইন্টারনেট সংযোগের ঘাটতি এবং দক্ষ শিক্ষকের অভাব। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ কিছু বাস্তবসম্মত নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “প্রথম ধাপে ১০০টি বিদ্যালয় চিহ্নিত করতে হবে। প্রতিটি বিদ্যালয়ের ঘাটতির ধরন—ইন্টারনেট, সরঞ্জাম বা বিদ্যুৎ—তালিকাভুক্ত করে দ্রুত কার্যক্রম শুরু করতে হবে। বছরের মধ্যেই ই-লার্নিং ক্লাস চালু করতে হবে।”
সমাধানের দিক নির্দেশনা:
বিদ্যুৎ সমস্যায়: প্রত্যন্ত বিদ্যালয়গুলোতে সোলার প্যানেল বসানোর নির্দেশনা।
ইন্টারনেট সংযোগে: মোবাইল নেটওয়ার্ক ও স্টারলিংক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ।
শিক্ষক সংকট মোকাবিলায়: চুক্তিভিত্তিক শিক্ষকের নিয়োগের পরিকল্পনা।
প্রধান উপদেষ্টা জানান, শহরের অভিজ্ঞ শিক্ষকরা অনলাইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে পাঠদান করবেন। এতে করে ওই অঞ্চলের শিক্ষার্থীরাও মূলধারার শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে।
বৈঠকে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওই অঞ্চলের জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে নানা তথ্য উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসি বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।ভোরের আকাশ/এসএইচ
২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের; এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।ড. ইউনূস আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।উল্লেখ্য, বুধবার (২ জুলাই) মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে একই দিনের পরের ম্যাচে তুর্কমেনিস্তান ও বাহরাইন ২-২ গোলে ড্র করায় বাংলাদেশকে আর অপেক্ষা করতে হয়নি। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হবে মূল পর্ব।ভোরের আকাশ/এসএইচ
কারা অধিদপ্তর একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি করেছে। এর আগে এমনটি হয়েছে কি না কেউ নিশ্চিত করতে পারেনি। বুধবার (২ জুলাই) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩৩ জনকে বদলির এ আদেশ জারি করেন।যেসব কারাগারের ডেপুটি জেলারকে বদলি করা হয়েছে, সেগুলো হলো— কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার, চট্টগ্রাম, ফেনী, যশোর, কুমিল্লা, খুলনা, কাশিমপুর, কক্সবাজার, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, নোয়াখালী, শেরপুর, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, নাটোর, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ এবং সিলেট কারাগার।আদেশে বলা হয়, ডেপুটি জেলার মো. মফিজুল ইসলামকে বাগেরহাট জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, তৌহিদুল ইসলামকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে, মো. রাশেদুল হাসান রিগ্যানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগারে, মো. আব্দুস সোবহানকে কক্সবাজার জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে, অর্পন চৌধুরীকে রাঙ্গামাটি জেলা কারাগার প্রেষণে জয়পুরহাট জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, মো. তানজিল হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে খুলনা জেলা কারাগারে, মো. সাইফুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-১), তরিকুল ইসলামকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে কক্সবাজার জেলা কারাগারে, মো. সাদ্দাম হোসাইনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে ফরিদপুর জেলা কারাগারে, শেফালী আকতারকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলা কারাগারে বদলি বা পদায়ন করা হয়।এছাড়া, শিল্পী আক্তারকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুষ্টিয়া জেলা কারাগারে, আনন্দ কুমার শীলকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে, মো. রেজাউল করিমকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, মো. মাসুদ হোসেনকে ফরিদপুর জেলা কারাগার থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে, রুবাইয়া সন্ধিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মহিলা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, মো. একরামুল হককে শরীয়তপুর জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে, সিরাজুস সালেহীনকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে নোয়াখালী জেলা কারাগারে, সেলিনা আক্তার রেখাকে জামালপুর জেলা কারাগার থেকে শেরপুর জেলা কারাগারে, মো. ইব্রাহীমকে দিনাজপুর জেলা কারাগার থেকে বাগেরহাট জেলা কারাগারে, মো. আশাদুল ইসলামকে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে সাতক্ষীরা জেলা কারাগারে, মো. আজহারুল ইসলামকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামালপুর জেলা কারাগারে, মো. গোলাম সাকলাইনকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে গাইবান্ধা জেলা কারাগারে, খাতুনে জান্নাতকে নীলফামারী জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে, হানিফ আহমেদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বদলি বা পদায়ন করা হয়।আরও বলা হয়, বাসারাতুল্লাহকে বগুড়া জেলা কারাগার থেকে নাটোর জেলা কারাগারে, রুকাইয়া পারভিনকে নাটোর জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, পিটার ঘোষকে বরগুনা জেলা কারাগার থেকে নরসিংদী জেলা কারাগারে, আব্দুল মোহাইমেন তূর্যকে ঝালকাঠি জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে, তানিয়া ফারজানাকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে, মঈনুল হক আল মামুনকে খুলনা জেলা কারাগার থেকে খুলনা জেলা কারাগার প্রেষণে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে, মো. জাহিদ হাসানকে মাগুরা জেলা কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে, মো. হোসেনুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ও মো. মনিরুল হাসানকে পিরোজপুর জেলা কারাগার প্রেষণে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ (প্রেষণাদেশ প্রত্যাহার) বদলি বা পদায়ন করা হয়।প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।ভোরের আকাশ/এসএইচ
২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।প্রধান উপদেষ্টা তার বার্তায় বলেন, “এই সাফল্য শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি দেশের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার অনন্য উদাহরণ।”তিনি আরও বলেন, “নারী ফুটবল দলের এই অসাধারণ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবে।”প্রসঙ্গত, বাংলাদেশ নারী দল এবারের বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ২০২৬ সালের এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়, যা দেশের নারী ফুটবলের ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।ভোরের আকাশ//হ.র