নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ১১:২০ পিএম
পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে নির্বাচন কমিশন
পুরো নির্বাচনী আসনের ভোটগ্রহণ বাতিলের ক্ষমতা ফেরত পেতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে কাজী হাবিবুল আউয়াল কমিশনের আমলে এই ক্ষমতা বাতিল করা হয়েছিল। বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, “ভোটে কারচুপির অভিযোগের ভিত্তিতে কেন্দ্রভিত্তিক ভোট বাতিল করার ক্ষমতা আমাদের আছে। তবে সম্পূর্ণ আসনের ভোট বাতিলের যে ক্ষমতা একসময় ছিল, তা বর্তমানে নেই। আমরা সেই ক্ষমতা পুনরায় ফিরে পেতে উদ্যোগ নিয়েছি এবং আশা করছি, এটি ফিরে পাব।”
এছাড়া হলফনামায় মিথ্যা তথ্য প্রদানের বিষয়েও কমিশনের অবস্থান স্পষ্ট করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, “এই সংক্রান্ত আইনে কিছু সংশোধনী প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব থাকলে তা ঘোষণা দিতে হবে, উপযুক্ত সনদ দাখিল করতে হবে। এছাড়াও প্রার্থীর জীবনে করা সব ফৌজদারি মামলার ইতিহাস জানাতে হবে।”
তিনি আরও জানান, প্রার্থীর নিকট আত্মীয়—যেমন নির্ভরশীল ভাই-বোন বা অন্যান্য আত্মীয়—যাদের সম্পর্কে আরপিওতে (নির্বাচনী আইন) নির্ধারিত সংজ্ঞা রয়েছে, তাদের সম্পদের হিসাবও হলফনামার সঙ্গে সংযুক্ত করতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমানে আইনে একটি অস্পষ্টতা রয়েছে—হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচন কমিশন তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে কি না। আমরা চাই, কমিশনের সেই ক্ষমতা নিশ্চিত করতে আইনি কাঠামো সংশোধন করা হোক।”
নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, তা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
ভোরের আকাশ//হ.র