ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক
বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘ব্র্যাঞ্চ ম্যানেজার অথবা সাব ব্র্যাঞ্চ ম্যানেজার (এভিপি-ভিপি)’ পদে যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করেছে।
পদের বিবরণ অনুযায়ী:
ব্র্যাঞ্চ ব্যাংকিং বিভাগে এই পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা নির্ধারিত না হলেও প্রার্থীদের ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
চাকরির ধরন ফুল-টাইম এবং কর্মস্থল হতে পারে দেশের যেকোনো স্থানে। প্রার্থীর বয়সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি। বেতন নির্ধারিত হবে আলোচনার ভিত্তিতে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহীরা ইস্টার্ন ব্যাংক পিএলসির নির্ধারিত লিংকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৩ জুলাই ২০২৫।
ভোরের আকাশ//হ. র
সংশ্লিষ্ট
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬টি শূন্যপদে জনবল নিয়োগের জন্য আগামী ৩ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ দিন ২৪ জুলাই ২০২৫।নিয়োগ সংক্রান্ত প্রধান তথ্যপ্রতিষ্ঠান: জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুরপদসংখ্যা: ১৬ জনপদসমূহ:অফিস সহকারী (কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) - ৯টিহিসাব সহকারী - ৫টিসার্টিফিকেট সহকারী - ২টিবেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষা উত্তীর্ণকর্মস্থল: পিরোজপুরচাকরির ধরন: সরকারিপ্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেনবয়সসীমা: ৩ জুলাই ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরবয়স প্রমাণের ক্ষেত্রে: এফিডেভিট গ্রহণযোগ্য নয়আবেদন ফিপ্রতিটি পদের জন্য টেলিটকের মাধ্যমে সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকাঅনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকাআবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।শেষ তারিখআবেদনের শেষ সময় ২৪ জুলাই ২০২৫।আগ্রহী প্রার্থীদের সময়মত আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।ভোরের আকাশ//হ.র
বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘ব্র্যাঞ্চ ম্যানেজার অথবা সাব ব্র্যাঞ্চ ম্যানেজার (এভিপি-ভিপি)’ পদে যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করেছে।পদের বিবরণ অনুযায়ী:ব্র্যাঞ্চ ব্যাংকিং বিভাগে এই পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা নির্ধারিত না হলেও প্রার্থীদের ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।চাকরির ধরন ফুল-টাইম এবং কর্মস্থল হতে পারে দেশের যেকোনো স্থানে। প্রার্থীর বয়সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি। বেতন নির্ধারিত হবে আলোচনার ভিত্তিতে।আবেদন প্রক্রিয়া:আগ্রহীরা ইস্টার্ন ব্যাংক পিএলসির নির্ধারিত লিংকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৩ জুলাই ২০২৫।ভোরের আকাশ//হ. র
বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ‘এইচইএম গ্র্যান্ড সেক্টর’-এর ঋণ কর্মসূচিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ২,৯০০টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে ডাক বা কুরিয়ারের মাধ্যমে, নির্ধারিত ঠিকানায়।নিচে পদভিত্তিক বিস্তারিত তথ্য দেওয়া হলো—১. শাখা ব্যবস্থাপকপদসংখ্যা: ২০০যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার পরিচালনায় দক্ষতা আবশ্যক। পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।বয়স: ১৮-৩৫ বছর (অভিজ্ঞদের জন্য সর্বোচ্চ ৪০ বছর)।বেতন:প্রশিক্ষণকাল: ২৫,০০০ টাকাস্থায়ী নিয়োগে: সর্বসাকল্যে ৪১,৭১৫ টাকা২. শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ৫০০যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, তবে বাণিজ্য বিভাগ অগ্রাধিকার পাবে।বয়স: ১৮-৩৫ বছর (অভিজ্ঞদের জন্য সর্বোচ্চ ৪০ বছর)।বেতন:প্রশিক্ষণকাল: ২০,০০০ টাকাস্থায়ী নিয়োগে: সর্বসাকল্যে ৩২,৮৮০ টাকা৩. ফিল্ড সুপারভাইজারপদসংখ্যা: ১,৫০০যোগ্যতা: স্নাতক/সমমান (স্নাতকোত্তর পাস অগ্রাধিকার)।বয়স: ১৮-৩৫ বছর বেতন:প্রশিক্ষণকাল: ১৫,০০০ টাকাস্থায়ী নিয়োগে: সর্বসাকল্যে ৩২,৪৪৫ টাকা৪. সহকারী ফিল্ড সুপারভাইজারপদসংখ্যা: ৫০০যোগ্যতা: এইচএসসি/সমমানবয়স: ১৮-৩৫ বছরবেতন:প্রশিক্ষণকাল: ১৩,০০০ টাকাস্থায়ী নিয়োগে: সর্বসাকল্যে ২৭,৮১০ টাকা৫. বিনিয়োগকর্মীপদসংখ্যা: ২০০যোগ্যতা: স্নাতক/ফাজিল/স্নাতকোত্তর/কামিল (অগ্রাধিকার থাকবে স্নাতকোত্তর/কামিল পাসদের)। মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার। ইসলামি আদর্শে বিশ্বাসী ও অধূমপায়ী হতে হবে।বয়স: ১৮-৩৫ বছরবেতন:প্রশিক্ষণকাল: ১৫,০০০ টাকাস্থায়ী নিয়োগে: সর্বসাকল্যে ৩২,৪৪৫ টাকাআবেদনের পদ্ধতিআগ্রহী প্রার্থীদের অবশ্যই তিন কপি সদ্যতোলা সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, ই-মেইল ও মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠাতে হবে।আবেদন ফি৩০০ টাকার অফেরতযোগ্য মানি রসিদ বা ব্যাংক জমার রসিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। রসিদ সংগ্রহ করা যাবে টিএমএসএসের যেকোনো অফিস বা রূপালী, অগ্রণী কিংবা সোনালী ব্যাংকে “TMSS” নামে টাকা জমা দিয়ে।আবেদন পাঠানোর শেষ তারিখ:১৫ জুন ২০২৫আবেদনপত্র পাঠানোর ঠিকানা:প্রধান কার্যালয়সহ বিভিন্ন ডোমেইন অফিসে আবেদন পাঠানো যাবে। কিছু উল্লেখযোগ্য ঠিকানা নিচে দেওয়া হলো:প্রধান কার্যালয়: টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬ফাউন্ডেশন অফিস: ঠেঙ্গামারা, বগুড়াচট্টগ্রাম অফিস: ৫৪৯ ডি টি রোড, অলংকার মোড়, পাহাড়তলীরাজশাহী অফিস: পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমাসিলেট, কুমিল্লা, যশোর, বরিশাল, দিনাজপুর, নাটোর, ময়মনসিংহ অফিস—সব অফিসের ঠিকানা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।ভোরের আকাশ।।হ,র
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রথমবারের মতো একসঙ্গে ছয়টি বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। এই সময়সূচিতে ৪৪তম থেকে শুরু করে ৪৯তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি, লিখিত ও চূড়ান্ত ধাপের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।পিএসসি সূত্রে জানা গেছে, ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী ১ নভেম্বর প্রকাশিত হবে। আবেদন গ্রহণ চলবে পুরো নভেম্বর মাস জুড়ে, শেষ তারিখ ৩০ নভেম্বর।এদিকে, চলমান বিশেষ ৪৮তম বিসিএসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে এর প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই, ফল প্রকাশ ২১ জুলাই এবং চূড়ান্ত সুপারিশ দেওয়া হবে ২২ সেপ্টেম্বরের মধ্যে।ঘোষিত সময়সূচি অনুযায়ী:৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হবে ৩০ জুন।৪৫তম বিসিএসের লিখিত ফল প্রকাশ হবে ১৯ জুন, আর চূড়ান্ত ফল দেওয়া হবে ১০ ডিসেম্বর।৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই, ফল প্রকাশ করা হবে ১৮ ডিসেম্বর।৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, ফল প্রকাশ ২৮ সেপ্টেম্বর, এবং লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর।পিএসসি জানিয়েছে, নিয়মিত বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি সাধারণত বিজ্ঞপ্তির কমপক্ষে দুই মাস পর এবং লিখিত পরীক্ষা নেওয়া হয় প্রিলিমিনারির ফল প্রকাশের দুই মাস পর। প্রার্থীদের প্রস্তুতির জন্য মৌখিক পরীক্ষাগুলোর সময় নির্ধারণ করা হবে এমনভাবে যেন এক বিসিএসের সঙ্গে আরেকটির সময়কাল ওভারল্যাপ না হয় এবং তাদের মধ্যে অন্তত এক মাসের ব্যবধান থাকে।তবে কমিশন জানিয়েছে, প্রকাশিত সময়সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে, তবে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বাস্তবায়নে তারা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। পাশাপাশি, ডিসেম্বরের মধ্যে পরবর্তী বিসিএস পরীক্ষাগুলোর সময়সূচিও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। ভোরের আকাশ/হ.র