৪৬তম ও ৪৭তম বিসিএস পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা এবং ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) পরিবর্তিত সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
বুধবার বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর, পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে।
আর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পূর্বনির্ধারিত পরীক্ষা ৮ আগস্ট পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসনবিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ প্রকাশ করা হবে।
এছাড়া, প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে পরবর্তীতে যেকোনো ধরনের সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা এবং ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) পরিবর্তিত সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।বুধবার বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর, পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে।আর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পূর্বনির্ধারিত পরীক্ষা ৮ আগস্ট পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসনবিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ প্রকাশ করা হবে।এছাড়া, প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে পরবর্তীতে যেকোনো ধরনের সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ফল দেখতে পারছেন। এবারের পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ।বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর।প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার সারাদেশের ৬৭৯টি কেন্দ্রে ১ হাজার ৯১৮টি কলেজের মোট ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এরমধ্যে গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৮০ শতাংশ।গ্রুপভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিএ বিভাগে অংশগ্রহণ করেছেন ৬৬ হাজার ৮৩৫ জন। আর পাস করেছে ৬০ হাজার ৫৪৯ জন। এ বিভাগে পাসের হার ৯০ দশমিক ৫৯ শতাংশ।বিএসএস বিভাগে অংশগ্রহণ করে ৬৮ হাজার ৯৬৫ জন, পাস করেছে ৬২ হাজার ৬৫৩ জন। পাসের হার ৯০ দমশিক ৮৪ শতাংশ। বিকম/বিবিএস বিভাগে অংশগ্রহণ করে ২৫ হাজার ৬২৮ জন। পাস করেছে ২১ হাজার ৪৬৮ জন। পাসের হার ৮৩ দশমিক ৭৬ শতাংশ। বিএসসি বিভাগে অংশগ্রহণ করে ৬ হাজার ১৫৩ জন। পাস করেছে ৪ হাজার১৪৫ জন। পাসের হার ৬৭ দশমিক ৩৬ শতাংশ। বি. মিউজিক ও বি.স্পোর্টস বিভাগে পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৫ জন ও ৭ জন। পাস করেছে সবাই। দুই বিভাগেই পাসের হার ১০০ শতাংশ। সার্টিফিকেট কোর্স (মানোন্নয়ন) অংশগ্রহণ করে ৫১ জন। এখানেও পাসের হার ১০০ শতাংশ।এছাড়া, মানোন্নয়ন (সাধারণ) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৫৯ জন। পাস করেছে ৭৪ হাজার ২২ জন। পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ।শিক্ষার্থীরা, ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results অথবা result.nu.ac.bd ঠিকানায় দেখতে পারবেন।ভোরের আকাশ/জাআ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে ভর্তিচ্ছু যে সকল আবেদনকারীর জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি সমমানের সনদ নেই, তাদের ২৬ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা-২০২৫ এর আঞ্চলিক কেন্দ্রভিত্তিক ফলাফল গত ১৯ মে ২০২৫ তারিখ সোমবার প্রকাশিত হয়।ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মহা. আমিরুল ইসলাম ভর্তি পরিক্ষার এ ফলাফল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর নিকট হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা ও ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।ভর্তি পরীক্ষায় ৫,০১০ জন আবেদনকারীর মধ্যে ৩,৯১৭ জন উত্তীর্ণ হয়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম ২০ মে ২০২৫ তারিখ থেকে ০২ জুন ২০২৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মহা. আমিরুল ইসলাম।এছাড়াও যেসব শিক্ষার্থীর জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/স্বীকৃত সমমানের সনদপত্র রয়েছে তাদের ভর্তির আবেদনের তারিখ ২০ মে ২০২৫ থেকে ০২ জুন ২০২৫ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (১৯ মে) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ জুন থেকে প্রবেশপত্র বিতরণ শুরু হয়ে চলবে ২ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষা শাখা থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।চিঠিতে জানানো হয়েছে, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১ জুন প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। অন্যদিকে, ঢাকা মহানগরসহ ঢাকা জেলা, গাজীপুর, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে ২ জুন।প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য নির্ধারিত ছকে ১৫ থেকে ২২ জুনের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করতে হবে।বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রের আওতাধীন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার স্বাক্ষরিত প্রতিনিধিই প্রবেশপত্র গ্রহণ করতে পারবেন। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে এ দায়িত্ব দেওয়া যাবে না।উল্লেখ্য, ২৬ জুন শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।ভোরের আকাশ//হ.র