ঢাবিতে নির্বাচনী আমেজ
শহীদুল ইসলাম
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ০১:১৯ এএম
ছবি: সংগৃহীত
ছাত্র সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে চলছে গণসংযোগ। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় শেষ হয়েছে গতকাল। শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফর্ম নেন হল ও কেন্দ্রীয় ডাকসু প্রার্থীরা। এদিন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদসহ কয়েকটি ছাত্র সংগঠন নিজ নিজ প্যানেল ঘোষণা করেছে।
২০১৯ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৬ বছর পর এবারের নির্বাচন নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবার কেন্দ্রীয় ডাকসু নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য মোট ১ হাজার ২২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। কেন্দ্রীয় মনোনয়ন ফরম নির্ধারণ করা হয়েছিল ৩০০ টাকা করে।
আজ মঙ্গলবার বেলা ৩ টায় মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা একটার সময় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।
এর আগে সোমবার মনোনয় শেষ দিন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিাকার পরিষদসহ অধিকাংশ ছাত্রসংগঠ। অন্যান্য ছাত্র সংগঠন মনোনয়ন সংগ্রহ করে প্যানেল ঘোষণা দিলেও ছাত্রদলের পক্ষ থেকে তা কোনো প্যানেল ঘোষণা করেনি।
ঢাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবিদুল ইসলাম জানান, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার ছাত্রদল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তাদের প্যানেল ঘোষণা করা হবে। বিএনপির সহযোগী সংগঠনটি জানিয়েছে, আলাদা করে ফরম নিলেও তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্যানেল ঠিক করে দেবেন।
ভিপি পদে ছাত্রদল থেকে ফরম তুলেছেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বি এম কাউসার ও আবিদুল ইসলাম খান। আর সাধারণ সম্পাদক পদে ফরম নিয়েছেন কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামীম। এজিএস পদে ফরম নিয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান।
১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার।
এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার ডাকসুতে একমাত্র ইসলামী ছাত্রশিবির পূর্ণাঙ্গ ২৮ সদস্য প্যানেল ঘাষণা করে শিক্ষার্থীদের চমক দেখিয়েছে। এ প্যানেল থেকে ভিপি পদের জন্য লড়বেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক কায়েম ও জিএস পদে লড়বেন শিবিরের ঢাবির বর্তমান সভাপতি এস এম ফরহাদ। এছাড়া এজিএস পদে ছাত্রশিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান নির্বাচন করবেন।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। এবার ডাকসুতে শিবিরের প্যানেলে দলীয় নেতাকর্মীদের বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী চাকমা, জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীদের রাখা হয়েছে।
সোমবার মনোনয়ন গ্রহণ শেষে ঢাবির সিনেট ভবনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম তাদের নাম ঘোষণা করেন, এ সময় ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ উপস্থিত ছিলেন। বাকি পদগুলোতে মনোনয়ন নেওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন এস এম ফরহাদ।
ছাত্রশিবির মনোনীত প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে নির্বাচন করবেন ফাতিমা তাসনীম জুমা, প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা এবং আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে খান জসীম নির্বাচন করবেন। খান জসীম জুলাই অভ্যুত্থানে এক চোখ হারিয়েছেন।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরিফুল ইসলাম মুয়াজ।
গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া। ঘোষিত প্যানেলে আরো ১৩টি সদস্য পদ রাখা হয়েছে।
এ তালিকায় রয়েছেন সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময় এবং ঢাবি শিবিরের ক্রীড়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম মুজাহিদ, বিশেষ চাহিদাসম্পন্ন রাইসুল ইসলাম এবং ছাত্রী সংস্থা থেকে সাবিকুন নাহার তামান্না ও আফসানা আক্তার, শাহিউর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ, বিতার্কিক রায়হান উদ্দিন, স্টুডেন্টস এগেইনস্ট টর্চার প্ল্যাটফর্মের আনাস বিন মনির।
ছাত্র অধিকার পরিষদের প্যানেলে ভিপি বিন ইয়ামিন ও জিএস সাবিনা : ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এতে ভিপি পদে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও জিএস হিসেবে সাবিনা ইয়াসমিন মনোনোয়ন পেয়েছেন। এজিএস হিসেবে লড়বেন ঢাবি শাখার সদস্যসচিব রাকিবুল ইসলাম। তাদের প্যানেলের নাম ‘ডাকসু ফর চেঞ্জ’ এবং স্লোগান ‘ভোট ফর চেঞ্জ’।
এ ছাড়া প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. শাকিল খান, সমাজসেবা পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন। ঘোষিত প্যানেলে সদস্য হিসেবে আছেন রাহাত, রেজোয়ান, মো. মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও মাহতাপ ইসলাম।
এদিকে সামসুন্নাহার হলের সাবেক ভিপি তাসনিম আফরোজ ইমি-ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসুর নেতৃতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর সমন্বিত জোট ‘গণতান্ত্রিক ছাত্রজোটে’র নেতাকর্মীরা। তারা প্যানেলের কারো নাম ঘোষণা করেননি।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, মঙ্গলবার জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।
গণতান্ত্রিক ছাত্রজোটের আহ্বায়ক জাবির আহমেদ জুবেল বলেন, ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু, এজিএস জাবির আহমেদ জুবেল, মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন মোজাম্মেল হক ফর্ম সংগ্রহ করেছেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে মনোনয়ন নিয়েছে বাগছাস নেতারা। তবে এই প্যানেল থেকে কে কোন পদে নির্বাচন করবেন সেটি এখনো ঘোষণা করা হয়নি।
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান, কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরসহ সংগঠনের নেতাদের সমন্বয়ে মঙ্গলবার তাদের প্যানেল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
উমামা ফাতেমার নেতৃত্বে প্যানেল ঘোষণা আজ : ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। বিকেল ৩টায় তার নেতৃত্বাধীন প্যানেলের নাম ও নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে তিনি জানান।
উমামা ফাতিমা জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের প্যানেলের নাম ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করা হবে। তবে প্রাথমিকভাবে তারা ডাকসুকে রাজনৈতিক দলগুলোর জাতীয় নেতৃত্ব তৈরির মঞ্চ হিসেবে ব্যবহার না করার অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই প্রাধান্য দিচ্ছি। ডাকসুকে জাতীয় নেতা বানানোর জন্য ব্যবহার করতে চাই না। প্রতি বছর ডাকসু নির্বাচনের ক্যালেন্ডার অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। যেসব শিক্ষার্থীর যথাযথ যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা রয়েছে, কেবল তাদের নিয়েই সম্পাদক ও সদস্য পদে প্যানেল সাজানো হয়েছে।
অন্যদিকে ডাকসু নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন জুলাই অভ্যুত্থানে নির্মমভাবে আহত হওয়া সানজিদা আহমেদ তন্বী। তন্বী ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ